বিরাট কোহলী ও রশিদ খান ফাইল চিত্র
বিরাট কোহলীদের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে পারে আফগানিস্তান। আগামী বছরের শুরুতে ভারতে হতে পারে এই সিরিজ। তালিবান আফগানিস্তান দখলের পর থেকে খেলাধুলো হওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে রশিদ খান, মহম্মদ নবিদের ক্রিকেটে তারা নাক গলাবে না। এমনটাই জানিয়েছিল তালিবান।
অভ্যন্তরীণ অস্থিরতার কারণে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ বাতিল করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তবে ভারতের বিরুদ্ধে সিরিজ হওয়ার ব্যাপারে আশাবাদী আফগান বোর্ড। তাদের দাবি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের ব্যাপারেও সবুজ সংকেত পেয়েছে বোর্ড। আফগান ক্রিকেট কর্তা হামিদ শিনওয়ারি বলেন, ‘‘তালিবান সরকার ক্রিকেটকে সমর্থন করছে। সরকারের সংস্কৃতি কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজকে সমর্থন করেছে তারা। ভারতের বিরুদ্ধে সিরিজেও সমর্থন রয়েছে তাদের।’’
তবে আফগানিস্তানের মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ কী, সেটা এখনও পরিষ্কার নয়। শিনওয়ারি বলেন, ‘‘মহিলা ক্রিকেটের ব্যাপারে আমরা এখনও কিছু জানি না। সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’’
শিনওয়ারি, ক্রিকেটের ক্ষেত্রে তালিবান সমর্থনের কথা বললেও একক ভাবে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই আফগান ক্রিকেট বোর্ডের। বোর্ড কর্তার কথাতেই গোটা বিষয়টা স্পষ্ট হয়েছে।