India vs England 2021

India vs England 2021: অশ্বিনকে নিয়ে ভারতীয় শিবিরে অশান্তির আঁচ, না খেলানো অন্যায়, বলে দিলেন বোলিং কোচ

ওভালের পিচে স্পিনার প্রয়োজন হবে বলেই মনে করছেন অরুণ। তাঁর মতে, অশ্বিন ভারতীয় দলের সেরা স্পিনার। তাঁকে না খেলানোটা দুঃখজনক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ০৯:৫৮
Share:

অশ্বিনকে নিয়ে অশান্তির আঁচ? —ফাইল চিত্র

রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে ভারতীয় শিবিরে কি অশান্তির আঁচ? বোলিং কোচ ভরত অরুণের কথায় তারই ইঙ্গিত। অশ্বিনকে বাদ দেওয়া নিয়ে তিনি প্রশ্ন তুললেন।

Advertisement

কোহলী-শাস্ত্রী জুটি যখন অশ্বিনকে বাইরে রেখেই নামার পক্ষে, সেই সময় অরুণের মতে তাঁর মতো স্পিনারকে না খেলানোটা অন্যায়। তিনি বলেন, “অশ্বিন আমাদের সেরা স্পিনার। এটা খুবই দুঃখের যে ও এখনও অবধি এই সিরিজে একটি টেস্টও খেলেনি। বৃহস্পতিবার পিচ দেখা হবে। যদি অশ্বিন দলে ফিট করে তবে (রবীন্দ্র) জাডেজা এবং অশ্বিন দু’জনেই খেলবে।”

ওভালের পিচে স্পিনার প্রয়োজন হবে বলেই মনে করছেন অরুণ। তিনি বলেন, “ইতিহাস বলে ওভালের পিচে স্পিন কাজে লাগে। ইংল্যান্ড জানে জাডেজা এবং অশ্বিন একসঙ্গে খেললে কতটা ভয়ঙ্কর হতে পারে। পিচ থেকে সাহায্য পেলে ওরা যে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে, তা বলাই যায়।”

Advertisement

রুটকে আটকানোর দিকেও নজর দিতে হবে বলে মত অরুণের। তিনি বলেন, “প্রতিটা ম্যাচেই ভাল শুরু করছে রুট। এটা আমাদের আটকাতে হবে।” পাঁচ ম্যাচের সিরিজ এই মুহূর্তে ১-১। ওভালে যে দল জিতবে, তাদের আর সিরিজ হারতে হবে না। কোহলীরা কি পারবেন সেই কাজ করতে? তার আগে যদিও অশ্বিন ধাঁধার উত্তর পেতে হবে ভারতকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement