Lakshya Sen

প্যারিস অলিম্পিক্সের পর লক্ষ্যকে ফোন দীপিকার, কী বলেছিলেন অভিনেত্রী?

ভারতের ব্যাডমিন্টন তারকা ব্রোঞ্জ পদকের লড়াইয়ে হেরে গিয়েছিলেন মালয়েশিয়ার লি জ়ি জিয়ার বিরুদ্ধে। সেই হারের পর লক্ষ্যকে ফোন করেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৪ ১৮:৫৬
Share:

লক্ষ্য সেন এবং দীপিকা পাড়ুকোন। —ফাইল চিত্র।

প্যারিস অলিম্পিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল লক্ষ্য সেনের। ভারতের ব্যাডমিন্টন তারকা ব্রোঞ্জ পদকের লড়াইয়ে হেরে গিয়েছিলেন মালয়েশিয়ার লি জ়ি জিয়ার বিরুদ্ধে। সেই হারের পর লক্ষ্যকে ফোন করেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

Advertisement

অলিম্পিক্স পদক জিততে না পারায় হতাশ হয়ে পড়েছিলেন লক্ষ্য। তাঁকে উজ্জীবিত করতে ফোন করেছিলেন দীপিকা। বলিউড অভিনেত্রী ভারতের ব্যাডমিন্টন কোচ প্রকাশ পাড়ুকোনের মেয়ে। লক্ষ্য বলেন, “ওঁরা সকলে আমার পাশে ছিলেন। ব্রোঞ্জ পদকের ম্যাচে হারের পর দীপিকা আমায় ফোন করেছিলেন। উনি বলেছিলেন, চিন্তা না করতে। আমি ভাল খেলেছি। প্রকাশ স্যর আমার মেন্টর এবং বাবার মতো। কোনও রকম পরামর্শের প্রয়োজন হলেই আমি ওঁদের সঙ্গে নিঃসংকোচে কথা বলতে পারি।”

সেমিফাইনালে লক্ষ্য হেরে গিয়েছিলেন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসনের বিরুদ্ধে। তার পরেই ভেঙে পড়েছিলেন ভারতীয় শাটলার। লক্ষ্য বলেন, “সেমিফাইনালের পর আমি ভেঙে পড়েছিলাম। অলিম্পিক্সে দেশকে পদক এনে দিতে না পারার যন্ত্রণা ভুলতে সময় লেগেছিল। আমি জানতাম ভিক্টর অ্যাক্সেলসনের বিরুদ্ধে খেলতে হবে। আমি সেই ভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। এখন আমি যখন ওই ম্যাচ নিয়ে ভাবি, তখন বুঝতে পারি যে কোন কোন জায়গায় আরও উন্নতি করতে পারতাম। সব ঠিক ছিল, কিন্তু শেষ দিকে আমি পারলাম না।”

Advertisement

অলিম্পিক্স শেষে যদিও ভারতীয় শাটলারদের সমালোচনা করেছিলেন প্রকাশ। লক্ষ্যের হারের পর ক্ষুব্ধ পাড়ুকোন বলেছিলেন, “যা চাইছ, সব পাচ্ছ। এ বার দায়বদ্ধতা দেখাও। আরও দায়িত্ববোধ দেখাও।” সেই প্রসঙ্গে লক্ষ্য বলেছিলেন, “ম্যাচের পর প্রকাশ স্যর এবং বিমল স্যর (লক্ষ্যের কোচ বিমল কুমার) আমার সঙ্গে কথা বলেছিলেন। কোন কোন জায়গায় আরও উন্নতি প্রয়োজন বুঝিয়েছিলেন। দুর্বলতাগুলো চিহ্নিত করে পরিশ্রম করতে হবে। প্রকাশ স্যরের ওই কথাটা আমারও একটু খারাপ লেগেছিল। কিন্তু এটাও ঠিক, আমি জিততে পারিনি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement