বিশ্ব চ্যাম্পিয়নশিপে লড়াই করে দ্বিতীয় রাউন্ডে প্রণীত, প্রণয়

জয় পেয়েছেন কিদম্বি শ্রীকান্তও। তিনি তাইল্যান্ডের নাত নুয়েনের বিরুদ্ধে ১৭-২১, ২১-১৬, ২১-৬ ফলে জেতেন। প্রাক্তন বিশ্বসেরা শ্রীকান্ত গত ২২ মাসে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার ওয়ার্ল্ড টুরে কোনও খেতাব জিততে পারেননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৯ ০৫:৪১
Share:

মরিয়া: প্রথম গেম হেরে গিয়েও জিতলেন এইচ এস প্রণয়। ফাইল চিত্র

বিশ্ব চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে অভিযান শুরু করলেন ভারতের বি সাই প্রণীত এবং এইচ এস প্রণয়। ১৯ তম বাছাই প্রণীত ২১-১৭, ২১-১৬ হারান বিশ্ব ক্রম পর্যায়ে ৬৬ নম্বরে থাকা কানাডার জেসন অ্যান্থনি হো-শুয়াকে। অন্য ম্যাচে বিশ্বের ৩০ নম্বর প্রণয় প্রথম গেমে হেরে গিয়েও বি‌শ্বের ৯৩ নম্বর ফিনল্যান্ডের এটু হেইনোর বিরুদ্ধে জয় পান ১৭-২১, ২১-১০, ২১-১১।

Advertisement

জয় পেয়েছেন কিদম্বি শ্রীকান্তও। তিনি তাইল্যান্ডের নাত নুয়েনের বিরুদ্ধে ১৭-২১, ২১-১৬, ২১-৬ ফলে জেতেন। প্রাক্তন বিশ্বসেরা শ্রীকান্ত গত ২২ মাসে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার ওয়ার্ল্ড টুরে কোনও খেতাব জিততে পারেননি। এই প্রতিযোগিতাতেও হাঁটুর চোট সারিয়ে নেমেছেন শ্রীকান্ত। দ্বিতীয় রাউন্ডে শ্রীকান্তকে খেলতে হবে ইজরায়েলের মিশা জিবারম্যানের বিরুদ্ধে।

মেয়েদের ডাবলসেও ভারতের মেঘনা জাক্কামপুডি এবং এস পূর্বিশা রামের জুটি গুয়াতেমালার দিয়ানা সোতো এবং নিকতা আলেজান্দ্রা সোতোমেয়রকে হারান ২১-১০, ২১-১৮। পাশাপাশি অন্য দেশের খেলোয়াড়দের মধ্যে চিনের কিংবদন্তি লিন ডান এগিয়েছেন। প্রথম রাউন্ডে ভিয়েতনামের তেইন মিন নেগুয়েনের বিরুদ্ধে তাঁকে জিততে তিন গেম লড়াই করতে হয়। শেষ পর্যন্ত তিনি প্রতিপক্ষকে হারান ১৬-২১, ২১-১২, ২১-১২।

Advertisement

কেন্তো নিশিমোতো এবং টমি সুগিয়ার্তোও সহজেই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। নিশিমোতো স্ট্রেট গেমে হারান ফিনল্যান্ডের কাল্লে কোলিজোনেনকে। ফল ২১-১১, ২১-১৪। সুগিয়ার্তো হারান শ্রীলঙ্কার নিলুকা করুণারত্নেকে ২১-১৮, ২১-১২। এ ছাড়া তাইল্যান্ডের নিতচাওন জিন্দাপোল দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। বিশ্বের কুড়ি নম্বর সহজেই দ্বিতীয় রাউন্ডে ওঠেন ২১-৯, ২১-১২ ফলে যুক্তরাষ্ট্রের ক্রিস্টাল প্যানকে হারিয়ে। বিশ্বের এক নম্বর জাপানের কেন্তো মোমোতাও সহজেই এগিয়েছেন। তিনি হারান ২১-৯, ২১-১০ ফলে ভিয়েতনামের কাও কুওয়ং ফামকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement