২০১১ সালের ২ এপ্রিলের রাত। ভারতে এর আগেই গুগল যুগ শুরু হয়ে গিয়েছিল। তবে নেটমাধ্যম এখনকার মতো সক্রিয় নয়। সেটা হলে এই ছবি ভাইরাল হতে দশ বছর লাগত না। সে দিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনাল ম্যাচ দেখতে অনেকের মতো সচিন তেন্ডুলকরের পরিবারও উপস্থিত ছিলেন। অর্জুন ও সারাকে নিয়ে গ্যালারিতে ছিলেন স্ত্রী অঞ্জলি। সেটাই অবশ্য স্বাভাবিক। তবে তাঁদের সঙ্গে যে ১১ বছরের পৃথ্বী শ থাকবেন সেটা অনেকেই ভাবতে পারেননি। তাই তো সেই ছবি এখন নেটমাধ্যমে ভাইরাল। ভাইরাল হওয়া সেই ছবি সম্পর্কে পৃথ্বী বললেন, “আমার বয়স বড়জোর ১১। অর্জুন,সারার পাশে বসে সেই ফাইনাল দেখেছিলাম। আমাদের সঙ্গে অঞ্জলি আন্টিও ছিল। সেই ম্যাচের উত্তেজনা জীবনে ভুলতে পারব না।”
দশ বছর অনেকটা সময়। এই দশ বছরে অর্জুন ও পৃথ্বীর জীবনে অনেক কিছু বদলে গিয়েছে। পৃথ্বী ইতিমধ্যে জাতীয় দলের হয়ে টেস্ট ও একদিনের ম্যাচে অভিষেক ঘটিয়েছেন। আইপিএল জগতেও এই ডানহাতি বেশ পরিচত নাম। অন্যদিকে সচিন পুত্র অর্জুন কিন্তু বন্ধু পৃথ্বীর থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছেন। চলতি বছর মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি প্রতিযোগিতা খেললেও দাগ কাটতে পারেননি। ফলে বিজয় হজারে দল থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছিল। যদিও আসন্ন আইপিএলে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সে সুযোগ পেয়েছেন। এখন সুযোগ পেলে অর্জুন লক্ষ্যভেদ করতে পারেন কিনা সেটাই দেখার।