মনপ্রীতদের নামে এ বার স্কুল। ছবি পিটিআই
টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে ৪১ বছরের পদকের খরা কাটিয়েছে ভারতীয় হকি দল। সেই দলে ছিলেন পঞ্জাবের একাধিক খেলোয়াড়। এ বার তাঁদের নামে বিভিন্ন স্কুলের নামকরণ করা হচ্ছে। পঞ্জাবের ১০ জন খেলোয়াড়ের প্রত্যেকের নামে স্কুলের নামকরণ হবে।
পঞ্জাবের স্কুলশিক্ষা মন্ত্রী বিজয় ইন্দর সিংলা জানিয়েছেন, এই প্রস্তাব অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ।
জালন্ধরের মিঠাপুরের সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলের নাম হচ্ছে অধিনায়ক মনপ্রীত সিংহের নামে। সেই স্কুল এ বার থেকে পরিচিত হবে অলিম্পিয়ান মনপ্রীত সিংহ সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুল হিসেবে। তেমনই অমৃতসরের টিমোয়ালের সরকারি স্কুলের নামকরণ হচ্ছে সহ-অধিনায়ক হরমনপ্রীত সিংহের নামে, যিনি অলিম্পিক্সে ভারতের হয়ে সব থেকে বেশি গোল করেছেন।
একই ভাবে মিঠাপুরের প্রাইমারি স্কুলের নাম হবে মনদীপ সিংহের নামে, আটারির সরকারি স্কুলের নাম হচ্ছে শামসের সিংহের নামে, ফরিদকোটের সরকারি মিডল স্কুল (বেসিক গার্লস)-এর নাম হবে রূপিন্দর পাল সিংহের নামে, খুসরোপুরের সরকারি মিডল স্কুলের নাম হবে হার্দিক সিংহের নামে, খলাইহারার প্রাইমারি স্কুলের নাম হবে গুরজন্ত সিংহের নামে এবং চহল কলানের সরকারি হাইস্কুলের নাম হবে সিমরণজিৎ সিংহের নামে।