Sourav Ganguly

Dona Ganguly: ফেসবুক খোলায় স্বস্তি, মধ্যরাতে সৌরভের সঙ্গে জন্মদিনের কেক কাটার ছবি দিলেন ডোনা

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভকে লর্ডসে দ্বিতীয় টেস্টে প্রায় প্রতিদিনই হাজির থাকতে দেখা গিয়েছে। ছিলেন ডোনাও। সম্প্রতি তাঁরা শহরে ফিরেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২১ ১২:১৯
Share:

কেক কাটছেন ডোনা। হাজির সৌরভ, সানা। ছবি ফেসবুক

জন্মদিনেই ফেসবুক প্রোফাইল লকড্ হয়ে যাওয়ায় চিন্তায় পড়েছিলেন তিনি। আনন্দবাজার অনলাইনে সেই খবর প্রকাশ হওয়ার পর সমস্যা মেটে। এরপরেই স্বামী সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে মধ্যরাতে কেক কাটলেন ডোনা গঙ্গোপাধ্যায়। হাজির ছিলেন মেয়ে সানা এবং বাকি আত্মীয়রাও। সানা এবং ডোনা দু’জনেই ফেসবুকে কেক কাটার ছবি পোস্ট করেছেন।

Advertisement

রবিবার, ২২ অগস্ট ছিল ডোনার জন্মদিন। কিন্তু শনিবার গভীর রাত থেকেই তাঁর ফেসবুক প্রোফাইল লকড্ হয়ে যায়। তাঁকে যেমন কোনও ছাত্রছাত্রী জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারছিলেন না, তেমনই ডোনাও কারওকে জবাব দিতে পারছিলেন না। কেন আচমকা তাঁর ফেসবুক প্রোফাইল লক হয়ে গিয়েছিল, তা বুঝতে পারেননি তিনি। আনন্দবাজার অনলাইনে সেই খবর প্রকাশিত হওয়ার কিছুক্ষণ পরেই ডোনার প্রোফাইল খুলে যায়। ফেসবুকে ফেরার পরেই তিনি ধন্যবাদ জানান আনন্দবাজার অনলাইনকে।

নেটমাধ্যমের ছবিতে দেখা গিয়েছে, মায়ের পাশে বসে রয়েছেন সানা। একটু দূরে সোফায় বসে সৌরভ। তাঁর পাশে অন্যান্য আত্মীয়রা। রয়েছে তাঁদের পোষ্য ‘সুগার’-ও। ডোনার কেক কাটার সময় হাততালিও দিয়েছেন তাঁরা।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভকে লর্ডসে দ্বিতীয় টেস্টে প্রায় প্রতিদিনই হাজির থাকতে দেখা গিয়েছে। ছিলেন ডোনাও। সম্প্রতি তাঁরা শহরে ফিরেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement