শব্দ জব্দের লড়াই
জমে উঠেছে শব্দ জব্দের লড়াই। উত্তম মঞ্চে শিক্ষার্থীদের মধ্যে টান টান উত্তেজনা। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের দ্বিতীয় পর্বে অর্থাৎ সেমিফাইনালে মোট ২০টি দল উত্তীর্ণ হয়েছে। এক নজরে দেখে নিন কোন কোন দল দ্বিতীয় পর্বের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
শব্দ জব্দের লড়াই
শব্দ জব্দের লড়াই
শব্দ জব্দের লড়াই
বাংলা শব্দের জগতে নতুন ভাবে ডুব দিয়ে পশ্চিমবঙ্গের মোট ১০১টি স্কুলে বিভিন্ন মজার শব্দের খেলা নিয়ে হাজির হয়েছিলাম আমরা। ২০,০০০-এরও বেশি শিক্ষার্থী আমাদের প্রাথমিক পর্বে অংশ নিয়েছিল।
শব্দ জব্দের লড়াই
এদিন উত্তম মঞ্চে চূড়ান্ত পর্বে প্রতিটি স্কুল থেকে তিনজন শিক্ষার্থী স্কুলকে প্রতিনিধিত্ব করে। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই সেমিফাইনালে ২০টি দলকে বেছে নিয়েছি আমরা। এবার দেখার এদের মধ্যে কোন স্কুলগুলি ফাইনালে পৌঁছবে। শেষ পর্যায়ে কোন স্কুলের মাথায় উঠবে বিজয় মুকুট?
চূড়ান্ত পর্বের চূড়ান্ত স্তরে প্রতিযোগিদের জন্য থাকছে আরও মজার শব্দের খেলা। বিশদে জানতে চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের শব্দ জব্দ-এর পাতায়।