Tropic Of Capricorn

আজ হঠাৎ উধাও হতে পারে ছায়া

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, কোনও একটি নির্দিষ্ট অক্ষাংশের উপর দিয়ে সূর্য অতিক্রম করার সময়ে একেবারে দুপুরে মধ্য গগনে থাকা অবস্থায় সূর্যরশ্মি উল্লম্ব ভাবে ওই এলাকায় থাকা সব বস্তুর উপরে পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২০ ০৫:৩৭
Share:

প্রতীকী ছবি

কলকাতা ও লাগোয়া এলাকা থেকে হঠাৎ উধাও হয়ে যেতে পারে ছায়া। তবে তা কিছু ক্ষণের জন্য। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এটা কোনও বিরল ঘটনা নয়। কর্কটক্রান্তি রেখার দক্ষিণে অবস্থানের জন্য বছরে দু’বার এমন হয়। কেন্দ্রীয় সরকারি সংস্থা পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার সূত্রের খবর, ৪ থেকে ৭ জুনের মধ্যে এক বার এবং ৫ থেকে ৭ জুলাইয়ের মধ্যে এক বার এমন হতে পারে। তবে ঠিক কোন দিন কোন সময়ে এমন হবে তা কেন্দ্রীয় সরকারি সংস্থা গণনা করেনি। তবে জ্যোতির্বিজ্ঞানপ্রেমী বিভিন্ন সংগঠনের যে হিসেব সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তাতে দেখা গিয়েছে ৫ জুন ও ৭ জুলাই কলকাতা ও হাওড়ায় কিছু ক্ষণের জন্য ছায়াহীন দুপুর মিলতে পারে।

Advertisement

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, কোনও একটি নির্দিষ্ট অক্ষাংশের উপর দিয়ে সূর্য অতিক্রম করার সময়ে একেবারে দুপুরে মধ্য গগনে থাকা অবস্থায় সূর্যরশ্মি উল্লম্ব ভাবে ওই এলাকায় থাকা সব বস্তুর উপরে পড়ে। পদার্থবিদ্যার নিয়ম মেনেই তাই কিছু ক্ষণ কোনও বস্তুর ছায়া পড়ে না। জুন ও জুলাইয়ে কলকাতা ও হাওড়ার (২২.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ) উপর দিয়ে সূর্যের অতিক্রম করার কথা। অক্ষাংশ ভেদে এই ঘটনা আলাদা আলাদা দিনে ঘটে। দক্ষিণ ভারতে যেমন এপ্রিল মাসেই এমন ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: নিজের ছোড়া ‘বাণ’ থেকে আমাদের বাঁচায় সূর্যই! দেখালেন মেদিনীপুরের সঞ্চিতা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement