SpaceX

এই প্রথম রাতে মহাকাশচারীদের পৃথিবীতে নামাবে মহাকাশযান

১৯৬৮ সালে নাসা মহাকাশ অভিযান শুরু করার পর এই প্রথম রাতে মহাকাশচারীদের ফিরিয়ে আনা হচ্ছে পৃথিবীতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মে ২০২১ ১৪:২৪
Share:

স্পেস-এক্স-এর ড্রাগন রকেট। -ফাইল ছবি।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে নাসা ও জাপান স্পেস এজেন্সির ৪ মহাকাশচারীকে নিয়ে রাতে (আমেরিকার সময়) এই প্রথম পৃথিবীতে অবতরণ করতে চলেছে কোনও মহাকাশযান। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ অভিযানের ৫৩ বছরের ইতিহাসে এই প্রথম।

Advertisement

নাসা জানিয়েছে, ভারতীয় সময় রবিবার বিকেলের দিকে স্পেস স্টেশনে থাকা ৪ মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনবে এলন মাস্কের সংস্থা স্পেস-এক্স-এর ড্রাগন রকেট। ১৯৬৮ সালে নাসা মহাকাশ অভিযান শুরু করার পর এই প্রথম রাতে মহাকাশচারীদের ফিরিয়ে আনা হচ্ছে পৃথিবীতে।

নাসার যে ৩ মহাকাশচারীকে ফিরিয়ে আনা হচ্ছে তাঁদের নাম ভিক্টর গ্লোভার, মাইক হপকিন্স, শ্যানন ওয়াকার। এঁদের সঙ্গে রয়েছেন ‘জাপান স্পেস এজেন্সি (জাক্সা)’-র মহাকাশচারী সইচি নোগুচিও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement