ছবি- এসা-র সৌজন্যে।
এ বার বিশেষ ভাবে সক্ষমদের পাঠানো হবে মহাকাশে। মহাকাশচারী হিসাবে। ‘সকলেরই অধিকার মহাকাশে’, এই বার্তা দিতে। জানালেন ইউরোপিয়ান স্পেস এজেন্সি (এসা)-র প্রধান জোসেফ অ্যাশবাকার। তিনি বলেছেন, “আমরা এ বার বিশেষ ভাবে সক্ষমদের মহাকাশে পাঠাতে চাইছি। তাঁরাও হবেন মহাকাশচারী। বিশ্বে যা এর আগে হয়নি কখনও। এই অভিযানের মাধ্যমে এই বার্তাই পৌঁছে দিতে চাই, মহাকাশ কারও একার নয়। মহাকাশ সকলেরই।”
এসা প্রধান এ-ও জানিয়েছেন, সেই সব অভিযানে বিশেষ ভাবে সক্ষমদের মহাকাশচারী হিসাবে তো পাঠানো হবেই। সঙ্গে পাঠানো হবে কয়েকশো প্যারা-অ্যাস্ট্রোনটকেও। যাঁরা মহাকাশযানের ভিতরে থাকবেন।
অ্যাশবাকার জানিয়েছেন, এসা-র ওই সব অভিযানে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই আবেদন জমা পড়েছে ২২ হাজার জনের। মহাকাশচারী হওয়ার জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। দেওয়া হবে বেতনও।