News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৪

চাঁদে কেমন কাজ করছে ‘বিক্রম’ ও ‘প্রজ্ঞান’? যাদবপুরকাণ্ডে মনোতোষ-দীপশেখরদের হাজিরা আদালতে। পাহাড়ে ২৪ ঘণ্টা বন্‌ধের ডাক। খেজুরিতে শুভেন্দুর সভা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৩ ০৬:৫৫
Share:

শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

চাঁদে কেমন কাজ করছে ‘বিক্রম’ ও ‘প্রজ্ঞান’?

Advertisement

চাঁদে দু’দিন কাটিয়ে ফেলল ‘বিক্রম’ এবং ‘প্রজ্ঞান’। কী করছে তারা সেখানে? শুক্রবার সকালে ইসরো প্রকাশ করেছিল ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে ঢালু পথ বেয়ে প্রজ্ঞান নেমে আসছে চাঁদের মাটিতে। পরে শুক্রবার রাতে ইসরো এক্স (টুইটার) হ্যান্ডলে জানায়, চাঁদে ৮ মিটার এগিয়েওছে ‘প্রজ্ঞান’। তবে কাজ করছে ধীর গতিতে। হাতে আর ১২ দিন সময়। তার পর সূর্য ঢলবে চাঁদের দক্ষিণ মেরুতে। ৪৮ ঘণ্টায় প্রজ্ঞান নতুন কিছু খুঁজে পেল কি? আজ নজর থাকবে সে দিকে।

যাদবপুরকাণ্ড

Advertisement

হস্টেলের বারান্দা থেকে পড়ে যাওয়ার আগে র‌্যাগিং করা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রকে। রিপোর্টে এ কথা জানাল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটি। এত দিন এই অভিযোগ ছিল মৃত পড়ুয়ার পরিবারের। রাজ্য মানবাধিকার কমিশন এবং পুলিশও ‘র‌্যাগিংয়ের প্রমাণ’ পাওয়া গিয়েছে বলে জানায়। তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কমিটির রিপোর্টে র‌্যাগিংয়ের কথা বলা হলেও ছাত্রের মৃত্যু কী ভাবে হয়েছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এই রিপোর্ট-পরবর্তী সময়ে কর্তৃপক্ষ কী পদক্ষেপ করবেন, সে দিকে আজ নজর থাকবে। আজ আদালতে হাজির করানো হবে ধৃত মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্তকে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

পাহাড়ে ২৪ ঘণ্টা বন্‌ধের ডাক

শিলিগুড়ির মাটিগাড়ায় নাবালিকা স্কুলছাত্রীকে খুনের ঘটনার প্রতিবাদে শনিবার পাহাড়ে ২৪ ঘণ্টার বন্‌ধ ডাকল গোর্খা সেবা সেনা। পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়ে এই বন্‌ধকে সমর্থন করার বার্তা দিয়েছে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা, অজয় এডওয়ার্ডের হামরো পার্টি এবং বিজেপি। অন্য দিকে, ‘নিরপেক্ষ’ অবস্থান নিয়ে পুলিশি তদন্তে আস্থা রাখার কথা বলেছে অনীত থাপা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। আজ নজর থাকবে পাহাড়ের পরিস্থিতির দিকে।

খেজুরিতে শুভেন্দুর সভা

গত বৃহস্পতিবার অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট। সব কিছু ঠিক থাকলে আজ খেজুরিতে সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত ১৯ অগস্ট পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভা করার কথা ছিল শুভেন্দুর। ১৪ অগস্ট সভা করতে চেয়ে অনুমতি চেয়েছিল বিজেপি। বিজেপির আইনজীবীর দাবি, সভার আগের দিন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বলা হয়, পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে অশান্তি ঠেকাতেই এই সিদ্ধান্ত। প্রশাসনকে মান্যতা দিয়ে সভার দিন পরিবর্তন করে আগামী ২৬ অগস্ট করা হয়। কিন্তু তাতে আপত্তি জানায় পুলিশ। এর পর উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে সভার অনুমতি পায় বিজেপি। আজ নজর থাকবে শুভেন্দুর সভার দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement