Shukto

Dudh Shukto: এই গ্রীষ্মে সকলকে চমকে দিয়ে বানিয়ে ফেলুন মা-ঠাকুমার আমলের দুধ শুক্তো

অনেকেই অনেক ভাবে শুক্তো রান্না করে থাকেন। তবে দুধ দিয়ে শুক্তো রাঁধাতে পারলে তার রং যেমন হয় মনোরম, তেমন স্বাদও লেগে থাকে জিভে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০২২ ২০:৪১
Share:

দুধ শুক্তো তৈরির প্রণালী ছবি: সংগৃহীত

শুক্তো কার্যত বাঙালির আত্ম-পরিচিতির অংশ হয়ে গিয়েছে। আর গরমকালে তো কোনও কথাই নেই। পাতে শুক্তো থাকবেই থাকবে। প্রাচীন এই পদের বৈচিত্রের শেষ নেই। অনেকেই অনেক ভাবে শুক্তো রান্না করে থাকেন। তবে দুধ দিয়ে শুক্তো রাঁধাতে পারলে তার রং যেমন হয় মনোরম, তেমনই তার স্বাদও লেগে থাকে জিভে। রইল সেই চির নতুন প্রণালী।

Advertisement

উপকরণ—

Advertisement

১। সজনে ডাঁটা: ২টি।

২। গাজর: ১টি, আঙুলের মতো করে কাটা।

৩। আলু: একটি বড় আলু।

৪। উচ্ছে বা করলা: ১টি।

৫। পটল: ১টি।

৬। বেগুন: মাঝারি আকারের, ডুমো ডুমো করে কাটা।

৭। কাঁচকলা: ১টি।

৮। রাঙা আলু: ১টি।

৯। তেল, নুন, হলুদ: পরিমাণ মতো

১২। পাঁচফোড়ন

১৩। দুধ: ২০০ মিলিলিটার

প্রণালী—

১। কড়াইয়ে তেল ঢেলে প্রতিটি সব্জি আলাদা আলাদা করে ভেজে নিন। তবে ভাজা যেন কড়া না হয়ে যায়।

২। পাঁচফোড়ন গুঁড়ো করে নিন। এর পর কড়াইয়ে তেল নিয়ে তাতে পাঁচফোড়ন গুঁড়ো মিশিয়ে নাড়তে থাকুন।

৩। গরম তেলে পরিমাণ মতো নুন, হলুদ, দিয়ে ভাল করে কষিয়ে নিয়ে একে একে ভাজা সব্জিগুলি দিয়ে দিন।

৪। একটু নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দিন। আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন কড়াই।

৫। সব্জি সেদ্ধ হয়ে আসলে তাতে দুধ ঢেলে দিন।

৬। দুধ দেওয়ার পর ভাল করে ফুটতে দিন। ভাল করে ফুটে উঠলে পরিমাণ মতো চিনি আর ওই পাঁচফোড়নের গুঁড়ো ছড়িয়ে দিয়ে আরও কিছু ক্ষণ নাড়িয়ে নিন।

৭। ঝোল একটু ঘন হয়ে এলে, নামিয়ে নিলেই তৈরি দুধ শুক্তো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement