অযোধ্যায় রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিনে অন্তত সাত হাজার জনকে আমন্ত্রণ করতে চলেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।
আমন্ত্রিতদের তালিকায় সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলির নাম রয়েছে বলে জানা গিয়েছে। শুধু ক্রিকেটারেরা নন, নিমন্ত্রিতের তালিকায় রয়েছেন শিল্পপতি, বিনোদন জগতের মানুষ-সহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিতেরা।
নিমন্ত্রিতের তালিকায় রয়েছেন শিল্পপতি মুকেশ অম্বানী, গৌতম আদানি এবং রতন টাটা। থাকবেন রামায়ণ সিরিয়ালে রাম এবং সীতার চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল এবং দীপিকা চিখলিয়া।
আমন্ত্রণপত্র যেতে পারে অমিতাভ বচ্চন কিংবা অক্ষয় কুমারদের মতো তারকার কাছেও। বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় নেতা শচিন্দ্রনাথ সিংহ বলেন, “আমাদের নিমন্ত্রণের তালিকা খুব লম্বা। এখনই আমরা নাম ঘোষণা করছি না। তালিকা তৈরি করা হচ্ছে। আমরা পরে ঘোষণা করব।”
আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানকে সফল করতে বিরাট আয়োজন করার চেষ্টায় শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্ট, বিশ্ব হিন্দু পরিষদের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলি।
ওই দিন মূল অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আমন্ত্রিতদের মধ্যে দেশের বিভিন্ন মঠ এবং আশ্রমের সাধুসন্তরাও থাকছেন বলে জানা গিয়েছে। ট্রাস্টের সাধারণ চম্পত রাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অন্তত ৫০টি দেশ থেকে আসছেন অতিথিরা।
২০০০ বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমন্ত্রিতদের তালিকায় সেই সব সাংবাদিকও রয়েছেন, যাঁরা রামমন্দির আন্দোলনের পক্ষে লিখেছিলেন।
রামমন্দির আন্দোলনের সময় যে ৫০ জন করসেবক প্রাণ হারিয়েছিলেন, তাঁদের পরিবারকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। আমন্ত্রণ জানানো হচ্ছে বিভিন্ন আদালতের বিচারপতি, বিচারক, বিজ্ঞানী এবং লেখকদেরও।
তবে এখনই কে কে রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিন উপস্থিত থাকবেন, তা নিশ্চিত করে জানানো হয়নি। নিমন্ত্রিতদের একটি চিঠি এবং লিঙ্ক পাঠানো হবে। সেই লিঙ্কে গিয়ে তাঁরা নিমন্ত্রণ গ্রহণ করলে একটি বার কোড পাবেন।
সেটাই হবে প্রবেশপত্র। নিমন্ত্রণ গ্রহণ করলে তবেই নিশ্চিত হওয়া যাবে কে কে রামমন্দির প্রাণপ্রতিষ্ঠার দিন উপস্থিত থাকবেন।
তবে ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এবং মহেন্দ্র সিংহ ধোনি, প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়েরা আমন্ত্রিতের তালিকায় রয়েছেন কি না, তা জানা যায়নি।
২২ জানুয়ারি দুপুর ১২টা ১৫ মিনিটে মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা। তার পর প্রায় দেড় মাস ব্যাপী রামমন্দিরকে কেন্দ্র করে আরও কর্মসূচির আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৯ নভেম্বর ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। অযোধ্যার মূল বিতর্কিত ২.৭৭ একর জমি রামলালাকে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।
২.৭৭ একরের বিতর্কিত জমি ঘিরে কেন্দ্রের অধিগৃহীত ৬৭ একর জমিও পেয়েছিল হিন্দু পক্ষ। মসজিদ নির্মাণের জন্য অযোধ্যাতেই ৫ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মুসলিম পক্ষকে। সেই রায় মেনেই নির্মিত হয়েছে রামমন্দির।