ছ’ফুটের হাট্টাকাট্টা চেহারা। তার সঙ্গে আবার সিক্স প্যাক। তাঁর চেহারা দেখে পুড়ত হাজারো নারীমন। কিন্তু সেই সুপুরুষ রূপ বদলে এখন পুরোদস্তুর নারী। কথা হচ্ছে গৌরব আরোরার। তবে তিনি এখন পরিচিত ‘গৌরী আরোরা’ নামে।
রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা’-র মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন গৌরব। এই শো-তেই নিজের উভকামী প্রকৃতির কথা প্রকাশ্যে স্বীকার করেন। এর পরই শোয়ে হইচই পড়ে যায়।
এই শোয়ের বাকি প্রতিযোগীদের থেকেও কটাক্ষের শিকার হতে হয়েছিল গৌরবকে। শোয়ের পর অবশ্য ধীরে ধীরে তাঁকে নিয়ে আলোচনা কমে যায়।
এর পর ২০১৬ সালে অস্ত্রোপচার করে লিঙ্গ পরিবর্তন করেন গৌরব। নিজের নাম রাখেন ‘গৌরী’।
লিঙ্গ পরিবর্তনের পর আবার সংবাদ শিরোনামে উঠে আসেন গৌরী। তাঁর জীবন নিয়ে বিস্তর লেখালেখিও হয়।
গৌরীর জন্ম পশ্চিমবঙ্গের কলকাতায়। এখানেই তিনি বড় হয়েছেন। পড়াশোনাও কলকাতাতেই।
পরে ‘স্প্লিটসভিলা’-তে সুযোগ পেয়ে গৌরী মুম্বই চলে যান। এখন থাকেন মুম্বইয়েই।
লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচারের পর থেকে আরও একাধিক কারণে গৌরীকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল।
ছোট পর্দার পরিচিত মুখ পার্থ সামথানের সঙ্গেও গৌরীর সম্পর্ক নিয়ে নানা কথা ছড়ায়। পরে অবশ্য একটি সাক্ষাৎকারে তাঁরা পুরো বিষয়টিকে গুজব বলে উ়ড়িয়ে দেন।
অন্য এক সাক্ষাৎকারে গৌরী বলেন, ‘‘শৈশব থেকেই জানতাম, আমি এক জন নারী। আমি সব সময় পুরুষদের প্রতি আকৃষ্ট ছিলাম। কিন্তু প্রত্যাখ্যানের ভয়ে এবং সমাজের কটাক্ষের মুখে পড়ার ভয়ে আসল পরিচয় চেপে রাখতে হয়েছিল।’’
গৌরী এক বার এক সাক্ষাৎকারে এ-ও জানিয়েছিলেন, ছোটবেলায় তাঁকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল।
গৌরী জানান, মহিলাদের মতো পোশাক পরার কারণে তাঁর থেকে বয়সে ৬-৭ বছরের বড় কিছু ছেলে তাঁকে একটি পার্কে ডেকে নিয়ে যায়। সেখানেই তাঁকে যৌন হেনস্থা করা হয়।
গৌরী বাড়ি ফিরে নিজের মা-কে পুরো বিষয়টি বলার পর তাঁর মা বাকিদের এই বিষয়ে কিছু বলতে বারণ করেন। কিন্তু তাঁর বাবা তাঁকে সমর্থন করেন। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন।