Russia Ukraine War

Ukraine War: বিদায় প্রিয়তমা! যুদ্ধে যাচ্ছে কাছের মানুষ, চোখের জলে বিদায় জানাচ্ছে ইউক্রেন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে আধারিত ‘ক্যাপ্টেন কোরেলি'জ ম্যান্ডোলিন’ ছবিতেও ধরা পড়েছে এমন ছবি।

Advertisement
সংবাদ সংস্থা
কিভ শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১৭:৩২
Share:
০১ ১৯

সম্প্রতি ইউক্রেনের এক যুগলের ছবি ভাইরাল হয় নেটমাধ্যমে। ছবিতে দেখা যায়, পরস্পরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন তাঁরা। তরুণীর চোখে মুখে ভয়, উদ্বেগের ছাপ স্পষ্ট। তার চেয়েও বেশি মূর্ত, সঙ্গীর সঙ্গে আসন্ন বিচ্ছেদের যন্ত্রণা। ছবিতে তরুণের মুখ দেখা না গেলেও, তরুণীকে আগলে রাখার ধরন দেখে স্পষ্ট যে, ভালবাসার মানুষটির প্রতি তাঁর টান এক ইঞ্চিও কম নয়। কিন্তু ছেড়ে যেতেই হবে তাঁকে।

এফপি

০২ ১৯

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে আধারিত ‘ক্যাপ্টেন কোরেলি'জ ম্যান্ডোলিন’ ছবিতেও ধরা পড়েছে এমন ছবি। প্রেমিকাকে ছেড়ে যেতে হচ্ছে যুদ্ধে। তার আগে সেই প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর দৃশ্যপট আঁকা হয়েছে এই ছবিতে। কখনও প্রিয়তমা, কখনও বা সন্তানকে ছেড়ে যেতে হচ্ছে ওঁদের।

Advertisement
০৩ ১৯

এ রকমই একাধিক ছবি প্রকাশ্যে এনেছে সংবাদ সংস্থা রয়টার্স। যেখানে দেখা যাচ্ছে, প্রেমিককে প্রেমিকার, সন্তানের বাবা-মাকে ছেড়ে যাওয়ার কিছু করুণ ছবি। প্রথম ছবিটি এক শিশুর। যে তার বাবা-মাকে ছেড়ে যাচ্ছে। নিজের জন্মভূমি, পরিবার, পরিজন ছেড়ে যাওয়ার আগে বাসের জানালার বাইরে থেকে দেখা যাচ্ছে তাকে।

০৪ ১৯

বৃদ্ধবয়সে ভিটেমাটি ছেড়ে যেতে হচ্ছে। আর কি কখনও ফিরতে পারবেন নিজভূমে?

০৫ ১৯

যুদ্ধের চেয়ে ভালবাসার ওজন যে অনেক বেশি, সে কথা আবারও প্রমাণ করে দিল ইউক্রেনের এই ছবি।

০৬ ১৯

মাঝখানে ব্যবধান কাচের জানালা। বিদায়বেলায় বাবা এবং শিশুসন্তানের আবেগঘন মুহূর্তের ছবি৷ সরকারি নির্দেশ, দেশে থাকতে হবে পুরুষদের। এর পর পরিবারকে নিরাপদ স্থানে সরাতে হচ্ছে।

০৭ ১৯

কেউ দেশ ছাড়ছেন পোল্যান্ড সীমান্ত হয়ে। কেউ দেশ ছেড়েছেন হাঙ্গেরি হয়ে। সীমান্ত থেকে দূরেই নামিয়ে দেওয়া হচ্ছে। অতঃপর, জিনিসপত্র নিয়ে হেঁটেই যেতে হচ্ছে নিরাপদ স্থানে।

০৮ ১৯

দেশ ছাড়ার জন্য ট্রেনে ওঠার পর প্রিয়জনকে বিদায় জানানো। বিশ্বের সব দেশেই বিদায়মুহূর্তের ছবি কি একই রকম?

০৯ ১৯

প্রেমিক চলেছে যুদ্ধে। তার আগে বিদায়মুহূর্তটি স্মরণীয় করে রাখতে চাইছেন এই যুগল।

১০ ১৯

প্রথমে রাশিয়া দাবি করেছিল, পূর্ব ইউক্রেনে সীমাবদ্ধ থাকবে তাদের সামরিক অভিযান৷ কিন্তু এক দিনের মধ্যেই রুশ সেনা পূর্ব ইউক্রেন পেরিয়ে রাজধানী কিভের কাছাকাছি পৌঁছে যায়৷ রাজধানী দখল করতে না পারলেও মারিয়ুপোল দখল করে। একাধিক মানব করিডর করে সাধারণ মানুষকে সরানো হয়েছে। বিদায় মুহূর্তের তেমনই এক ছবি।

১১ ১৯

‘সেন্ড অফ’! বিদায় জানানোর দৃশ্যটি কবিতার মতোই। ইউক্রেনের রাজধানী কিভ যেন এক সন্ত্রস্ত শহর। রুশ ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে মানুষ আশ্রয় নিচ্ছেন মাটির নীচে মেট্রো স্টেশনে। আতঙ্কের সেই ছবি দেখছেন সারা বিশ্বের মানুষ। তারই মাঝে উজ্জ্বল এক টুকরো ভালবাসা! যোদ্ধা প্রেমিককে বিদায় জানাচ্ছেন তাঁর প্রেমিকা।

১২ ১৯

দেশ ছাড়ার সময় সঙ্গে নিয়ে এসেছেন প্রিয় পোষ্যটিকেও। প্রিয় পোষ্য নিয়ে ভিন্‌দেশে পাড়ি দিয়েছেন ইউক্রেন-ফেরত বহু জনতা।

১৩ ১৯

৬৪ দিনের যুদ্ধে প্রাণ গিয়েছে সেনা ছাড়াও বহু সাধারণ নাগরিকের। রুশ ক্ষেপণাস্ত্র হানা দিয়েছে ইউক্রেনের একের পর এক শহরে। তার আঘাতে প্রাণ হারিয়েছেন নিকটজন। সমাধিক্ষেত্রে কান্না।

১৪ ১৯

দেশ ছাড়তে হচ্ছে। দেশ ছাড়ার অভিঘাত কী, তা কি বোঝে কচিকাঁচারা?

১৫ ১৯

ইউক্রেনের পরিস্থিতি এমনই যে, সেখানে রুশ বোমায় নিহত ব্যক্তিদের সমাধিস্থ করার জন্য অনেক সময় খুব বেশি মানুষকেও পাওয়া যাচ্ছে না। বৃদ্ধ আত্মীয়কে এগিয়ে আসতে হয়েছে।

১৬ ১৯

উদাস। ইউক্রেন ছাড়ার সময় কী ভাবছে ছোট্ট শিশুটি? কবে ফিরতে পারবে, তার উত্তর তো বড়দের কাছেই নেই।

১৭ ১৯

পশ্চিম ইউক্রেনের শহর লভিভ। যে শহরে কান পাতলেই শোনা যায় বোমারু বিমান উড়ে যাওয়ার শব্দ। থেকে থেকেই বেজে ওঠে সতকর্তামূলক সাইরেন। এই মাসে দুয়েকে যে শহর দেখে নিয়েছে অনেক কিছু— বিচ্ছেদের যন্ত্রণা, মৃত্যুর হাহাকার, নষ্ট শৈশব। সন্তানই এক মাত্র সম্বল। প্রিয়জনকে বিদায় জানিয়ে ভিন্‌দেশে চললেন এই মহিলা।

১৮ ১৯

মানব করিডর দিয়ে পালাতে হবে। শিশু ও তার মাকে বাসে তুলে দেওয়া হয়েছে। এ বার বিদায় জানানোর পালা।

১৯ ১৯

সরকারি নির্দেশ, দেশে থাকতে হবে পুরুষদের। পরিবারকে নিরাপদ স্থানে সরাতে হচ্ছে। মাঝখানে ব্যবধান কাচের জানালা। বিদায়বেলায় বাবা এবং শিশুসন্তানের আবেগঘন মুহূর্তের ছবি৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement