Saudi Arabia's Al Naslaa

৪ হাজার বছরের উঁচু পাথর মসৃণ ভাবে দু’ফাঁক, ভিন্‌গ্রহীরাই কি কাটে রিয়াধের আল নসলাকে!

সৌদি আরবের মরুভূমিতে ৪ হাজার বছরের পুরনো আল নসলা নামের এই পাথর ঘিরে কৌতূহলের অন্ত নেই। দূর থেকে দেখলে মনে হয়, যেন একটি পাথরকে কেটে দু’ভাগ করা হয়েছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২২ ১০:৩০
Share:
০১ ১৬

মরুভূমির ধূ ধূ প্রান্তরে মাথা উঁচু করে দাঁড়িয়ে একটি বিশাল পাথরখণ্ড। তার ঠিক মাঝখানে উপর থেকে নীচে ১ ইঞ্চিরও কম ফাঁক। যেন মসৃণ ভাবে ছুরি চালিয়ে কেটে দু’ভাগ করে দিয়েছে পাথরটিকে। দু’ভাগের পাদদেশে অতি সামান্য অংশ জুড়ে রয়েছে।

০২ ১৬

সৌদি আরবের মরুভূমিতে ৪ হাজার বছরের পুরনো আল নসলা নামের এই পাথর ঘিরে কৌতূহলের অন্ত নেই। দূর থেকে দেখলে মনে হয়, যেন একটি পাথরকে কেটে দু’ভাগ করা হয়েছে।

Advertisement
০৩ ১৬

কী ভাবে পাথরের মাঝখানে এত মসৃণ ফাঁক তৈরি হল? তা নিয়ে নানা জনের নানা মত। অনেকের দাবি, ভিন্‌গ্রহীরাই লেসাররশ্মি দিয়ে এ পাথর কেটে দু’ভাগ করেছেন।

০৪ ১৬

অনেকের আবার দাবি, প্রাকৃতিক কারণেই ক্ষয়ের জেরে এমন ফাঁক হয়েছে আল নসলায়। তবে এত বড় পাথরের মাঝে প্রায় নিখুঁত ওই ফাঁকটি তৈরি হল কী ভাবে? আজও তার সদুত্তর মেলেনি।

০৫ ১৬

সৌদির তাবুক প্রদেশের তায়মা ( অনেকে বলেন, তেমা) মরূদ্যানে এই পাথরটি দেখা যায়। এর গায়ে তাম্র যুগের অসংখ্য আঁকিবুকি ছড়িয়ে রয়েছে। পাথরের ফাঁক ঘিরে প্রশ্নের মতোই সে সব নিয়েও একাধিক তত্ত্ব রয়েছে।

০৬ ১৬

আরবদেশের রাজধানী রিয়াধ থেকে গাড়ি করে ৮ ঘণ্টায় পৌঁছনো যায় আল নসলায়। ইতিহাস বলে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মাঝামাঝি সময় ব্যাবিলনের সম্রাট নেবোনিদাসের প্রাসাদ ছিল তায়মায়।

০৭ ১৬

আধুনিক যুগে তায়মার মরূদ্যানটি মদিনা থেকে আল-জওয়াফ যাওয়ার দিকে বাণিজ্যপথে পড়ে। ফলে পর্যটকদের পাশাপাশি ব্যবসায়ীদের কাছেও এটি জনপ্রিয় হয়ে উঠেছে।

০৮ ১৬

আল নসলাকে নিয়ে ভূবিজ্ঞানী বা ইতিহাসবিদ থেকে শুরু করে আমজনতারও কম কৌতূহল নেই। এই পাথরটির সঙ্গে নিজস্বী বা ছবি তোলার জন্যও নাকি বহু পর্যটক সেখানে ছুটে যান।

০৯ ১৬

সংবাদমাধ্যমের নানা প্রতিবেদন অনুযায়ী, আল নসলার উচ্চতা প্রায় ২০ ফুট। লম্বায় এবং চওড়ায় তা আবার ছাড়িয়েছে যথাক্রমে ৩০ ও ২৫ ফুট।

১০ ১৬

দূর থেকে এই পাথরের খাঁজটি দেখে মনে হয় যেন একটি ঘোড়ার উপরে সওয়ারি বসে রয়েছেন। পাথরের গায়ে খোদাই করা যে সমস্ত আঁকিবুকি পাওয়া যায়, সেগুলি প্রায় ৪ হাজারের পুরনো বলে দাবি।

১১ ১৬

আল নসলাকে ঘিরে সমাজমাধ্যমে নানা তত্ত্ব ভেসে বেড়ায়। কী ভাবে পাথরের মাঝখান দু’ভাগ হল, তা নিয়ে সমাজমাধ্যমে এক ভূবিজ্ঞানীর দাবি, বরফ গলে গিয়ে ওই ফাঁক হয়েছে। যদিও তাঁর তত্ত্ব মানতে নারাজ অনেকে।

১২ ১৬

ভূবিজ্ঞানীর তত্ত্ব খারিজ করে তাঁদের পাল্টা প্রশ্ন, পাথরের খাঁজ এত নিখুঁত এবং মসৃণ হয় কী ভাবে? যদিও তাঁদের তত্ত্বের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। ওই তত্ত্ব অনুযায়ী, এটি পৃথিবীতে পা রাখা ভিন্‌গ্রহীদের কাজ।

১৩ ১৬

প্রাচীন কালে ভিন্‌গ্রহীরা নাকি পৃথিবীতে এসে একটি বিশাল আকারের লেসার দিয়ে ওই পাথরটিকে কেটে দু’ভাগ করেছিলেন। আল নসলাকে ঘিরে এমনও তত্ত্ব শোনা যায়। স্বাভাবিক ভাবেই তত্ত্বও উড়িয়ে দিয়েছেন অনেকে।

১৪ ১৬

যুক্তিবাদীদের হারিয়ে আল নসলাকে ঘিরে জল্পনা থামেনি। সমাজমাধ্যমে তো এক জন বলেই ফেলেছেন, ‘‘কোন দূরের গ্রহের প্রাণী এখানে এসে একটা সুপার লেসার পয়েন্টার নিয়ে এলোমেলো ভাবে তা চালিয়ে দিয়েছেন। দুর্ঘটনাবশত তা পড়েছে ওই পাথরের উপর আর তা কেটে দু’ভাগ হয়ে গিয়েছে।’’

১৫ ১৬

অনেকে আবার দাবি করেন, ঝোড়ো হাওয়া, বৃষ্টি, বালির ঝড় এবং জলধারা প্রভাব— সব মিলিয়েমিশিয়ে আল নসলায় এ ধরনের খাঁজ তৈরি করেছে।

১৬ ১৬

এক জন সমাজমাধ্যম ব্যবহারকারীর মতে, ‘‘এই পাথরে খাঁজ কী ভাবে তৈরি হল, তা নিয়ে কারও ঠিক ধারণা নেই। তবে অনেকের মতে, ইতিহাস বইয়ে যা লেখা থাকে তার থেকে বেশি উন্নত ছিল প্রাচীন সভ্যতা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement