Private Jet

সম্পত্তিতে টেক্কা দেন রতন টাটাকে, এঁর কাছেই রয়েছে ‘বিশ্বের সবচেয়ে দামি’ ব্যক্তিগত বিমান

এই ব্যক্তিগত বিমানের মধ্যে রয়েছে বিলাসবহুল বেডরুম, প্রার্থনার ঘর। আকাশসফরে বিনোদনেরও অঢেল ব্যবস্থা রয়েছে এই বিমানে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৭
Share:
০১ ১৬

মুকেশ অম্বানী, রতন টাটা, গৌতম আদানি— ভারতীয় ধনকুবেরদের সংখ্যা নেহাত কম নয়। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক তাঁরা। বিলাসবহুল জীবনযাপন। দামি দামি গাড়ি থেকে ব্যক্তিগত বিমান, কী নেই তাঁদের। তবে বিশ্বের সবচেয়ে দামি ব্যক্তিগত বিমান কিন্তু এই ধনকুবেরদের হাতে নেই।

—ফাইল চিত্র।

০২ ১৬

বিত্তবানদের যাতায়াতের অন্যতম বাহন হল ব্যক্তিগত বিমান। এমনই একটি বিমান রয়েছে সৌদি আরবের রাজপুত্র তথা ব্যবসায়ী আল ওয়ালিদ বিন তালাল অল সৌদের হাতে।

ছবি: সংগৃহীত।

Advertisement
০৩ ১৬

বলা হয়, সৌদির রাজপুত্রের কাছে যে ব্যক্তিগত বিমান রয়েছে, সেটি বিশ্বের সবচেয়ে দামি। ভারতীয় মুদ্রায় যার দাম ৪১০০ কোটি টাকারও বেশি।

—প্রতীকী চিত্র।

০৪ ১৬

সৌদির রাজপুত্রের ব্যক্তিগত বিমানটি বোয়িং ৭৪৭-এর। যার বাজারমূল্য ১২৪৬ থেকে ১৬৬১ কোটি টাকার মতো। কিন্তু সব মিলিয়ে মোট দাম ৪১০০ কোটি টাকা ছাড়িয়েছে। কেন?

ছবি: সংগৃহীত।

০৫ ১৬

আসলে বিমানটিকে আরও বিলাসবহুল করা হয়েছে। ঝাঁ-চকচকে করা হয়েছে এর অন্দরসজ্জা। এর ফলেই জেটটির দাম আকাশছোঁয়া।

ছবি: সংগৃহীত।

০৬ ১৬

সৌদির রাজপুত্রের ব্যক্তিগত বিমানটি কেমন দেখতে? কী কী সুবিধা রয়েছে? এই বিমানে ৮০০ জন একসঙ্গে যেতে পারেন। ১০ আসনের ডাইনিং হলও রয়েছে বিমানের মধ্যে।

ছবি: সংগৃহীত।

০৭ ১৬

এ ছাড়াও এই ব্যক্তিগত বিমানে রয়েছে বিলাসবহুল বেডরুম, প্রার্থনার ঘর। আকাশসফরে বিনোদনের অঢেল ব্যবস্থা রয়েছে এই বিমানে। রয়েছে হোম থিয়েটার, বিনোদনের ঘর।

ছবি: সংগৃহীত।

০৮ ১৬

বিশ্বের সবচেয়ে দামি এই ব্যক্তিগত বিমানে রয়েছে স্পা-ও। ‘স্টিম বাথ’-এর জন্য রয়েছে আলাদা ঘর।

ছবি: সংগৃহীত।

০৯ ১৬

ভারতীয় শিল্পপতি মুকেশ অম্বানীরও ব্যক্তিগত বিমান রয়েছে। সেটিও বিলাসবহুল। তবে সৌদি যুবরাজের এই বিমানের চেয়ে তার দাম অনেক কম।

ছবি: সংগৃহীত।

১০ ১৬

জানা গিয়েছে, অম্বানীর কাছে যে ব্যক্তিগত বিমান রয়েছে, সেটির বাজারমূল্য ৬০৩ কোটি টাকা।

ছবি: সংগৃহীত।

১১ ১৬

আরও এক শিল্পপতি গৌতম আদানির রয়েছে বেশ কয়েকটি ব্যক্তিগত বিমান। তবে সেগুলির দামও সৌদির রাজপুত্রের বিমানের থেকে অনেকটাই কম।

—প্রতীকী চিত্র।

১২ ১৬

রতন টাটার কাছেও রয়েছে বিলাসবহুল ব্যক্তিগত বিমান। যার দাম ২০০ কোটি টাকারও বেশি।

ছবি: সংগৃহীত।

১৩ ১৬

এলন মাস্ক, বিল গেটস, জেফ বেজ়োসদের কাছেও ব্যক্তিগত বিমান রয়েছে। তবে সেগুলির দামও সৌদির রাজপুত্রের বিমানের থেকে অনেকটাই কম।

ছবি: সংগৃহীত।

১৪ ১৬

যার কাছে এত দামি ব্যক্তিগত বিমান রয়েছে, তাঁর সম্পত্তি কত? ফোর্বস সূত্রে খবর, সৌদির রাজপুত্রের মোট সম্পত্তির পরিমাণ ১.৫৫ লক্ষ কোটি টাকা।

ছবি: সংগৃহীত।

১৫ ১৬

সেই তুলনায় মুকেশ অম্বানীর সম্পত্তির পরিমাণ ঢের বেশি। রিলায়্যান্স কর্ণধারের মোট সম্পত্তির পরিমাণ ৭৯ লক্ষ ৫৮ হাজার কোটি টাকারও বেশি।

ছবি: সংগৃহীত।

১৬ ১৬

তবে সৌদির রাজপুত্রের থেকে রতন টাটার সম্পত্তির পরিমাণ কম। টাটার মোট সম্পত্তির পরিমাণ ৩৮০০ কোটি টাকা।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement