বড় পর্দার ‘হম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’, ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ হোক অথবা ওটিটির সিরিজ় ‘হীরামন্ডি’— বলিপাড়ার প্রথম সারির ছবিনির্মাতা সঞ্জয় লীলা ভন্সালী যে তাঁর ছবির সেট এবং তারকাদের পোশাকআশাক দিয়ে তাক লাগিয়ে দিতে পারেন তা কারও অজানা নয়। এক একটি পোশাকের দাম আকাশছোঁয়া। তবে ‘কস্টিউম’-এর মূল্যের দিক থেকে বড় পর্দায় কোনও অভিনেত্রী নন, বরং সেই তালিকার শীর্ষে রয়েছে এক বলি অভিনেতার নাম।
বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। তিন দশকের কেরিয়ারে শতাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। বলিপাড়া সূত্রে খবর, এত বছরে হিন্দি ছবিতে তারকারা যত পোশাক পরেছেন, মূল্যের নিরিখে নির্বাচন করলে সেই তালিকায় সকলের প্রথমে নাম লিখিয়েছেন শাহরুখ। বড় পর্দায় ‘সবচেয়ে দামি’ পোশাক পরে নজির গড়েছেন তিনি।
২০১১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় কল্পবিজ্ঞান ঘরানার ছবি ‘রা.ওয়ান’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন শাহরুখ। ‘রা.ওয়ান’ ছবিতে সুপারহিরোর চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে।
সুপারহিরোর চরিত্রটি বড় পর্দায় নিপুণ ভাবে ফুটিয়ে তুলতে ‘রা.ওয়ান’ ছবির শুটিংয়ের সময় একটি বিশেষ স্যুট পরতে দেখা গিয়েছিল শাহরুখকে। বলিপাড়া সূত্রে খবর, এই স্যুটের দাম সাড়ে চার কোটি টাকা।
২০১৩ সালে রাকেশ রোশনের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কৃশ থ্রি’। এই ছবিতে হৃতিক রোশন, প্রিয়ঙ্কা চোপড়া জোনাস, বিবেক ওবেরয় এবং কঙ্গনা রানাউত অভিনয় করেন। হৃতিকের মুখোশের পাশাপাশি এই ছবিতে নজর কাড়ে কঙ্গনার পোশাকও।
প্রায় তিন ঘণ্টা দীর্ঘ ‘কৃশ থ্রি’ ছবিতে ১০টি ল্যাটেক্স স্যুট পরেছিলেন কঙ্গনা। বলিপাড়া সূত্রে খবর, এই স্যুটগুলির মূল্য আনুমানিক এক কোটি টাকা।
২০১০ সালে অনিল শর্মার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বীর’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন সলমন খান। সলমনের বিপরীতে এই ছবিতে অভিনয় করেন জ়ারিন খান।
‘বীর’ ছবিতে চিত্রনাট্যের প্রয়োজনে কখনও যোদ্ধার বেশ ধরেছেন, কখনও বা কোট-প্যান্ট-টুপির উপর ভরসা রেখেছেন সলমন। বলিপাড়া সূত্রে খবর, এই ছবিতে প্রায় ২০ লক্ষ টাকার পোশাক পরেছিলেন তিনি।
সঞ্জয় লীলা ভন্সালীর পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দেবদাস’। এই ছবি মুক্তির পর ছবির দুই অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন এবং মাধুরী দীক্ষিতের প্রতিটি পোশাক দর্শকের নজর কাড়ে। এমনকি ওই নকশা অনুকরণ করে বাজারে পোশাক বিক্রিও শুরু হয়।
বলিপাড়া সূত্রে খবর, ‘দেবদাস’ ছবিতে সবচেয়ে দামি পোশাক পরেছিলেন মাধুরী। অভিনেত্রীর এক একটি পোশাকের মূল্য ছিল ১৫ লক্ষ টাকার কাছাকাছি।
২০০৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কমবখ্ত ইশ্ক’। এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধেছিলেন করিনা কপূর খান। বলিপাড়া সূত্রে খবর, এই ছবিতে একটি দামি পোশাক পরে অভিনয় করেছিলেন করিনা।
‘কমবখ্ত ইশ্ক’ ছবির একটি গানে একটি কালো রঙের পোশাক পরেছিলেন করিনা। বলিপাড়া সূত্রে খবর, এই পোশাকের মূল্য ছিল আট লক্ষ টাকা।
২০০৮ সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কইফ অভিনীত ‘সিং ইজ় কিং’ ছবিটি বক্স অফিসে ভাল ব্যবসা করে। এই ছবি মুক্তির সাত বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সিং ইজ় ব্লিং’। এই ছবিতে মুখ্যচরিত্রে অক্ষয় অভিনয় করলেও অভিনেত্রীর মুখ বদলে যায়। ক্যাটরিনার পরিবর্তে এই ছবিতে অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধতে দেখা যায় অ্যামি জ্যাকসনকে।
‘সিং ইজ় ব্লিং’ ছবির পোস্টার শুটের সময় সোনালি রঙের একটি পাগড়ি পরেছিলেন অক্ষয়। বলিপাড়া সূত্রে খবর, শুধুমাত্র এই পাগড়িটির দামই ছিল ৬৫ লক্ষ টাকা।
২০১৮ সালে ভন্সালীর পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পদ্মাবত’। বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, এই ছবির ‘ঘুমর’ গানের দৃশ্যে বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন যে লেহঙ্গাটি পরেছিলেন তার ওজন ছিল ৩০ কিলোগ্রাম।
‘পদ্মাবত’ ছবিতে দীপিকার সুন্দর পোশাকের ভিড়ে ৩০ কেজি ওজনের লেহঙ্গা দামের দিক থেকেও এগিয়ে রয়েছে। বলিপাড়া সূত্রে খবর, এই লেহঙ্গার মূল্য ৩০ লক্ষ টাকা।
অন্য একটি ইতিহাস-নির্ভর ছবিতে দামি পোশাক পরে নজর কেড়েছিলেন দীপিকা। ২০১৫ সালে ভন্সালীর পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বাজিরাও মস্তানি’। দীপিকার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেন রণবীর সিংহ এবং প্রিয়ঙ্কা চোপড়া জোনাস।
‘বাজিরাও মস্তানি’ ছবিতে দীপিকার পোশাকগুলি ছিল নজরকাড়া। বলিপাড়া সূত্রে খবর, এই ছবিতে দীপিকার সবচেয়ে দামি পোশাকের মূল্য ছিল ৫০ লক্ষ টাকার কাছাকাছি।
২০১৫ সালে অনিল শর্মার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তেভর’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন অর্জুন কপূর, সোনাক্ষী সিন্হা, মনোজ বাজপেয়ীর মতো তারকারা।
‘তেভর’ ছবিতে ‘রাধা নাচেগি’ গানের দৃশ্যে সাদা রঙের একটি লেহঙ্গা পরে দেখা যায় সোনাক্ষীকে। বলিপাড়া সূত্রে খবর, এই লেহঙ্গার দাম ৭৫ লক্ষ টাকা।
২০০৮ সালে মুক্তি পাওয়া ইতিহাসনির্ভর ছবি ‘যোধা আকবর’-এ হৃতিক রোশন এবং ঐশ্বর্যা রাই বচ্চনের রাজকীয় পোশাক ছিল চোখধাঁধানো। বলিপাড়া সূত্রে খবর, এই ছবিতে ঐশ্বর্যা যতগুলি পোশাক পরেছেন, সেগুলির প্রতিটির মূল্য দু’লক্ষ টাকার কাছাকাছি।