হিন্দি ফিল্মজগতে শতাধিক ছবি রয়েছে যেগুলি বক্স অফিসে ১০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়েছে। শাহরুখ খান, সলমন খান, আমির খান, অক্ষয় কুমার, হৃতিক রোশন, অজয় দেবগন, রণবীর সিংহের মতো তারকাদের ছবির নাম ১০০ কোটি টাকার ক্লাবে রয়েছে। কিন্তু কোন তারকার কেরিয়ারের ঝুলিতে সর্বাধিক ১০০ কোটি টাকার ছবি রয়েছে তা জানেন কি?
বলিপাড়া সূত্রে খবর, বলি অভিনেতা আমির খান হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সর্বপ্রথম যাঁর ছবি বক্স অফিসে ১০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়েছিল।
২০০৮ সালে বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আমির অভিনীত ‘গজিনী’। আমিরের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছিলেন আসিন।
মুক্তির পর ‘গজিনী’ ছবিটি ১০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘গজিনী’ই প্রথম ছবি যা বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে নাম লেখায়।
‘গজিনী’ মুক্তির পর এখনও পর্যন্ত ১০০টির বেশি হিন্দি ছবি বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে।
বলিপাড়া সূত্রে খবর, ১০০ কোটির ক্লাবে যতগুলি ছবি রয়েছে সেগুলির মধ্যে ১৫টি ছবি রয়েছে অক্ষয় কুমারের।
অজয় দেবগনের একাধিক ছবিও ১০০ কোটি টাকার ক্লাবে রয়েছে। বলিপাড়া সূত্রে খবর, অজয় অভিনীত ১২টি ছবি বক্স অফিস থেকে ১০০ কোটি টাকার বেশি উপার্জন করেছে।
১০০ কোটির ক্লাবের তালিকায় অক্ষয় এবং অজয়ের পরে আসে শাহরুখ খানের নাম।
শাহরুখের কেরিয়ারের মোট আটটি ছবি বক্স অফিসে ১০০ কোটি ক্লাবের তালিকায় রয়েছে।
শাহরুখের পর তালিকায় রয়েছে আমির খানের নাম। আমির অভিনীত মোট ছ’টি ছবি বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে রয়েছে।
আমিরের সঙ্গে জুটি বেঁধে নাম লিখিয়েছেন বলি অভিনেতা হৃতিক রোশনও। হৃতিকের মোট ছ’টি হিন্দি ছবি ১০০ কোটি টাকার ক্লাবে রয়েছে।
তবে বলিপাড়ার সকল অভিনেতাকে টেক্কা দিয়ে প্রথম স্থান অধিকার করে রয়েছেন সলমন খান।
বলি ইন্ডাস্ট্রিতে বিগত ১৩ বছরের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, সলমন অভিনীত অধিকাংশ ছবি ১০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে।
২০১০ সাল থেকে ১০০ কোটি টাকার ক্লাবে নিজের ছবির নাম লেখানো শুরু করেছেন সলমন। সলমন অভিনীত ‘দবং’ তাঁর কেরিয়ারের প্রথম ১০০ কোটির ক্লাবে থাকা ছবি।
‘দবং’ ছাড়াও ‘রেডি’, ‘বডিগার্ড’, ‘এক থা টাইগার’, ‘দবং ২’, ‘জয় হো’, ‘কিক’-এর মতো সলমনের ছবি রয়েছে বক্স অফিসের ১০০ কোটির ক্লাবে।
সলমন অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সুলতান’, ‘টিউবলাইট’, ‘টাইগার জ়িন্দা হ্যায়’, ‘রেস ৩’, ‘ভারত’ এবং ‘দবং ৩’-ও ১০০ কোটির ক্লাবে রয়েছে।
চলতি বছরে মুক্তি পেয়েছে সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি। এই ছবিটিও বক্স অফিসে ১০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়েছে।
বলিপাড়া সূত্রে খবর, ১০০ কোটি টাকার ক্লাবে রয়েছে সলমনের ১৬টি ছবি। বলি অভিনেতাদের মধ্যে সর্বাধিক ১০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছেন সলমন।