Luciana Salazar

দেশ বিশ্বকাপ জিতলে মারাদোনার সঙ্গে নগ্ন হয়ে দৌড়ানোর প্রতিশ্রুতি দেন এই মডেল!

লুসিয়ানার যখন ৩০ বছর বয়স, তখন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবল তারকা দিয়েগো মারাদোনার সঙ্গে বুয়েনাস আইরেসের রাস্তায় নগ্ন হয়ে দৌড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ১৫:৫৩
Share:
০১ ১৬

লুসিয়ানা সালাজার। দেশ বিশ্বকাপ জিতলে মারাদোনার সঙ্গে নগ্ন হয়ে দৌড়াতে চান জানিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন তিনি। ৪২ বছরে এসেও তাঁর সৌন্দর্য এখনও অটুট।

ফাইল চিত্র।

০২ ১৬

৪২ বছর বয়সি মডেল লুসিয়ানা পরিচিত আর্জেন্টিনার ‘সেক্স সিম্বল’ হিসাবে।

ফাইল চিত্র।

Advertisement
০৩ ১৬

লুসিয়ানা এখনও সুন্দরী বলেই হয়তো এখনও তাঁর চারপাশে তরুণ-যুব-প্রৌঢ়দের আনাগোনা লেগেই থাকে। তাঁর গুণমুগ্ধদের অনেকের দাবি, তিনিই নাকি আর্জেন্টিনার সেরা সুন্দরী।

ফাইল চিত্র।

০৪ ১৬

১২ বছর আগে অর্থাৎ, লুসিয়ানার যখন ৩০ বছর বয়স, তখন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবল তারকা দিয়েগো মাগাদোনার সঙ্গে বুয়েনস আইরেসের রাস্তায় নগ্ন হয়ে দৌড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ফাইল চিত্র।

০৫ ১৬

এই ইচ্ছাপ্রকাশের পরই রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন লুসিয়ানা। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নেন তিনি।

ফাইল চিত্র।

০৬ ১৬

২০১০-এর বিশ্বকাপের সময় আর্জেন্টিনার কোচ ছিলেন মারাদোনা। তিনি শপথ নিয়েছিলেন, যদি তাঁর দেশ বিশ্বকাপ জেতে, তা হলে তিনি নগ্ন হয়ে শহরের বিখ্যাত ওবেলিস্ক মিনারের চারপাশে দৌড়াবেন।

ফাইল চিত্র।

০৭ ১৬

আর তা শুনেই লুসিয়ানা করেছিলেন, মারাদোনার সঙ্গী হবেন তিনিও। তিনিও নিরাবরণ হয়ে মারাদোনার পাশে দৌড়ানোর প্রতিশ্রুতি দেন।

ফাইল চিত্র।

০৮ ১৬

লুসিয়ানা বলেছিলেন, ‘‘ডিয়েগো বলেছেন আর্জেন্টিনা জিতলে তিনি নগ্ন হয়ে দৌড়াবেন। আমি ওঁর ভক্ত। উনি দৌড়ালে আমিও ওঁর পাশাপাশি নগ্ন হয়ে ওবেলিস্কের চারপাশে দৌড়াব।’’

ফাইল চিত্র।

০৯ ১৬

দুর্ভাগ্যবশত অনুরাগীরা মারাদোনা এবং লুসিয়ানার যুগলবন্দি দেখার সুযোগ পাননি। ওই বছর কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে ছিটকে যায় আর্জেন্টিনা।

ফাইল চিত্র।

১০ ১৬

সেই লুসিয়ানা এখন ৪২ বছর বয়সি। কিন্তু এখনও তাঁর শরীর টানটান। রূপ ঠিকরে পড়ছে।

ফাইল চিত্র।

১১ ১৬

লুসিয়ানা ইনস্টাগ্রামেও যথেষ্ট জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীদের সংখ্যা ১৭ লক্ষেরও বেশি।

ফাইল চিত্র।

১২ ১৬

লুসিয়ানার জনপ্রিয়তা ক্রমাগতই বেড়ে চলেছে। তিনি বর্তমানে সমাজমাধ্যমে শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে নানান পরামর্শ দেন।

ফাইল চিত্র।

১৩ ১৬

নিজের শরীরচর্চার এবং ঘুরতে যাওয়ার ছবিও মাঝেমধ্যেই সমাজমাধ্যমে দিতে থাকেন লুসিয়ানা।

ফাইল চিত্র।

১৪ ১৬

ইনস্টাগ্রামে পোস্ট করা লুসিয়ানার বিকিনি পরিহিত ছবিগুলি দর্শকদের মনে বার বার ঝড় তুলেছে। সেই ছবিগুলিতে বহু অনুরাগী নিজের মনের ভাব প্রকাশ করেছেন।

ফাইল চিত্র।

১৫ ১৬

যদিও সালাজার চলতি বিশ্বকাপ নিয়ে বুয়েনস আইরেসে নগ্নভাবে দৌড়ানোর কোনও প্রতিশ্রুতি দেননি।

ফাইল চিত্র।

১৬ ১৬

লুসিয়ানা আশা করছেন, লিয়োনেল মেসিরাই এই বার বিশ্বকাপ জিতে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের গৌরব আবার দেশে ফিরিয়ে আনবেন।

ফাইল চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement