India vs Pakistan

দুই তারকাই ডাহা ফ্লপ! পাকিস্তানের বিরুদ্ধে কী ভাবে ম্যাচে ফিরল ভারত, শেষরক্ষা হবে কি?

ভারতীয় দলের দুই ভরসা রোহিত শর্মা এবং বিরাট কোহলি পাকিস্তান ম্যাচেই ব্যর্থ। দলকে টানলেন নবাগত ঈশান আর পোড়খাওয়া হার্দিক। তাঁদের ব্যাটের দাপটেই ভারত পৌঁছল সম্মানজনক স্কোরে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫২
Share:
০১ ১৫

দিনের দ্বিতীয় বলে কব্জির মোচড়ে বাউন্ডারি পার করালেন রোহিত শর্মা। ক্যাচ ছিল বটে, কিন্তু স্কোয়ার লেগ ফিল্ডারের হাত গলে বেরিয়ে যায় সাদা বল। ভারত-পাকিস্তান এশিয়া কাপের ম্যাচে নিজের ছন্দে ব্যাট করার ইঙ্গিত রোহিতের ফ্লিকে।

০২ ১৫

শ্রীলঙ্কার মাঠে নামল বৃষ্টি। পিচ ঢাকা পড়ে প্লাস্টিকের কভারে। আধ ঘণ্টা মতো সময় নষ্ট হয়। কিন্তু ওভার কমেনি। বৃষ্টিতে পিচের কোনও ক্ষতি হয়নি। কিন্তু আউটফিল্ড ভিজে থাকার ফলে সমস্যায় পড়তে পারেন ব্যাটাররা। ৩৩ মিনিট পর আবার খেলা শুরু।

Advertisement
০৩ ১৫

বল হাতে শাহিন শাহ আফ্রিদি। ব্যাটে রোহিত। চতুর্থ ওভারের শেষ বলটি অফ স্টাম্পের লাইনে পড়ে সামান্য ভিতরের দিকে আসে। রোহিতের অনুমান ছিল, বল হয়তো নিজের লাইন ধরে রাখবে। কিন্তু আচমকাই বল ভিতরে ঢুকে আসায় অসহায় রোহিতকে চেয়ে দেখতে হল, ব্যাটের কানায় লেগে বল উড়িয়ে নিয়ে যাচ্ছে অফ স্টাম্প।

০৪ ১৫

রোহিত ফিরতে নামেন বিরাট কোহলি। বলে যে জুজু আছে তেমন নয়, কিন্তু আলতো বাঁকের সমস্যা প্রথম অন্তত ১০ ওভারে কতটা বিপজ্জনক হতে পারে কোহলির চেয়ে ভাল কে-ই বা বুঝবেন! কোহলি খুব ভাল জানেন, অফ স্টাম্পের বিপজ্জনক করিডোর থেকে বোলারদের লাইন গুলিয়ে দিতে কী করতে হয়।

০৫ ১৫

পঞ্চম ওভারের শেষ বল যেন পুরনো কোহলির ঝলক পাওয়া গেল। নাসিমের ১৪৪ কিমি প্রতি ঘণ্টার বলটি কোনও ভাবেই হাফ ভলি ছিল না। শরীর আর পায়ের চেয়ে অনেকটা দূরে তখনও বল। কোহলির ব্যাট এগিয়ে গেল সে দিকেই। ক্রিকেটীয় পরিভাষায় ‘অন দ্য রাইজ়’ কভার ড্রাইভ করলেন কোহলি। ব্যাটের মোক্ষম জায়গায় বল লাগতেই তার আর কূলকিনারা পাওয়া যায়নি। বাউন্ডারি। কোহলির পক্ষেই সম্ভব।

০৬ ১৫

যে শট খেলে কোহলি হাজার হাজার রান করেছেন অবলীলায়, শাহিন শাহ যেন তাকেই নিশানা করেছিলেন। অফ স্টাম্পের বাইরে শর্ট বলটিকে হালকা পাঞ্চ করে এক রান নেবেন ভেবেছিলেন কোহলি। কিন্তু এ বার রোহিতের ভুল করে ফেললেন কোহলিও। বল কোহলির ব্যাটের কোনায় লেগে লেগ স্টাম্প নাড়িয়ে দিল। মাত্র ৬ বল খেলেছেন, রান করেছেন ৪।

০৭ ১৫

কোহলি ফিরতে মাঠে নামেন শ্রেয়স আইয়ার। পাকিস্তানের জোরে বোলাররা যখন আগুন ঝরাচ্ছেন, তখন এই পিচে ব্যাট করা সহজ নয়। সে কথা শ্রেয়স বোঝেনও ভাল মতো। নবম ওভারের শেষ বলটি শর্ট রেখেছিলেন হ্যারিস রউফ। পুল করতে গিয়ে শ্রেয়স মিড উইকেটে দাঁড়িয়ে থাকা ফখর জ়ামানের হাতে বল জমা দিয়ে ফেললেন। ৯ বলে ১৪ রান করে ফিরলেন শ্রেয়স।

০৮ ১৫

সামান্য হলেও ধারাবাহিকতা দেখা যাচ্ছিল শুভমন গিলের খেলায়। অযথা তাড়াহুড়ো নেই। বলের মান মেপে খেলার চেষ্টা। রউফের ১৪৭ কিলোমিটার প্রতি ঘণ্টার বলটি অফ স্টাম্পের সামান্য বাইরে পড়ে আরও বাইরের দিকে যাচ্ছিল। পা এগিয়ে বলটি ঠেকাতে চেয়েছিলেন গিল। কিন্তু ব্যাটের ভিতরের অংশে লেগে বল উইকেট ভেঙে দেয়। গিল টিকে ছিলেন বটে কিন্তু কখনওই তাঁকে স্বস্তিতে লাগেনি।

০৯ ১৫

ভারতীয় ব্যাটিংয়ের প্রথম পর্ব যদি হয় প্রথম ২০ ওভার। তা হলে দ্বিতীয় পর্বে খানিক হলেও খেলা ধরে ভারত। সৌজন্যে বাঁহাতি ঈশান কিশন এবং ডানহাতি হার্দিক পাণ্ড্য। খেলা যত গড়াল, জোরে বোলারদের বিষ ততই পাল্লা দিয়ে কমল। পাকিস্তান দলে সাকলিন মুস্তাকের মানের স্পিনার নেই। ফলে শুধুমাত্র স্পিনারদের দিয়ে ভারতের মিডল অর্ডারকে শাসন করা এই পাকিস্তানের পক্ষে সম্ভব না।

১০ ১৫

আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন ছক্কা মেরে। ভারতের নতুন প্রজন্মের অন্যতম প্রতিশ্রুতিবান তারকাদের মধ্যে অন্যতম ঈশান। পাকিস্তানের বিরুদ্ধে মহা গুরুত্বপূর্ণ ম্যাচেও রাখলেন পরিণত ভাবনাচিন্তার ছাপ। স্পিনারদের রেয়াত করলেন না। জোরে বোলারদেরও পাল্টা আক্রমণে গেলেন। তবে তাড়াহুড়ো করলেন না। ফলও পেলেন হাতেনাতে।

১১ ১৫

ঈশান পাশে পেলেন বহু যুদ্ধের পোড়খাওয়া হার্দিককে। দল যখন চাপে, তখন হার্দিকের উপর সকলের নজর ছিল। হার্দিক দেখালেন, তিনিই পারেন। খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাঝের ওভারগুলিতে ঈশানকে আগলে রাখলেন। খুচরো রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখলেন। এ ভাবে পঞ্চাশ পেরিয়ে গেলেন অনায়াসে। কোনও ঝুঁকি না নিয়ে কী করে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে হয়, তার নিদর্শন রাখলেন গুজরাতকে আইপিএল দেওয়া অধিনায়ক।

১২ ১৫

হার্দিক জানতেন, বল নরম হলেই পাক জোরে বোলারদের জারিজুরি খতম। সে জন্য ধৈর্য ধরে রাখছিলেন। বল খেলছিলেন মাথার নীচে। বাইরের বল তাড়া করতে দেখা গেল না এক বারও। এই হার্দিক দিনকে দিন মিডল অর্ডারের কোহিনূর হয়ে উঠছেন। অনেকেই বলে থাকেন, যুবরাজের আগ্রাসী ভাব আর ধোনির মস্তিষ্ক— এই দুইয়ের অনবদ্য মিশেল রয়েছে হার্দিকের মধ্যে। চাপের ম্যাচে তা আবার করে দেখালেন হার্দিক।

১৩ ১৫

ভারতের রান রেট ক্রমশ চড়ছে দেখে পাক অধিনায়ক বাবর আজ়ম রউফকে ফিরিয়ে আনেন। ৩৭তম ওভারে ব্যাক অফ লেংথ বলে সপাটে পুল করেন ঈশান। ব্যাটের তলার দিকে লেগে বল সোজা উঠে যায় উপরে। আজ়ম সেই ক্যাচ ফস্কাননি। চাপের মুখে দাঁড়িয়ে ঈশানের দুর্দান্ত ইনিংস ভরসা জোগায়। ফেরার সময় বাঁহাতি ব্যাটারের সংগ্রহ ৮২ রান। খেলেছেন ৮১টি বল।

১৪ ১৫

মাঝের ওভারগুলিতে দুরন্ত খেলে আপাত কঠিন হয়ে ওঠা ম্যাচ তুলনামূলক সহজ হয়ে গিয়েছে। এ বার শেষ ১০ ওভারের চ্যালেঞ্জ। ক্রিজে হার্দিকের সঙ্গে রবীন্দ্র জাডেজা। ৪০তম ওভারে হার্দিক রউফকে প্রথম বলে যে ঝোড়ো স্ল্যাশ করলেন তাতে জোরের চেয়ে বেশি ছিল অদম্য জেদ। খেলা হাত থেকে বেরিয়ে যাওয়ার প্রমাদ গুনছিলেন সম্ভবত বাবর।

১৫ ১৫

শেষ চেষ্টা করতেই হত বাবরকে। নিয়ে এলেন শাহিনকে। আর এসেই বাজিমাত! হার্দিককে একটি নির্বিষ স্লোয়ার বলে তুলে নিলেন শাহিন। অথচ বলে যে জুজু ছিল না, তা হার্দিকের চেয়ে ভাল বুঝবেন কে! সময়ের গোলমালে স্লোয়ারের বলি হয়ে গেলেন গোটা ইনিংস ধরে দলকে টানা হার্দিক। তার পর কেবলই উইকেট হারানোর বৃত্তান্ত। ভারত ৫০ ওভার পুরো খেলতে পারেনি। পাকিস্তানকে জিততে গেলে করতে হবে ২৬৭ রান। শেষরক্ষা হবে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement