25 Years Of Kuch Kuch Hota Hai

কেউ ৫ লাখ তো কেউ ২৫ হাজার! ২৫ বছর আগে ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে কত আয় করেছিলেন শাহরুখ-রানিরা?

২৫ বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিটি আজও দর্শকের প্রিয়। তবে এই ছবিতে অভিনয় করে শাহরুখ, কাজল, রানিরা কত পারিশ্রমিক পেয়েছিলেন তা জানেন কি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ ১৮:৩২
Share:
০১ ১৯

সোমবার পরিচালক হিসাবে ২৫ বছর পূর্ণ করলেন কর্ণ জোহর। তার পাশাপাশি কর্ণ পরিচালিত প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’ও ২৫ বছরে পা দিল।

০২ ১৯

রবিবার সন্ধ্যায় ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির রজত জয়ন্তী উপলক্ষে মুম্বইয়ে বিশেষ ‘স্ক্রিনিং’-এর আয়োজন করেন পরিচালক কর্ণ। কর্ণের সঙ্গে সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির রাহুল এবং টিনা অর্থাৎ শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়।

Advertisement
০৩ ১৯

শাহরুখ এবং রানি উপস্থিত থাকলেও দেখা মেলেনি কাজলের। তবে সমাজমাধ্যমের পাতায় অঞ্জলির সাজপোশাকে ধরা দিলেন বলি অভিনেত্রী।

০৪ ১৯

২৫ বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিটি আজও দর্শকের প্রিয়। তবে এই ছবিতে অভিনয় করে শাহরুখ, কাজল, রানিরা কত পারিশ্রমিক পেয়েছিলেন তা জানেন কি?

০৫ ১৯

বলিপাড়া সূত্রে খবর, বর্তমানে কোনও ছবিতে অভিনয় করে আনুমানিক ১০০ কোটি টাকা পারিশ্রমিক পান শাহরুখ।

০৬ ১৯

কানাঘুষো শোনা যায়, ২৫ বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে অভিনয় করে ১ কোটি টাকা আয় করেন শাহরুখ।

০৭ ১৯

বলিপাড়া সূত্রে খবর, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে যে বলি তারকারা অভিনয় করেছিলেন তাঁদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছিলেন শাহরুখ।

০৮ ১৯

‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে অঞ্জলির চরিত্রে অভিনয় করেন কাজল। এই ছবিতে শাহরুখের সঙ্গে কাজলের সম্পর্কের রসায়ন দর্শকের মনে আলাদা ভাবে জায়গা করে নিয়েছিল।

০৯ ১৯

বলিপাড়া সূত্রে খবর, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে অভিনয় করে ৩০ লক্ষ টাকা উপার্জন করেন কাজল।

১০ ১৯

‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় রানিকে। কানাঘুষো শোনা যায়, টিনার চরিত্রে অভিনয় করে ১৩ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী।

১১ ১৯

‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেন সলমন খান। বলিপাড়া সূত্রে খবর, এই চরিত্রে অভিনয় করে ১২ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন বলি অভিনেতা।

১২ ১৯

শিশু অভিনেতা হিসাবে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে রাহুল এবং টিনার মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় সানা সইদকে।

১৩ ১৯

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন সানা। কানাঘুষো শোনা যায়, এই ছবিতে অভিনয় করে ২৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।

১৪ ১৯

বলি অভিনেতা অনুপম খেরকে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে। বলিপাড়া সূত্রে খবর, এই ছবিতে অভিনয় করে ৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।

১৫ ১৯

‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে ছোট এবং বড় পর্দার কৌতুকাভিনেত্রী অর্চনাপূরণ সিংহও পার্শ্বচরিত্রে অভিনয়ের সুযোগ পান। কানাঘুষো শোনা যায়, পার্শ্বচরিত্রে অভিনয় করে আড়াই লক্ষ টাকা আয় করেছিলেন তিনি।

১৬ ১৯

‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে রাহুলের মায়ের চরিত্রে অভিনয় করেন ফারিদা জালাল। বলিপাড়া সূত্রে খবর, ছবিতে অভিনয় করে ৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।

১৭ ১৯

‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে অঞ্জলির মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায় রীমা লাগুকে। বলিপাড়া সূত্রে খবর, এই ছবিতে অভিনয় করে ৪ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন রীমা।

১৮ ১৯

বলিপাড়ার অন্যতম কৌতুকাভিনেতা জনি লিভারকেও অভিনয় করতে দেখা যায় ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিটিতে। পার্শ্বচরিত্রে অভিনয় করে ১ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন জনি।

১৯ ১৯

‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে স্বল্প দৈর্ঘ্যের চরিত্রে অভিনয় করেন হিমানি শিবপুরি। কানাঘুষো শোনা যায়, এই ছবিতে অভিনয় করে ৯০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement