Bollywood Stars

গোপন ভিডিয়ো ফাঁস থেকে ধর্ষণ! নিজেদের ভুলে কেরিয়ার বরবাদ হয়েছে একাধিক বলি অভিনেতার

শক্তি কপূর থেকে বিবেক ওবেরয়, ফারদিন খানের মতো বলিপাড়ায় একাধিক অভিনেতা রয়েছেন, যাঁরা নিজেদের কেরিয়ারের সাফল্যের সিঁড়িতে চড়া শুরু করলেও সফল হতে পারেননি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জুলাই ২০২৩ ১০:৫৪
Share:
০১ ১৩

শক্তি কপূর থেকে বিবেক ওবেরয়, ফারদিন খানের মতো বলিপাড়ায় একাধিক অভিনেতা রয়েছেন যাঁরা নিজেদের কেরিয়ারে সাফল্যের সিঁড়িতে চ়ড়া শুরু করলেও নানা রকম বিতর্কে জড়িয়ে পড়ার ফলে বর্তমানে আলোর রোশনাই থেকে লক্ষ যোজন দূরে রয়েছেন।

প্রতীকী ছবি।

০২ ১৩

হিন্দি ফিল্মজগতে খলনায়কের চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন শক্তি কপূর। অভিনেতার কেরিয়ারের ঝুলিতে রয়েছে ২০০টিরও বেশি ছবি। ২০১১ সালে ‘বিগ বস্’ রিয়্যালিটি শোয়ের পঞ্চম পর্বে অংশগ্রহণ করেছিলেন তিনি। তবে অভিনেতার জীবনে বিতর্কও কম নেই।

ছবি: সংগৃহীত।

Advertisement
০৩ ১৩

বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন শক্তি। তার বিনিময়ে ওই মহিলাকে ছবিতে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শক্তির একটি ভিডিয়োও প্রকাশ্যে আসে। সেই ভিডিয়োতে অশালীন মন্তব্য করতে শোনা যায় শক্তিকে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার আনলাইন।

ছবি: সংগৃহীত।

০৪ ১৩

ভিডিয়োতে এক মহিলাকে উদ্দেশ করে শক্তিকে বলতে শোনা যায়, ‘‘তুমি যদি অভিনয়ে নামতে চাও তা হলে আমি যা বলব তোমাকে তা-ই করতে হবে। তোমার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাই আমি।’’ শক্তি স্বীকার করেন যে তিনি তিন জন বলি অভিনেত্রীর সঙ্গেও শারীরিক ভাবে ঘনিষ্ঠ হয়েছেন।

ছবি: সংগৃহীত।

০৫ ১৩

শক্তির ভিডিয়োটি প্রকাশ্যে এলে তাঁকে বলিপা়ড়়া থেকে প্রায় বহিষ্কৃত করা হয়েছিল। শক্তি দাবি করেছিলেন এই ভিডিয়োটি অসত্য। ওই মহিলাই নাকি বার বার শক্তিকে হুমকি দিচ্ছিলেন বলে দাবি করেন অভিনেতা। হোটেলের ঘরে এই মহিলার সঙ্গে দেখা করতে না গেলে নাকি তিনি আত্মহত্যার ভয় দেখাতেন বলেও দাবি করেন শক্তি। পরে অবশ্য শক্তির বিরুদ্ধে কোনও প্রমাণ জোগাড় করতে না পারায় অভিনেতার উপর থেকে নিষেধাজ্ঞা সরে যায়। তবে এর ফলে কেরিয়ারে বড় ক্ষতি হয় শক্তির।

ছবি: সংগৃহীত।

০৬ ১৩

প্রয়াত অভিনেতা ফিরোজ খানের পুত্র ফারদিন খান বলিপাড়ায় পা রেখেছিলেন ১৯৯৮ সালে। কিন্তু কেরিয়ার শুরুর তিন বছরের মধ্যেই মাদক মামলায় নাম জড়িয়ে পড়ে ফারদিনের। নাসির আব্দুল করিম নামে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ন’গ্রাম কোকেন বিক্রির অভিযোগ ওঠায় সেই সূত্রে ফারদিনের নাম প্রকাশ্যে আসে।

ছবি: সংগৃহীত।

০৭ ১৩

২০০১ সালে জুহু পুলিশের হাতে গ্রেফতার হন ফারদিন। কিন্তু অভিনেতা জানিয়েছিলেন যে, তিনি মাদক পাচারকাণ্ডের সঙ্গে যুক্ত নন। তিনি এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে এক গ্রাম কোকেন কিনেছিলেন। মাদককাণ্ডের সঙ্গে ফারদিনের নাম জড়িয়ে যাওয়ায় তাঁর কেরিয়ারের রেখচিত্র ক্রমশ নিম্নমুখী হতে শুরু করে।

ছবি: সংগৃহীত।

০৮ ১৩

২০০৫ সালে ‘হাজারোঁ খোওয়াইশে অ্যায়সি’ ছবির মাধ্যমে বলিপাড়ায় নিজের কেরিয়ার শুরু করেছিলেন শাইনি আহুজা। ‘ভুল ভুলাইয়া’, ‘লাইফ ইন অ্যা...মেট্রো’, ‘গ্যাংস্টার’-এর মতো একাধিক হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন শাইনি। কিন্তু বর্তমানে বলিপাড়া থেকে দূরে রয়েছেন অভিনেতা।

ছবি: সংগৃহীত।

০৯ ১৩

২০০৯ সালের জুন মাসে শাইনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। ১৯ বছর বয়সি পরিচারিকাকে নাকি ধর্ষণ করেছিলেন অভিনেতা। এমনটাই দাবি করেছিলেন ওই পরিচারিকা। ২০১১ সালে আদালতের তরফে শাইনিকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। তার পর অভিনয় থেকে দূরে সরে যান তিনি।

ছবি: সংগৃহীত।

১০ ১৩

বলিপাড়ায় সলমন খান এবং ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। সলমনের সঙ্গে বিচ্ছেদের পর বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বর্যা। কিন্তু তাঁদের সম্পর্কেও চিড় ধরে। বিচ্ছেদের কারণ নাকি সলমন নিজেই।

ছবি: সংগৃহীত।

১১ ১৩

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোম্পানি’ ছবির মাধ্যমে অভিনয় জগতে নিজের কেরিয়ার শুরু করেন বিবেক। খুব কম সময়ের মধ্যে অভিনয়দক্ষতার মাধ্যমে সকলের মন জিতে নিয়েছিলেন তিনি। কিন্তু ২০০৩ সালে ডাকা একটি সাংবাদিক বৈঠকে মুখ খোলার পর নিজের বিপদ নিজেই ডেকে আনেন বিবেক।

ছবি: সংগৃহীত।

১২ ১৩

১ এপ্রিলের ওই সাংবাদিক বৈঠকে বিবেক জানান যে, তিনি ঐশ্বর্যার সঙ্গে মেলামেশা করেছিলেন বলে সলমন অভিনেতাকে বার বার ফোন করে হুমকি দিতেন। শুধু তা-ই নয়, বিবেকের দাবি ছিল, তাঁর কেরিয়ার ধ্বংস করারও ভয় দেখিয়েছিলেন সলমন।

ছবি: সংগৃহীত।

১৩ ১৩

বিবেকের দাবি, তাঁর ফোনে মোট ৪১ বার ফোন করেছিলেন সলমন। ঐশ্বর্যার সঙ্গে ঘনিষ্ঠতার জন্য বিবেককে কেরিয়ারে ক্ষতির পাশাপাশি প্রাণও হারাতে হতে পারে বলেও হুমকি দিয়েছিলেন সলমন। এই বৈঠকে সলমনের বিরুদ্ধে মুখ খোলার পর বিবেকের কেরিয়ারের পতন শুরু হয়। বলিপাড়ার একাংশের মতে, সলমনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন বলেই বিবেক তাঁর কেরিয়ারে এগিয়ে যেতে পারেননি।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement