Virat Kohli-Anushka Sharma Relationship

কটাক্ষ, সম্পর্কচ্ছেদের জল্পনা থেকে বিয়ে, বিরাটের জন্মদিনে ফিরে দেখা ‘বিরুষ্কা’র প্রেমকাহিনি

ক্রিকেটের নতুন ‘ঈশ্বর’, জন্মদিন এবং বিশ্বকাপ— ৫ নভেম্বর এই তিন সুতোকে এক গাথায় বাঁধলেন বিরাট কোহলি। রবিবার ৩৬ বছরে পা রাখলেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ১৩:১৪
Share:
০১ ২৫

ক্রিকেটের নতুন ‘ঈশ্বর’, জন্মদিন এবং বিশ্বকাপ— ৫ নভেম্বর এই তিন সুতোকে এক গাথায় বাঁধলেন বিরাট কোহলি। রবিবার ৩৬ বছরে পা রাখলেন বিরাট। রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে খেলতেও দেখা যাবে তাঁকে।

০২ ২৫

এক দিকে বাইশ গজের মাঠে ব্যাটের খেল, অন্য দিকে ক্রিকেটের মাঠে দাঁড়িয়ে জীবনসঙ্গিনী তথা বলি অভিনেত্রী অনুষ্কা শর্মার দিকে চুমু ছুড়ে দেওয়া— সব মিলিয়েই বিরাট যেন পরিপূর্ণ। দীর্ঘকালীন প্রেম, বিয়ে, সংসার, কেরিয়ার— বিরাটের জন্মদিনে ফিরে দেখা ‘বিরুষ্কা’র কিছু মুহূর্ত।

Advertisement
০৩ ২৫

২০১৩ সালে এক নামী সংস্থার বিজ্ঞাপনে একসঙ্গে অভিনয় করতে দেখা যায় বিরাট এবং অনুষ্কাকে। বিজ্ঞাপনের শুটিংয়ের সময় প্রথম আলাপ দু’জনের।

০৪ ২৫

পুরনো এক সাক্ষাৎকারে বিরাট জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকা থেকে ম্যাচ খেলে ফিরছিলেন তিনি। সেই সময় বিরাট জানতে পারেন অনুষ্কার সঙ্গে তাঁকে একটি বিজ্ঞাপনে অভিনয় করতে হবে।

০৫ ২৫

সাক্ষাৎকারে বিরাট জানান, অনুষ্কার নাম শুনে তিনি প্রথমে থতমত খেয়ে গিয়েছিলেন। বিরাট বলেন, ‘‘অনুষ্কা যে কতটা লম্বা তা আমি প্রথমে লক্ষ করিনি। তার পর আমি ওর জুতোর হিল লক্ষ করি। সঙ্গে সঙ্গে ওকে জিজ্ঞাসা করেছিলাম যে এর চেয়ে বেশি হিল ছিল না? আমার প্রশ্ন শুনে অবাক হয়ে গিয়েছিল অনুষ্কা।’’

০৬ ২৫

বলিপাড়া সূত্রে খবর, বিজ্ঞাপনে শুটিংয়ের পর মাঝেমধ্যেই বাইরে দেখা করতেন বিরাট এবং অনুষ্কা। বিরাট তাঁদের সম্পর্ক নিয়ে এক পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমরা সম্পর্ক নিয়ে কোনও তাড়াহুড়ো করিনি। আমি মনে মনে জানতাম যে অনুষ্কাকে ‘ডেট’ করছি।’’

০৭ ২৫

গোড়ার দিকে নিজেদের সম্পর্কের কথা গোপন রাখার চেষ্টা করেছিলেন বিরাট এবং অনুষ্কা। তবে ২০১৪ সালে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বৃদ্ধি পায়।

০৮ ২৫

২০১৪ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতীয় দল মুম্বই বিমানবন্দরে নামার পর বিরাট তাঁর দল থেকে আলাদা হয়ে যান। মুম্বইয়ের যে হোটেলে ক্রিকেটারদের থাকার আয়োজন করা হয়েছিল সেখানে সকল ক্রিকেটার গেলেও বিরাট যাননি।

০৯ ২৫

বলিপাড়া সূত্রে খবর, মুম্বই বিমানবন্দরে গাড়ি পাঠিয়েছিলেন অনুষ্কা। বিমানবন্দরে নামার পর সোজা অনুষ্কার পাঠানো গাড়িতে উঠে পড়েন বিরাট। হোটেলে না গিয়ে অনুষ্কার বাড়িতে যান তিনি।

১০ ২৫

২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে ভারত বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচ চলাকালীন অকল্যান্ডে যান অনুষ্কা। বিরাট এবং অনুষ্কা দু’জনকে হাতে হাত রেখে ঘুরতে দেখা যায় অকল্যান্ডে।

১১ ২৫

২০১৪ সালের মার্চ মাসে অনুষ্কার সঙ্গে শুটিং সেটে দেখা করতে যান বিরাট। বলিপাড়া সূত্রে খবর, সেই সময়ে ‘বম্বে ভেলভেট’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। শ্রীলঙ্কা থেকে মুম্বই ফিরেই অনুষ্কার সঙ্গে দেখা করতে যান বিরাট।

১২ ২৫

ঠিক এক মাস পরে জোধপুর বিমানবন্দরে দেখা মেলে বিরাটের। বলিপাড়া সূত্রে খবর, অনুষ্কার সঙ্গেই জোধপুরে দেখা করতে গিয়েছিলেন তিনি। ‘এনএইচ ১০’ ছবির জন্য এক মাস ধরে নাকি জোধপুরে শুটিং করছিলেন অনুষ্কা। অভিনেত্রীকে চমকে দিতেই নাকি সেখানে দেখা করতে গিয়েছিলেন বিরাট।

১৩ ২৫

প্রায় এক বছর ধরে সকলের আড়ালে দেখা করলেও ২০১৪ সালের অক্টোবর মাসে বিরাট এবং অনুষ্কাকে একসঙ্গে জনসমক্ষে দেখা যায়। আইপিএল চলাকালীন গ্যালারির দর্শকাসনে একসঙ্গে দেখা যায় এই জুটিকে। তার পর থেকে আরও মাতামাতি শুরু হয় দু’জনের সম্পর্ক নিয়ে।

১৪ ২৫

সেই সময়ে কানাঘুষো শোনা যেতে থাকে যে বিরাট এবং অনুষ্কার পরিবারের সদস্যেরা একে অপরের সঙ্গে দেখা করেছেন। শীঘ্রই নাকি সাত পাকে বাঁধা পড়বেন দুই তারকা।

১৫ ২৫

বিরাট এবং অনুষ্কার সম্পর্ক নিয়ে হাজারো জল্পনা চললেও দু’জনের কেউই সে বিযয়ে কোনও রকম আলোকপাত করেননি। ২০১৪ সালের নভেম্বর মাসে সব জল্পনায় জল ঢালেন বিরাট।

১৬ ২৫

২০১৪ সালের নভেম্বর মাসে ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচে শতরান করেন বিরাট। গ্যালারিতে ‘ভিআইপি বক্স’-এ দর্শকাসনে বসেছিলেন অনুষ্কা। সেঞ্চুরি করার পর অনুষ্কার উদ্দেশে মাঠ থেকেই চুমু ছুড়ে দেন বিরাট। এই ঘটনার এক মাস পর তাঁদের সম্পর্কের কথা ঘোষণা করেন বিরাট এবং অনুষ্কা। ওই মাসেই বিরাটের ২৬তম জন্মদিনে চমকে দিতে আমদাবাদ যান অভিনেত্রী।

১৭ ২৫

বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, ২০১৪ সালের ডিসেম্বর মাসে মুম্বইয়ের ভারসোভা এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নেন বির়াট এবং অনুষ্কা। দু’জনে একান্তে অনেকটা সময় কাটাবেন বলেই ফ্ল্যাট ভাড়া নেন।

১৮ ২৫

নিজেদের সম্পর্ক নিয়ে অনেকটাই খোলামেলা হয়ে যান বিরাট এবং অনুষ্কা। বিরাটের পারফরম্যান্স নিয়ে সমাজমাধ্যমে অধিকাংশ সময় শুভেচ্ছা জানাতেন অভিনেত্রী। এমনকি অনুষ্কার কোনও নতুন ছবি মুক্তি পেলে তা নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করতে দেখা যেত বিরাটকে।

১৯ ২৫

২০১৫ সালের এপ্রিল মাসে বিরাট এবং অনুষ্কা তাঁদের সম্পর্কের কারণে কটাক্ষের শিকার হন। ক্রিকেট অনুরাগীদের একাংশ দাবি করেছিলেন, অনুষ্কার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই নাকি বিরাট খেলায় মন দিতে পারছেন না। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন বিরাট।

২০ ২৫

কানাঘুষো শোনা যায়, বিরাট এবং অনুষ্কার মাঝে ভুল বোঝাবুঝি হয়। সম্পর্কে চিড় ধরে তাঁদের। একে অপরকে নাকি ইনস্টাগ্রাম থেকেও সরিয়ে দেন বিরাট-অনুষ্কা।

২১ ২৫

বিচ্ছেদের জল্পনার মাঝেই বিরাট এবং অনুষ্কাকে একসঙ্গে দেখা যায়। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে একসঙ্গে ঘুরতে যেতেন তাঁরা। ক্রিকেটের ম্যাচ হোক বা শুটিং সেট, তারকাসমন্বিত অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যেত তাঁদের।

২২ ২৫

২০১৬ সালের ডিসেম্বর মাসে কানাঘুষো শোনা যায় যে বিরাট এবং অনুষ্কা আংটিবদল পর্ব সেরে ফেলেছেন। সেই সময় উত্তরাখণ্ডে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। কানাঘুষো শোনা যায় বাগ্‌দান পর্ব সেরে নাকি হরিদ্বারের এক আশ্রমে গিয়েছিলেন তাঁরা। পরে অবশ্য বিরাট জানান, আংটিবদলের কথা সমস্তই মিথ্যা।

২৩ ২৫

২০১৭ সালের ১১ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন বিরাট এবং অনুষ্কা। দুই তারকার নাম ভালবাসায় জুড়ে ‘বিরুষ্কা’র নামধারণ করে। ইটালিতে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সামনে বিয়ে সারেন দু’জনে। পরে দিল্লি এবং মুম্বইয়ে রিসেপশন পার্টির আয়োজন করা হয়।

২৪ ২৫

বিয়ের পর সংসার এবং কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন বিরাট এবং অনুষ্কা। ২০২১ সালের ১১ জানুয়ারি কন্যাসন্তানের জন্ম দেন অনুষ্কা। কন্যা ভামিকাকে যদিও আলোর রোশনাই থেকে দূরে রাখেন দু’জনেই।

২৫ ২৫

বলিপাড়ার জল্পনা, দ্বিতীয় বার মা হতে চলেছেন অনুষ্কা। সম্প্রতি ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। রবিবার বিরাটের জন্মদিনে ইনস্টাগ্রামের পাতায় শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement