ডিকি বার্ড। ক্রিকেট ইতিহাসের অন্যতম বর্ণময় চরিত্র। আম্পায়ারিংকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন ইংল্যান্ডের এই খ্যাতনামী আম্পায়ার। ক্রিকেট মাঠকে অবশ্য অনেক দিন বিদায় জানিয়েছেন তিনি। নিজের ৮০তম জন্মদিনে তিনি বেছে নিয়েছিলেন সর্বকালের সেরা টেস্ট একাদশ।
বার্ডের বেছে নেওয়া টেস্ট একাদশ নিয়ে সেই সময়ে বিতর্ক হয়েছিল। কী নিয়ে বিতর্ক? ইংরেজ আম্পায়ারের বেছে নেওয়া দলে ছিলেন না ব্র্যাডম্যান থেকে সচিন, কালিসরা। বদলে দলে ছিল নানা চমক। কেমন ছিল সেই দল? দেখে নেওয়া যাক।
সুনীল গাওস্কর: ভারত-সহ বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ওপেনার। টেস্ট ক্রিকেটে সর্বপ্রথম ১০ হাজার রানের গণ্ডি টপকেছিলেন তিনি। ভারতের এই ডানহাতি ব্যাটারকে দলে রেখেছিলেন ডিকি। তবে সর্বকালের সেরা টেস্ট একাদশে তিনিই একমাত্র ভারতীয়।
ব্যারি রিচার্ডস: কেরিয়ারে মাত্র চারটি টেস্ট খেলেছেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। সব ক’টিই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যারির রেকর্ড দেখে অনেকের ধারণা, তিনি টেস্ট খেলা চালিয়ে গেলে বহু নজির গড়তে পারতেন। গাওস্করের সঙ্গে তাঁকে ওপেনার হিসাবে দলে রেখেছেন ডিকি।
ভিভ রিচার্ডস: সর্বকালের সেরা টেস্ট একাদশে তিন নম্বরে এই ক্যারিবীয় তারকাকে রেখেছেন ডিকি। রিচার্ডসকে ছাড়া সেরাদের দল তৈরি করা প্রায় অসম্ভব। ১২১টি টেস্টে তাঁর ব্যাটিং গড় ৫০-এরও বেশি।
গ্রেগ চ্যাপেল: ডিকির দলের চার নম্বরে নামবেন এই অস্ট্রেলীয় ডানহাতি। ৮৭ টেস্টে ৫৪-র কাছাকাছি গড় থাকা গ্রেগ বল হাতে নিয়েছেন ৪৭টি উইকেট। টেস্টে ২৪টি শতরান রয়েছে তাঁর।
গারফিল্ড সোবার্স: সর্বকালের সেরা টেস্ট একাদশে ছ’নম্বরে যাঁর বিকল্প নেই তিনি সোবার্স। তাঁকে সর্বকালের সেরা অলরাউন্ডার মনে করেন অনেকেই। ৯৩ টেস্টে আট হাজারের বেশি রান করা সোবার্স বল হাতে নিয়েছেন ২৩৫টি উইকেটও।
গ্রেম পোলক: অনেক ক্রিকেটবোদ্ধা বিশ্বাস করেন, দক্ষিণ আফ্রিকার এই ব্যাটারের মতো প্রতিভাবান বাঁহাতি ক্রিকেট ইতিহাসে বিরল। কেরিয়ারে মাত্র ২৩টি টেস্ট খেলেছেন পোলক। প্রায় ৬১ গড়ে ২২৫৬ রান করেছেন তিনি। ছোট্ট টেস্ট কেরিয়ারেও সাতটি শতরান করেছেন তিনি।
অ্যালান নট: ইংল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটারকে সর্বকালের সেরা টেস্ট একাদশে রেখেছেন ডিকি। ৯৫টি টেস্ট খেলা নটের রয়েছে পাঁচটি শতরান। এই দলে নটের থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
ইমরান খান: পাকিস্তানের একমাত্র ক্রিকেটার হিসাবে ডিকি দলে রেখেছেন ইমরান খানকে। পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো এই অলরাউন্ডার ৮৮ টেস্টে ৩৮০৭ রান করেছেন। নিয়েছেন ৩৬২ উইকেট।
ডেনিস লিলি: নতুন বলে ডিকির দলকে নেতৃত্ব দেবেন ডেনিস। অস্ট্রেলিয়ার এই ডানহাতি জোরে বোলার ৭০ টেস্টে ৩৫৫টি উইকেট পেয়েছেন।
শেন ওয়ার্ন: সর্বকালের সেরা লেগস্পিনারকে স্পিন বিভাগের দায়িত্ব দিয়েছেন ডিকি। ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নেওয়া ওয়ার্ন ব্যাট হাতেও লোয়ার অর্ডারে ভরসা দিতে পারেন।
ল্যান্স গিবস: দলে আরও এক ক্যারিবীয়কে রেখেছেন ডিকি। তিনি অফস্পিনার ল্যান্স গিবস। টেস্ট ক্রিকেটে সর্বপ্রথম ৩০০ উইকেট নেওয়া স্পিনারের সর্বকালের সেরা টেস্ট একাদশে রাখা নিয়ে হয়েছিল বিতর্কও।