ইদের বলিউডে সলমন খানের নতুন উপহার ‘কিসি কা ভাই কিসি কি জান’। সুপারস্টারের নতুন ছবি ঘিরে তাঁর ভক্তকুলে উন্মাদনা তুঙ্গে। ‘ভাইজানের’ ছবি মানেই লক্ষ্মীলাভের আশায় বুক বাঁধেন হল মালিকরা। তিন দশকেরও বেশি সময় ধরে বলিপাড়ায় রাজত্ব করছেন সল্লুভাই। এই দীর্ঘ কেরিয়ারে অনেক চড়াই-উতরাইয়ের সাক্ষী হতে হয়েছে তাঁকে। জড়িয়েছেন বহু বিতর্কে। আবার নায়কের নানা আচরণ সমালোচিত হয়েছে। তেমনই এক ঘটনা ঘটেছিল ৩৩ বছর আগে।
১৯৮৮ সাল। সে বছরই বলিউডে প্রথম পা রেখেছিলেন সলমন। ছবির নাম ‘বিবি হো তো অ্যায়সি’। এই ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
পরের বছর, অর্থাৎ, ১৯৮৯ সাল। এই বছরই নায়ক হিসাবে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ ঘটে সলমনের। মুক্তি পায় ‘ম্যায়নে প্যার কিয়া’।
এই সুপারহিট ছবির হাত ধরে বলিউড পায় নতুন নায়ক। সেই শুরু। তার পর আর কখনওই পিছন ফিরে তাকাতে হয়নি সলমনকে। ছবির গগনচুম্বী জনপ্রিয়তার হাত ধরে রাতারাতি তারকা হয়ে ওঠেন সলমন।
‘ম্যায়নে প্যার কিয়া’ ছবির সাফল্যের সময়ই সলমনকে ঘিরে এক বিতর্ক দানা বাঁধে বলিপাড়ার অন্দরে। যার জন্য পরে ক্ষমাও চাইতে হয় সুপারস্টারকে।
ছবির সাফল্যে পার্টি দিয়েছিলেন পরিচালক সুরজ বরজাতিয়া। বলিউডের বহু নামী তারকা সেই পার্টিতে যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অভিনেতা রাজকুমার।
পার্টিতে যাওয়ার পরই ‘ম্যায়নে প্যার কিয়া’ ছবির নায়কের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেন রাজকুমার। সেই মতো, তাঁর সঙ্গে সলমনের আলাপ করিয়ে দেন পরিচালক সুরজ।
আর এই সাক্ষাতের সময়ই সলমনের আচরণ ঘিরে বিতর্ক তৈরি হয়। বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা রাজকুমারকে দেখে নাকি চিনতেই পারেননি সলমন।
রাজকুমারের সঙ্গে দেখা করার সঙ্গে সঙ্গে তাঁর উদ্দেশে সলমন নাকি বলেন, ‘‘কে আপনি?’’
এক সময়ের জনপ্রিয় অভিনেতা তিনি। আর তাঁকেই কিনা চিনতে পারলেন না সলমন! ব্যাপারটা মোটেই ভাল ভাবে নেননি রাজকুমার।
সলমন খান সেই সময় উঠতি নায়ক হলেও বলিপাড়ার সঙ্গে তাঁর যোগাযোগ দীর্ঘ দিনের। সলমনের বাবা চিত্রনাট্যকার সেলিম খান। তাই ছোট থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁর সখ্য ছিল।
এর পরও কিনা তিনি রাজকুমারকে চিনতে পারলেন না! সলমনের এ হেন আচরণে হতবাক হয়ে গিয়েছিল বলিপাড়া।
সলমনের উদ্দেশে রাজকুমার সেই সময় বলেছিলেন, ‘‘তোমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো, আমি কে।’’
এ কথা শোনার পর ঘোর কাটে সলমনের। বুঝতে পারেন যে, তিনি ভুল করেছেন। নিজের ভুল বোঝার সঙ্গে সঙ্গেই রাজকুমারের কাছে ক্ষমা চান সলমন।
সলমন এবং রাজকুমারের প্রথম সাক্ষাতের এই কাহিনি এখনও ভোলেননি সিনেপ্রেমীরা। তার পর আরব সাগরের তীরে অনেক ঢেউ আছড়ে পড়েছে। নিজের কেরিয়ারে নানা চড়াই-উতরাই পার করে এগিয়ে গিয়েছেন সলমন। জড়িয়েছেন নানা বিতর্কে। তবুও তাঁর জনপ্রিয়তা টলে যায়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে এক অন্য উচ্চতায় নিজেকে মেলে ধরেছেন এই তারকা।