Kriti Sanon

হিন্দি ছবি থেকে ওয়েব সিরিজ়, সুযোগ পেয়েও অভিনয় করতে চাননি কৃতি, নেপথ্যে কি সাহসী দৃশ্য?

এক দশকের ব্যবধানে ‘রবতা’, ‘দিলওয়ালে’, ‘বরেলি কি বরফি’, ‘লুকা ছুপি’, ‘পানিপথ’, ‘মিমি’, ‘ভেড়িয়া’, ‘শেহজাদা’, ‘আদিপুরুষ’-এর মতো ছবি কেরিয়ারের ঝুলিতে ভরেছেন তিনি। এমনকি একাধিক হিন্দি ছবিতে নাচের দৃশ্যে ক্যামিয়ো চরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে কৃতিকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৪৫
Share:
০১ ১৭

৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রোম্যান্টিক ঘরানার ছবি ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’। শাহিদ কপূরের সঙ্গে জু়টি বেঁধে এই ছবিতে অভিনয় করেছেন কৃতি শ্যানন। বর্তমানে বলিপাড়ার সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়েছেন কৃতি।

০২ ১৭

২০১৪ সালে ‘হিরোপন্তি’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেছিলেন কৃতি। এক দশকের ব্যবধানে ‘রবতা’, ‘দিলওয়ালে’, ‘বরেলি কি বরফি’, ‘লুকা ছুপি’, ‘পানিপথ’, ‘মিমি’, ‘ভেড়িয়া’, ‘শেহজাদা’, ‘আদিপুরুষ’-এর মতো ছবি কেরিয়ারের ঝুলিতে ভরেছেন তিনি। এমনকি একাধিক হিন্দি ছবিতে নাচের দৃশ্যেও ক্যামিয়ো চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে কৃতিকে। কিন্তু কয়েকটি হিন্দি ছবি এবং ওয়েব সিরিজ়ে অভিনয়ের সুযোগ হাতছাড়াও করেছেন তিনি।

Advertisement
০৩ ১৭

২০১৫ সালে প্রভু দেবার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সিং ইস ব্লিং’। অক্ষয় কুমারের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেন অ্যামি জ্যাকসন, লারা দত্ত, কেকে মেননের মতো বলি তারকা।

০৪ ১৭

বলিপাড়া সূত্রে খবর, ‘সিং ইস ব্লিং’ ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয়ের কথা ছিল কৃতির। অভিনয়ের প্রস্তাবে রাজিও হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। তবে প্রযোজনা সংক্রান্ত কাজে দেরি হওয়ায় এই ছবি থেকে নিজেকে সরিয়ে নেন কৃতি।

০৫ ১৭

‘সিং ইস ব্লিং’ ছবি থেকে কৃতি সরে গেলে তাঁর পরিবর্তে অ্যামিকে অভিনয়ের প্রস্তাব দেন নির্মাতারা। সেই প্রস্তাবে রাজি হন অ্যামি।

০৬ ১৭

চেতন ভগতের উপন্যাসের ভিত্তিতে ২০১৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হাফ গার্লফ্রেন্ড’। অর্জুন কপূরের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কপূর। বলিপাড়া সূত্রে খবর, ছবিনির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না শ্রদ্ধা।

০৭ ১৭

বলিপাড়ার অন্দরমহল সূত্রে জানা যায়, ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল কৃতিকে। কিন্তু সেই সময় ‘রবতা’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। তাই ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

০৮ ১৭

২০২১ সালে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় রোম্যান্টিক থ্রিলার ঘরানার ছবি ‘হসিন দিলরুবা’। এই ছবিতে তাপসী পান্নু, বিক্রান্ত মাসে এবং হর্ষবর্ধন রানে মুখ্যচরিত্রে অভিনয় করেন।

০৯ ১৭

বলিপাড়া সূত্রে খবর, ‘হসিন দিলরুবা’ ছবিতে মুখ্যচরিত্রের জন্য ছবিনির্মাতারা প্রথম পছন্দ করেছিলেন কৃতিকে। কিন্তু ছবির বিষয়বস্তু শোনার পর নাকি সেই প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেত্রী।

১০ ১৭

কানাঘুষো শোনা যায়, ‘হসিন দিলরুবা’ ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করতে হবে শুনে সেই ছবিতে নাকি অভিনয় করতে চাননি কৃতি। কৃতি অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলে তাপসীর কাছে যান ছবিনির্মাতারা। অভিনয়ের প্রস্তাবে রাজি হয়ে যান তাপসী।

১১ ১৭

মোহিত সুরির পরিচালনায় ২০২০ সালে মুক্তি পায় ‘মলঙ্গ’ ছবিটি। বলিপাড়ায় গুজব শোনা যায়, এই ছবির চিত্রনাট্য শোনার পর পরিচালকের কাছে নাকি নিজে থেকেই অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন কৃতি।

১২ ১৭

বলিপাড়া সূত্রে খবর, মোহিত যখন ‘মলঙ্গ’ ছবির শুটিং শুরু করছিলেন সেই সময় ‘হাউসফুল ৪’ ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন কৃতি। সময়ের অভাবে ‘মলঙ্গ’ ছবির প্রস্তাব ফিরিয়ে দেন কৃতি।

১৩ ১৭

‘মলঙ্গ’ ছবিতে অভিনয়ের প্রস্তাব কৃতি খারিজ করলে ছবিনির্মাতারা দিশা পটানির সঙ্গে দেখা করেছিলেন। শেষ পর্যন্ত এই ছবিতে অভিনয় করতে রাজি হন দিশা। আদিত্য রায় কপূরের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যায় তাঁকে।

১৪ ১৭

২০২১ সালে রাম মাধবনির পরিচালনায় নেটফ্লিক্সে মুক্তি পায় ‘ধামাকা’ ছবিটি। এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় কার্তিক আরিয়ানকে। বলিপাড়া সূত্রে খবর, থ্রিলার ঘরানার এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল কৃতিকে।

১৫ ১৭

বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, ‘ধামাকা’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে চাননি কৃতি। কৃতি এই ছবিতে অভিনয়ের প্রস্তাব খারিজ করলে কার্তিককে প্রস্তাব দেন ছবিনির্মাতারা।

১৬ ১৭

শুধুমাত্র হিন্দি ছবির নয়, হিন্দি ওয়েব সিরিজ়েও অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কৃতি। ২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ়’ ওয়েব সিরিজ়ে কর্ণ জোহরের পরিচালিত পর্বে অভিনয় করতে দেখা যায় কিয়ারা আডবাণী এবং ভিকি কৌশলকে। কিয়ারা এই পর্বে যে ধরনের সাহসী চরিত্রে অভিনয় করেছিলেন তা নিয়ে আলোচনাও কম হয়নি।

১৭ ১৭

কানাঘুষো শোনা যায়, ‘লাস্ট স্টোরিজ়’ ওয়েব সিরিজ়ের জন্য কিয়ারা নন। কর্ণের প্রথম পছন্দ ছিলেন কৃতি। কিন্তু কৃতি এই চরিত্রে অভিনয় করুক তা চাননি অভিনেত্রীর মা। মায়ের ইচ্ছাকে সম্মতি জানিয়ে কর্ণের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কৃতি।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement