Shah Rukh Khan

শাহরুখের পুত্রবধূ ঠিক হয়ে গিয়েছে আগেই? বাছাইয়ের নেপথ্যে সলমন-রানি?

শাহরুখের পুত্রের ‘বিয়ে’র নেপথ্যে রয়েছে সলমন-যোগ। যোগ রয়েছে এক বলি অভিনেত্রীরও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৩ ০৯:৫৭
Share:
০১ ১৯

সলমন খান এবং শাহরুখ খান— মায়ানগরীতে নবাগত তারকারা এলেও এই দুই খানের অনুরাগীর সংখ্যা কমেনি একটুও। বরং উত্তরোত্তর তা বৃদ্ধি পেয়ে চলেছে। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ ছবিতে কয়েক মিনিটের দৃশ্যে হলেও শাহরুখ-সলমনের যুগলবন্দি দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল।

০২ ১৯

পেশাগত কারণের পাশাপাশি বন্ধুত্বের সম্পর্কও রয়েছে শাহরুখ এবং সলমনের। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ছাপ পড়েছে শাহরুখের পুত্রের জীবনেও।

Advertisement
০৩ ১৯

বলিপাড়া সূত্রে খবর, শাহরুখের পুত্রের ‘বিয়ে’র নেপথ্যে রয়েছে সলমন-যোগ। যোগ রয়েছে এক বলি অভিনেত্রীরও। আগে থেকেই নাকি শাহরুখ-পুত্রের জন্য পাত্রী ঠিক করে ফেলেছেন তাঁরা।

০৪ ১৯

ইনস্টাগ্রামে সম্প্রতি একটি পুরনো ভিডিয়ো ঘোরাফেরা করতে শুরু করেছে। সেই ভিডিয়োতে সলমন এবং শাহরুখের সঙ্গে দেখা গিয়েছে বলি অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কেও। তিন জন শাহরুখ-পুত্রের বিয়ে নিয়ে আলোচনা হয়েছে।

০৫ ১৯

রানি উদ্যোগী হয়ে সলমনকে উদ্দেশ করে বলেন, ‘‘সলমন, আমি প্রার্থনা করছি যে তোমার যেন কন্যাসন্তান হয়। শাহরুখের পুত্র আব্রামের সঙ্গে তা হলে সম্বন্ধ হতে পারে।’’

০৬ ১৯

রানির মুখে এই কথা শুনে চমকে যান সলমন। উত্তরে ঠিক কী বলবেন তা ঠাওর করতে পারছিলেন না অভিনেতা।

০৭ ১৯

কিন্তু রানির কথা শুনে চুপ করে থাকতে পারেননি শাহরুখ। জবাবে বলেন, ‘‘(সলমনের) সন্তানের জন্ম দিয়ে দিল, বিয়ের সম্বন্ধও ঠিক করে নিল। আগে থেকেই রানি সব ঠিক করে ফেলেছে।’’

০৮ ১৯

এমনকি মজার ছলে রানির নতুন নামও রেখে ফেলেন শাহরুখ। অভিনেতা বলেন, ‘‘ও রানি মুখোপাধ্যায় নয়। ওর নাম আসলে শাদি মুখোপাধ্যায়।’’

০৯ ১৯

শাহরুখের মুখে নিজের নতুন নাম শুনে হাসিতে ফেটে পড়েন রানি। সলমনের মুখেও তখন হাসির রেখা।

১০ ১৯

বলিপাড়া সূত্রে খবর, সলমন, শাহরুখ এবং রানির ভি়ডিয়ো ক্লিপটি আসলে সলমন সঞ্চালিত ‘দশ কা দম’ নামের একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চের। এই মঞ্চেই শাহরুখের পুত্র আব্রামের সঙ্গে সলমনের কন্যার বিয়ের কথা পেড়েছিলেন রানি।

১১ ১৯

সেই অনুষ্ঠানের পর পেরিয়ে গিয়েছে এক দশকেরও বেশি সময়। শাহরুখ, সলমন এবং রানি— তিন জনেই নিজেদের কেরিয়ারে এগিয়ে গিয়েছেন। রানির কথা যে কবে ফলবে তার অপেক্ষায় রয়েছেন বলিপাড়ার অনেকেই।

১২ ১৯

৫৭ বছরের গণ্ডি পেরনোর পরেও এখনও সঙ্গীহীন জীবন কাটাচ্ছেন সলমন। ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে বিচ্ছেদের পর কখনও ক্যাটরিনা কইফ, কখনও বা ইউলিয়া ভন্তুরের সঙ্গে নাম জড়িয়েছে সলমনের। কিন্তু এখনও সাত পাকে বাঁধা পড়েননি অভিনেতা।

১৩ ১৯

সলমন, শাহরুখ এবং রানি সকলে প্রায় এক সময় সাফল্যের সিঁড়িতে চড়তে শুরু করলেও তিন তারকাকে কখনও একই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায়নি।

১৪ ১৯

১৯৯৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় কর্ণ জোহর পরিচালিত ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিটি। এই ছবিতে শাহরুখ এবং রানির পাশাপাশি মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় কাজলকে।

১৫ ১৯

‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে অভিনয় করতে দেখা যায় সলমনকে। কিন্তু এই ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

১৬ ১৯

২০০০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাজ কানওয়ার পরিচালিত ‘হর দিল যো প্যার করেগা’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন সলমন এবং রানি। শাহরুখকেও অভিনয় করতে দেখা যায় এই ছবিতে। তবে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

১৭ ১৯

চলতি বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। শাহরুখ অভিনীত এই ছবিতে সলমন পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন।

১৮ ১৯

বলিপাড়া সূত্রে খবর, চলতি বছরের নভেম্বর মাসে মুক্তি পেতে চলেছে ‘টাইগার ৩’। সলমনের পাশাপাশি এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে ক্যাটরিনাকেও।

১৯ ১৯

কানাঘুষো শোনা যাচ্ছে ‘টাইগার ৩’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখকে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement