Nana Patekar

৩৫ টাকার জন্য আট কিলোমিটার হেঁটে যেতেন নানা, ‘পোস্টার’ বানিয়ে পেতেন এক বেলার খাবার

কেরিয়ারে সাফল্যের স্বাদ পেলেও শৈশবে কঠিন সময় পার করেন নানা পটেকর। সামান্য কিছু অর্থপ্রাপ্তির আশায় জেব্রা ক্রসিং আঁকার কাজও করেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১২:২৭
Share:
০১ ১৮

সত্তরের দশকের শেষের দিকে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন নানা পটেকর। আশি থেকে নব্বইয়ের দশকে বলিপাড়ায় জনপ্রিয় অভিনেতাদের তালিকায় প্রথম সারিতে জায়গা করে নেন নানা। কিন্তু অভিনেতা তাঁর জীবনে এমন সময়ও কাটিয়েছিলেন যে ৩৫ টাকা উপার্জনের জন্য আট কিলোমিটার হেঁটে যেতেন। কাজের বদলে এক বেলা পেট পুরে খাওয়ার সুযোগও খুঁজতেন তিনি।

০২ ১৮

নানার আসল নাম বিশ্বনাথ পটেকর। ১৯৭৮ সালে ‘গমন’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন নানা। ‘সালাম বম্বে’, ‘অঙ্গার’, ‘পরিন্দা’, ‘প্রহার’-এর মতো ছবি দর্শককে উপহার দিয়েছেন তিনি।

Advertisement
০৩ ১৮

কেরিয়ারে সাফল্যের স্বাদ পেলেও শৈশবে কঠিন সময় পার করেছেন নানা। ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন নানার বাবা। কিন্তু সেই ব্যবসা লোকসানের মুখ দেখে। নানার বাবা তাঁর বন্ধুর সঙ্গে যৌথ ভাবে ব্যবসা শুরু করেছিলেন। সেই বন্ধুই টাকাপয়সা নয়ছয় করেন বলে বলিপাড়ার একাংশের দাবি।

০৪ ১৮

নানার বাবার ব্যবসায় ভরাডুবি হলে তাঁদের সংসারেও অর্থাভাব দেখা দেয়। স্কুলে পড়াকালীন অবস্থায় সংসারের খরচের দায়িত্ব গিয়ে পড়ে নানার উপরেও।

০৫ ১৮

বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, প্রতি দিন স্কুল থেকে ফিরে আবার কাজ করতে যেতেন নানা। সামান্য কিছু অর্থপ্রাপ্তির আশায় জেব্রা ক্রসিং আঁকার কাজও করেছেন তিনি।

০৬ ১৮

সিনেমার পোস্টারও বানাতেন নানা। স্কুল থেকে ফিরে আট কিলোমিটার হেঁটে পোস্টার বানাতে যেতেন তিনি। এই ভাবে প্রতি দিন ৩৫ টাকা রোজগার করতেন অভিনেতা।

০৭ ১৮

পোস্টার তৈরির জন্য টাকার পাশাপাশি এক বেলার খাবারও বিনামূল্যে পেতেন নানা। খাবার নিয়ে আবার আট কিলোমিটার হেঁটে বাড়ি ফিরে যেতেন অভিনেতা।

০৮ ১৮

২৭ বছর বয়সে বিয়ে করেন নানা। সেই বছরেই বলিউডে নানার প্রথম ছবি মুক্তি পায়। নতুন পেশা, নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন নানা।

০৯ ১৮

নানার যখন ২৮ বছর তখন তাঁর বাবা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। প্রথম পুত্রসন্তানকেও হারান নানা।

১০ ১৮

১৯৯১ সালে নানার ছবি ‘প্রহার’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবির মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হয় নানার। পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করেন তিনি।

১১ ১৮

বলিপাড়া সূত্রে খবর, ‘প্রহার’ ছবির জন্য তিন বছর সেনাবাহিনীতে প্রশিক্ষণ নিয়েছিলেন নানা। সেনা থেকে তাঁকে ‘ক্যাপ্টেন’ পদমর্যাদা দেওয়া হয়। জেনেরাল বিজয়কুমার সিংহের সঙ্গে কাজ করেছিলেন নানা। ‘প্রহার’ ছবিতে বিজয়কুমারকেও অভিনয়ের সুযোগ দেন নানা।

১২ ১৮

শুধুমাত্র নিজের ছবির প্রয়োজনে যে সেনাবাহিনীতে নানা প্রশিক্ষণ নেননি তার প্রমাণ দিয়েছিলেন অভিনেতা। ছবির শুটিং শেষ হওয়ার পর নানা আবার সেনাবাহিনীতে যোগ দেন এবং কার্গিল যু্দ্ধের সময় দেশের সেবায় নিযুক্ত হন।

১৩ ১৮

বলিপাড়ার একাংশের অনুমান, দীর্ঘ সময় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন বলেই নানার হাবভাব গুরুগম্ভীর প্রকৃতির। নিয়মনিষ্ঠা মেনে চলার নেপথ্যকারণও একই বলে মনে করেন অনেকে।

১৪ ১৮

দেশ-বিদেশের বিভিন্ন রান্না করতে ভালবাসেন নানা। মাঝেমধ্যে বন্ধুবান্ধবদের নিজের হাতের রান্নাও খাওয়ান তিনি।

১৫ ১৮

নানার পুত্র মালহার পটেকরও অভিনয়জগতের সঙ্গে যুক্ত। কিন্তু নানা কখনও মালহারের কেরিয়ার তৈরিতে তাঁর প্রভাব খাটাননি। এক পুরনো সাক্ষাৎাকারে নানা বলেছিলেন, ‘‘আমি ওকে ইচ্ছে করেই কোনও সাহায্য করিনি। আমি চাই ও নিজের চেষ্টায় ইন্ডাস্ট্রিতে জায়গা তৈরি করুক।’’

১৬ ১৮

‘প্রহার’ ছবিতে একটি পার্শ্বচরিত্রে অভিনয় করেন নানা-পুত্র। তার পর রামগোপাল বর্মা পরিচালিত ‘দ্য অ্যাটাকস অফ ২৬/১১’ ছবিতে সহ-পরিচালনার কাজ করেন মালহার।

১৭ ১৮

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য লিটল গডফাদার’ ছবিতে অভিনয় করেন মালহার। নানার প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত তিনি। নানার দাবি, মালহার যদি অভিনয় করতে চান তা হলে নিজেই নিজের রাস্তা খুঁজে বার করবেন।

১৮ ১৮

বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজের সঙ্গেও যুক্ত নানা। কানাঘুষো শোনা যায়, তিনি নাকি চাষবাসও করেন। জমি থেকে যা উৎপাদন হয় তা বিক্রি করে সে টাকা অন্যান্য চাষিদের মধ্যে ভাগ করে দেন নানা।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement