Hera Pheri 3

কার্তিককে ছবি থেকে বাদ দিলেন অক্ষয়, কী এমন খেল দেখালেন বলিউডের ‘খিলাড়ি’?

অক্ষয়ের ছবি ‘হেরা ফেরি’র তৃতীয় পর্বেও অক্ষয়ের পরিবর্তে কার্তিক অভিনয় করবেন বলে কানাঘুষো শোনা যায়। বলিপাড়ার একাংশ দাবি করেছিল, অক্ষয়ের কাছ থেকে একাধিক সফল ছবির পরবর্তী পর্বে কাজের সুযোগ নিজের ঝুলিতে ভরছেন কার্তিক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৫
Share:
০১ ১৬

প্রতি বছর একাধিক ছবিতে অভিনয় করেন বলি অভিনেতা অক্ষয় কুমার। বলিউডের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন তিনি।

ছবি: সংগৃহীত।

০২ ১৬

প্রিয়দর্শনের পরিচালনায় ২০০৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ভুল ভুলাইয়া’। অক্ষয়ের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেন বিদ্যা বালন, সাইনি অহুজা, অমিশা পটেল, পরেশ রাওয়াল, রাজপাল যাদবের মতো একাধিক তারকা।

ছবি: সংগৃহীত।

Advertisement
০৩ ১৬

২০০৭ সালে ৩২ কোটি টাকা বাজেটের ছবি ‘ভুল ভুলাইয়া’ মুক্তির পর বক্স অফিসে ৮২ কোটি টাকার ব্যবসা করে। বলিপাড়ার একাংশের দাবি, এই ছবি অক্ষয়ের জন্যই হিট হয়।

ছবি: সংগৃহীত।

০৪ ১৬

কানাঘুষো শোনা যায়, ২০২২ সালে ‘ভুল ভুলাইয়া’ ছবির দ্বিতীয় পর্বে মুখ্যচরিত্রের জন্য প্রথমে অক্ষয়কেই পছন্দ করেছিলেন পরিচালক। কিন্তু অক্ষয়ের পরিবর্তে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় বলি অভিনেতা কার্তিক আরিয়ানকে।

ছবি: সংগৃহীত।

০৫ ১৬

ইতিমধ্যেই বলিপাড়ায় কৌতুকাভিনেতা হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছেন কার্তিক। অক্ষয়ের কেরিয়ারে মাইলফলক তৈরি করা ছবির সিকুয়েলে অভিনয় করে তিনি নজর কাড়েন।

ছবি: সংগৃহীত।

০৬ ১৬

অক্ষয়ের ছবি ‘হেরা ফেরি’র তৃতীয় পর্বেও অক্ষয়ের পরিবর্তে কার্তিক অভিনয় করবেন বলে কানাঘুষো শোনা যায়। বলিপাড়ার একাংশ দাবি করেছিল, অক্ষয়ের কাছ থেকে একাধিক সফল ছবির পরবর্তী পর্বে কাজের সুযোগ নিজের ঝুলিতে ভরেছেন কার্তিক।

ছবি: সংগৃহীত।

০৭ ১৬

২০০০ সালে প্রিয়দর্শনের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হেরা ফেরি’। অক্ষয়ের পাশাপাশি সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালের অভিনয়ের জন্য বলিউডে কমেডি ঘরানার ছবি হিসাবে এই সিনেমা আজও জনপ্রিয়।

ছবি: সংগৃহীত।

০৮ ১৬

‘হেরা ফেরি’ মুক্তির ছ’বছর পর নীরজ ভোরার পরিচালনায় মুক্তি পায় এই ছবির দ্বিতীয় পর্ব ‘ফির হেরা ফেরি’। পরিচালকের আসনে মুখ পরিবর্তন হলেও অক্ষয়, সুনীল এবং পরেশ এই ছবিতেও অভিনয় করেন।

ছবি: সংগৃহীত।

০৯ ১৬

‘হেরা ফেরি’ এবং ‘ফির হেরা ফেরি’ ছবি দু’টির প্রযোজনার দায়িত্বে ছিলেন ফিরোজ এ নাদিওয়াদওয়ালা। দু’টি ছবির সাফল্যের পর তৃতীয় পর্ব নিয়ে ভাবনাচিন্তা করছিলেন ফিরোজ।

ছবি: সংগৃহীত।

১০ ১৬

কানাঘুষো শোনা যায়, অক্ষয়ের পরিবর্তে কার্তিককে ‘হেরা ফেরি ৩’ ছবিতে মুখ্যচরিত্রের জন্য পছন্দ করেছেন ফিরোজ। কিন্তু কার্তিকের কাছ থেকে নিজের ছবি যেন ছিনিয়ে নিলেন বলিউডের ‘খিলাড়ি’।

ছবি: সংগৃহীত।

১১ ১৬

বলিপাড়া সূত্রে খবর, ফিরোজ নাকি অক্ষয়কেই প্রথমে ‘হেরা ফেরি ৩’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দিতে চেয়েছিলেন। কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে যান প্রযোজক।

ছবি: সংগৃহীত।

১২ ১৬

কানাঘুষো শোনা যায়, ছবিপ্রতি অক্ষয়ের পারিশ্রমিক এতটাই বেশি যে তা বাজেট পেরিয়ে গিয়েছিল। সে কারণেই নাকি অক্ষয়কে বাদ দেওয়ার কথা ভেবেছিলেন ফিরোজ।

ছবি: সংগৃহীত।

১৩ ১৬

বলিপাড়া সূত্রে খবর, ফিরোজের প্রযোজনায় ‘ওয়েলকাম’ ফিল্ম সিরিজ়ের তৃতীয় ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন অক্ষয়। এই সময়েই ফিরোজের সঙ্গে আলোচনা করে ‘হেরা ফেরি ৩’ ছবিতে অভিনয়ের কথা বলেছেন তিনি।

ছবি: সংগৃহীত।

১৪ ১৬

তা হলে কত পারিশ্রমিকে অভিনয় করতে রাজি হলেন অক্ষয়? কানাঘুষো শোনা যায়, ‘হেরা ফেরি ৩’ ছবিতে অভিনয়ের জন্য কোনও পারিশ্রমিক নিচ্ছেন না অক্ষয়।

ছবি: সংগৃহীত।

১৫ ১৬

বিনা পারিশ্রমিকে ‘হেরা ফেরি ৩’ ছবিতে অভিনয় করবেন অক্ষয়। তবে এই ছবি থেকে উপার্জনের উপায়ও বাতলে দিয়েছেন অভিনেতা নিজেই।

ছবি: সংগৃহীত।

১৬ ১৬

বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, মুক্তির পর বক্স অফিসে ব্যবসা করে ‘হেরা ফেরি ৩’ যা লাভ করবে সেই লভ্যাংশের কিছু পরিমাণ অক্ষয়কে দেওয়া হবে বলে ফিরোজের সঙ্গে চুক্তি করেন বলিউডের ‘খিলাড়ি’।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement