Bipin rawat

Madhulika Rawat: বিপিন-জায়া মধুলিকা মৃত দুর্ঘটনায়, স্বামী হারানো বীর-নারীদের বড় ভরসা ছিলেন

বিপিন রাওয়াতের সঙ্গে বিয়ের পর থেকেই নানা সমাজকল্যাণমূলক কাজে যুক্ত হন। একই সঙ্গে মানুষ করেন তাঁদের দুই কন্যাকে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২১ ১৮:৪৯
Share:
০১ ১১

দুর্ঘটনা প্রাণ কেড়ে নিয়েছে মধুলিকা রাওয়তের। ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়তের স্ত্রী হিসেবে তো বটেই, সমাজসেবী হিসেবেও তিনি ছিলেন খ্যাত।

০২ ১১

বরবার সেনা বাহিনীর শহিদদের বিধবা স্ত্রীদের জন্য কাজ করেছেন। সঙ্গে শহীদ সেনা কর্তা ও জওয়নাদের সন্তানের জন্যও কাজ করেন মধুলিকা।

Advertisement
০৩ ১১

স্বামী বিপিনের হেলিকপ্টারে সফরসঙ্গী হয়েছিলেন মধুলিকাও । বুধবার দুপুরে যে হেলিকপ্টার নীলগিরির জঙ্গলে ভেঙে পড়ে।

০৪ ১১

স্বামী সেনার সর্বাধিনায়ক হওয়ায় মধুলিকা ছিলেন ‘ডিফেন্স ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর সঙ্গে যুক্ত।

০৫ ১১

মধুলিকা রাওয়ত যুক্ত ছিলেন আরও একটি সংগঠনের সঙ্গে। সেটি ভারতের অন্যতম বড় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’।

০৬ ১১

মৃত জওয়ানদের স্ত্রী তথা বীর-নারী এবং সন্তানদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচিতে নিয়মিত দেখা যেত মধুলিকাকে।

০৭ ১১

মৃত জওয়ানদের স্ত্রীদের স্বাবলম্বী করে তুলতে এই সংগঠন বিউটিশিয়ান কোর্স চালায়। এ ছাড়াও কেক ও চকোলেট বানানো শেখানো হয়। সেই সব কাজে যুক্ত ছিলেন মধুলিকা।

০৮ ১১

মধুলিকার পরিচালনায় ওই সংগঠন সেনা পরিবারের স্বাস্থ্যে সচেতনতা বাড়াতেও নানা কর্মসূচি নেয়।

০৯ ১১

সেনা সূত্রে জানা গিয়েছে ক্যানসার রোগীদের জন্যও বিভিন্ন কাজে যুক্ত ছিলেন মধুলিকা।

১০ ১১

মধুলিকা লেখাপড়া করেন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে। তিনি মনস্তত্ত্ব বিষয়ে স্নাতক।

১১ ১১

বিপিন রাওয়াতের সঙ্গে বিয়ের পর থেকেই নানা সমাজকল্যাণমূলক কাজে যুক্ত হন। একই সঙ্গে মানুষ করেন তাঁদের দুই কন্যাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement