২০১২ সাল। ‘ইশকজাদে’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে অর্জুন কপূর এবং পরিণীতি চোপড়ার। এক দশকের মধ্যে পরিণীতি একের পর এক হিট ছবি দর্শক মহলকে উপহার দিয়ে গেলেও অর্জুনের কেরিয়ারের গ্রাফ সে রকম ভাবে উপরের দিকে ওঠেনি।
অভিনয়জগতে ১০ বছর পার করার পর তিনি মাত্র ১৭টি ছবিতে কাজ করেছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মোহিত সুরি পরিচালিত ‘এক ভিলেন রিটার্নস’ ছবিতে দেখা গিয়েছে অর্জুনকে। কিন্তু বক্স অফিসে সাড়া ফেলেনি ছবিটি।
তবে অভিনয়ের পাশাপাশি তিনি নিজের একটি ব্যবসাও শুরু করেছেন। একটি খাবার সরবরাহকারী সংস্থা খুলেছেন অর্জুন।
ভারতের বিভিন্ন শহরের প্রান্তে বাড়ির বানানো খাবার পৌঁছে দেওয়ার কাজ করে এই সংস্থা।
অতিমারির সময় ভারতের মোট ১০ হাজার মহিলা এই সংস্থার হয়ে কাজ পেয়েছেন।
বর্তমানে ভারতের সীমানা পেরিয়ে বিদেশেও পরিষেবা দিতে শুরু করেছে এই সংস্থা।
অর্জুন জানিয়েছেন, এ বার আরব আমিরশাহিতেও পরিষেবা দেবে তাঁদের সংস্থা।
এই প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, আরব আমিরশাহির বিভিন্ন অঞ্চলে দিনের পর দিন ভারতীয়দের সংখ্যা বেড়ে চলেছে।
তাঁর দাবি, সেখানে কোনও কোনও রেস্তরাঁয় ভারতীয় খাবার পাওয়া গেলেও ঘরোয়া খাবারের স্বাদ মেলে না।
সেই কারণে নিজের ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে আরব আমিরশাহিকেই বেছে নিয়েছেন অভিনেতা।
‘‘এই ব্যবসাকে কী ভাবে আরও বাড়ানো যায় তার জন্য সংস্থার সকলে পরিকল্পনা করছি। এতে সংস্থার সঙ্গে যুক্ত ভারতীয় রাঁধুনিরা তাঁদের প্রতিভা দেখানোরও সুযোগ পাবেন’’, বলেছেন অভিনেতা।
তবে এই সংস্থার প্রতিষ্ঠাতা অর্জুন একা নন। তাঁর সঙ্গে রয়েছেন বেদান্ত কোনুই এবং শমীত খেমকা।
অর্জুন কি তবে বলিউড ছেড়ে এ বার পুরোপুরি ব্যবসা নিয়ে থাকবেন? ব্যবসার কাজে অভিনেতা যে ভাবে মনোনিবেশ করছেন, তা দেখে বলিপাড়ার অধিকাংশের মনে এই প্রশ্ন জেগেছে।