২০১৬ সালে মুক্তি পাওয়া ‘ফ্যান’ ছবির গল্প মনে পড়ে? প্রিয় অভিনেতার এক অন্ধ ভক্ত কী ভাবে প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে। কিন্তু সিনেমার পর্দা ছেড়ে বাস্তবের দুনিয়ায় গল্পটি যেন একদম বিপরীত। বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের অনুরাগীর সংখ্যা প্রচুর। অভিনেতার প্রতি ভক্তি এবং ভালবাসা সাফল্য ডেকে এনেছে বিকল্প মেহতার জীবনে।
অক্ষয়ের অভিনয় দেখে বিকল্প এতটাই মোহিত হয়ে গিয়েছিলেন যে ধীরে ধীরে অভিনেতার মতো আদবকায়দা, কথা বলার ধরন হুবহু নকল করতে শুরু করে দেন তিনি। অক্ষয়কে নকল করেই নিজের কেরিয়ার গড়ে তুলছেন বিকল্প।
রাজস্থান থেকে মুম্বইয়ের যাত্রা অবশ্য খুব সহজে পার করতে পারেননি বিকল্প। ১৯৮৯ সালে রাজস্থানের পালির এক জৈন পরিবারে জন্ম তাঁর। বিকল্পের বাবা ছিলেন সরকারি কর্মচারী। বাবা-মা দু’জনের প্রিয় হলেও মায়ের সঙ্গেই বেশি সখ্য ছিল বিকল্পের।
রাজস্থানে স্কুলের গণ্ডি পার করে কলেজের পড়াশোনার জন্য হরিয়ানা পাড়ি দেন বিকল্প। বাণিজ্যে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন তিনি।
বাণিজ্য নিয়ে পড়াশোনা করেই থেমে থাকেননি বিকল্প। ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে ডিপ্লোমাও করেছেন তিনি। পড়াশোনার পাশাপাশি সিনেমা দেখতেও ভালবাসেন। তবে, বলিউডের অভিনেতাদের মধ্যে পছন্দের তালিকায় সবার উপরে রেখেছিলেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারকে।
বিকল্প এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার জীবনের অনুপ্রেরণা অক্ষয় কুমার। আমি এত দিন যা কিছু অর্জন করেছি, আমার জীবন যতটুকু সফল হয়েছে, তাঁর মূল কারণ তিনিই।’’
পড়াশোনা শেষ করার পর রাজস্থানে ফিরে যান বিকল্প। সেখানেই নকল শিল্পী (মিমিক্রি আর্টিস্ট) হিসাবে কাজ করতে শুরু করেন তিনি। তাঁর চালচলন দেখে অনেকেই তাঁকে অক্ষয় কুমারের ‘নকল’ বলতে শুরু করেন।
বিয়ের অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থার তরফে অনুষ্ঠানের আয়োজন করা হলে সেখানে সঞ্চালক হিসাবেও কাজ করেন বিকল্প। মিমিক্রি শিল্পী হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।
বিকল্পের বাবা জানিয়েছেন, তাঁর পুত্র ছোটবেলা থেকেই প্রতিভাবান। জীবনে কী করতে চায়, সে বিষয়ে স্পষ্ট ধারণা রয়েছে বিকল্পের।
‘ইন্ডিয়া’জ গট ট্যালেন্ট’, ‘কমেডি নাইটস উইথ কপিল’, ‘কমেডি সার্কাস’-এর মতো বহু জনপ্রিয় কমেডি রিয়্যালিটি শোতে তাঁকে কৌতুকশিল্পী হিসাবে দেখা গিয়েছে।
সচিন মোহিতের প্রযোজনায় ‘লাইফ কা রিচার্জ’ নামে কৌতুকরসে ভরা একটি শোয়ের সঞ্চালক ছিলেন বিকল্প। বর্তমানে বলিপাড়ার জনপ্রিয় তারকাদের সঙ্গে দেখা যায় তাঁকে।
সম্প্রতি জি নিউজ়কে দেওয়া একটি সাক্ষাৎকারে বিকল্প বলেন, ‘‘অক্ষয় কুমারকে দেখার জন্য আমি রাজস্থান থেকে মুম্বই এসেছিলাম। অভিনেতার সঙ্গে একটি ছবি তুলব বলে আমি সারা দিন মেহবুব স্টুডিয়োর বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম।’’
বিকল্পের অনুরাগী সংখ্যাও কম নয়। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে তাঁর অনুরাগী সংখ্যা ৫ লক্ষের গণ্ডি পার করেছে।
ইউটিউবেও নিজের নামে একটি চ্যানেল খুলেছেন বিকল্প। সেই চ্যানেলে কখনও মিউজ়িক ভিডিয়ো পোস্ট করেন কখনও বা হুবহু অক্ষয়কে নকল করে নাচতে দেখা যায় তাঁকে। এখনও পর্যন্ত ইউ়টিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ৯ লক্ষেরও বেশি।