Nysa Devgan

নৈশপার্টি করেন, বিতর্কে জড়ান পোশাক নিয়েও, স্কুল থেকে বার করে দেওয়া হয়েছিল কাজল-কন্যাকে!

কিন্তু একটা লম্বা সময় তিনি নিজের স্কুলজীবন কাটিয়েছেন সিঙ্গাপুরে। যে স্কুলে পড়তেন, সেখান থেকে নাকি বহিষ্কৃত করা হয় কাজল-কন্যাকে!

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৫
Share:
০১ ১৪

বলিউডের ‘সিংঘম’ তিনি। আর তাঁর স্ত্রী ‘সিমরন’। অজয় দেবগন এবং কাজল। দু’জনেই তারকা। তাঁদের অগুনতি ভক্ত। তবে কেবল তাঁরাই নন। দেবগন পরিবারের আরও এক জন সদস্যের জনপ্রিয়তা বেড়েই চলেছে।

০২ ১৪

অজয় দেবগন ও কাজল ছাড়াও তাঁদের পরিবারে আর এক জন রয়েছেন, সমাজমাধ্যমে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে যাঁর ভক্তদের সংখ্যা।

Advertisement
০৩ ১৪

যদিও বলিউডে এখনও তাঁর অভিষেক হয়নি। তিনি অজয় ও কাজলের কন্যা নিসা দেবগন।

০৪ ১৪

পার্টি করতে ভালবাসেন নিসা। বিভিন্ন সময় পার্টি থেকে টলমল পায়ে বেরোতে দেখা গিয়েছে তাঁকে।

০৫ ১৪

কখনও আবার পোশাকের কারণে বিতর্কে জড়িয়েছেন এই তারকা-কন্যা। পরিচিতি যেমন হয়েছে, তেমনই এই পরিচিতির কারণে বিড়ম্বনাও পোহাতে হয় নিসাকে।

০৬ ১৪

এ বার এক অন্য ঝামেলার কথা শোনা গেল নিসাকে নিয়ে। তরুণী নিসা এই মুহূর্তে পড়াশোনা করছেন সুইৎজ়ারল্যান্ডে।

০৭ ১৪

কিন্তু একটা লম্বা সময় তিনি স্কুলজীবন কাটিয়েছেন সিঙ্গাপুরে। যে স্কুলে পড়তেন, সেখান থেকে নাকি বহিষ্কৃত হন কাজল-কন্যা!

০৮ ১৪

অজয়-কাজল কন্যা ভবিষ্যতে পেশা হিসাবে অভিনয়কেই বাছবেন কি না, তা এখনও খোলসা করেননি।

০৯ ১৪

তবে এই মুহূর্তে জীবনকে উপভোগ করাই একমাত্র লক্ষ্য নিসার। সে বার জীবন উপভোগ করতে গিয়েই কি বিড়ম্বনায় পড়েছিলেন?

১০ ১৪

ছোট থেকে নিসা পড়াশোনা করেছেন সিঙ্গাপুরের একটি স্কুলে। কিন্তু স্কুলজীবন শেষ করেন মুম্বইয়ের ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুল থেকে।

১১ ১৪

স্বাভাবিক ভাবেই খটকা লাগে অনেকের। যদিও শাহরুখ খানের ছেলেমেয়ে থেকে করিনার কপূরের দুই ছেলে, সকলেই এই স্কুলের ছাত্র-ছাত্রী।

১২ ১৪

তবে নিসার ক্ষেত্রে ব্যাপারটা অন্য রকম। মায়ানগরীর কানাঘুষো, কাজল-কন্যাকে নাকি বার করে দেওয়া হয়েছিল স্কুল থেকে।

১৩ ১৪

সেই কারণে মুম্বইতে ফিরে শেষ করেন স্কুলজীবন। যদিও সত্যিটা কী, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

১৪ ১৪

তবে বর্তমানে সুইৎজ়ারল্যান্ডের গিলন ইনস্টিটিউট থেকে হসপিট্যালিটি নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন নিসা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement