Monica Dogra pansexuality

Monica Dogra: বিয়ের পর সহ-অভিনেত্রীর প্রেমে, গানেও বহুকামিতা প্রচার করেন এই বলি তারকা

অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী মণিকা ডোগরা এই প্রথম তাঁর ব্যক্তিগত সম্পর্ক এবং লিঙ্গভিত্তিক পরিচয় নিয়ে সরব হলেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ১৬:৩১
Share:
০১ ১৫

ছবি বা ওয়েব সিরিজে বলি তারকারা অনেক সময় এমন সাহসী চরিত্রে অভিনয় করে থাকেন, যা ভারতীয় দর্শকদের সামনে অন্য নজির নিয়ে আসে। এমন এক নজির হলেন মণিকা ডোগরা।

০২ ১৫

২০২১ সালে ওটিটি মঞ্চে ‘দ্য ম্যারেড ওম্যান’ ওয়েব সিরিজের মাধ্যমে মণিকা চর্চায় এলেও অভিনেত্রীকে এর আগে বহু সিনেমায় কাজ করতে দেখা গিয়েছে।

Advertisement
০৩ ১৫

কিরণ রাও পরিচালিত ‘ধোবি ঘাট’ অথবা ‘ডেভিড’, ‘রক অন’-এর মতো জনপ্রিয় ছবিতেও অভিনয় করেছেন মণিকা।

০৪ ১৫

শুধু মাত্র অভিনয়ই নয়, সঙ্গীত জগতের সঙ্গেও যুক্ত রয়েছেন এই অভিনেত্রী। ইংরেজি গানের বেশ কিছু অ্যালবামও বের করেছেন তিনি।

০৫ ১৫

হিন্দি ছবিতেও একটি গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন মণিকা। ইমরান খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ব্রেক কে বাদ’ ছবিতে ‘দুরিয়াঁ’ গানটি গেয়েছিলেন তিনি।

০৬ ১৫

দীর্ঘ দিন ধরে বলিউডের সঙ্গে যুক্ত থাকলেও তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কোনও দিন মুখ খোলেননি। তিনি যে এক কালে বিবাহিত ছিলেন, সেই প্রসঙ্গেও নীরব ছিলেন অভিনেত্রী।

০৭ ১৫

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর সংসার জীবন থেকে শুরু করে সম্পর্কের রসায়ন এবং সেই সংক্রান্ত অন্যান্য অজানা তথ্য ভাগ করে নিয়েছেন।

০৮ ১৫

আমেরিকার মেরিল্যান্ডে জন্মের পর তাঁর স্কুল ও কলেজজীবনের পুরোটাই ওখানেই কেটেছে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে মিউজিক্যাল থিয়েটার নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন মণিকা।

০৯ ১৫

সঙ্গীতের সঙ্গে তাঁর মেলবন্ধনও বহু দিনের। গান ও অভিনয়— দুই জগতের মধ্যেই স্বচ্ছন্দে বিচরণ করেন অভিনেত্রী। তবে, সমস্যা দেখা যায় অন্য জায়গায়।

১০ ১৫

তাঁরই এক সহ-অভিনেত্রীর প্রেমে পড়েন মণিকা। অভিনয়-সূত্রেই তাঁদের আলাপ। তবে, একই সঙ্গে এক জন পুরুষ এবং এক জন মহিলাকে কী করে ভালবাসতে পারেন তিনি?

১১ ১৫

এই নিয়ে ধন্দে থাকাকালীন তিনি বুঝতে পারেন, শুধু পুরুষ অথবা মহিলা নন, রূপান্তরকামীদের প্রতিও আকৃষ্ট হয়ে পড়েন তিনি।

১২ ১৫

এই বিষয়ে তাঁর স্বামীকে জানাতেও প্রথমে দ্বিধা বোধ করছিলেন মণিকা। কিন্তু তাঁর এই দোলাচল বাড়তেই থাকে। পরে তাঁর স্বামীকে তিনি এই ব্যাপারে সব কথা জানান।

১৩ ১৫

মণিকা সেই সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি ভাগ্যবতী যে এমন একজনকে নিজের জীবনসঙ্গী হিসাবে পেয়েছিলেন, যিনি সম্পূর্ণ মুক্তচিন্তার মানুষ।

১৪ ১৫

বর্তমানে, তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে গেলেও তিনি এখনও নিজেকে পুরোপুরি ভাবে গুছিয়ে তুলতে পারেননি। বহুকামী (প্যানসেক্সুয়াল) হিসাবে নিজের পরিচয় দিলেও মণিকা এখনও নিশ্চিত নন যে, অন্য কারও প্রতি তিনি আকৃষ্ট হলে তাঁর অনুভূতি এক জন পুরুষের মতো , নাকি তা একজন নারীর।

১৫ ১৫

তাই তিনি শিল্পের মাধ্যমেই তাঁর মানসিক অবস্থা ফুটিয়ে তোলার চেষ্টা করেন। অভিনয় করার সময় তিনি এমনই চরিত্র বেছে নেন, যার সঙ্গে তাঁর জীবনেরও মিল রয়েছে। এমনকি, মণিকার অ্যালবামের গান শুনলেও তাঁর মধ্যে চলতে থাকা মানসিক দোলাচল নজরে পড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement