প্রতীকী চিত্র
১) বেসিক অ্যাকাউন্ট কাকে বলে?
যে অ্যাকাউন্ট চালু রাখতে কোনও টাকা গচ্ছিত (মিনিমাম ব্যালান্স) রাখতে হয় না তাকেই বেসিক অ্যাকাউন্ট বলে। এই অ্যাকাউন্টে কিন্তু শর্ত সাপেক্ষে সেভিংস অ্যাকাউন্টের সব সুবিধাই পাওয়া যায়।
২) আমি কি একাধিক বেসিক অ্যাকাউন্ট খুলতে পারি?
না। একটি ব্যাঙ্কে একটি বেসিক অ্যাকাউন্টই খুলতে পারেন আপনি।
৩) এই অ্যাকাউন্ট খুললে কি অন্য ধরনের অ্যাকাউন্ট খোলা যায় না?
আপনি অন্য কোনও সেভিংস অ্যাকাউন্ট ওই ব্যাঙ্কে খুলতে পারবেন না। তবে রেকারিং ও ফিক্সড ডিপোজিট খোলায় কোনও বাধা নেই। আপনার যদি অন্য কোনও সেভিংস অ্যাকাউন্ট ওই ব্যাঙ্কে থেকে থাকে, তাহলে বেসিক অ্যাকাউন্ট খোলার ৩০ দিনের মধ্যে অন্যটি বন্ধ করে দিতে হবে। বেসিক অ্যাকাউন্ট খোলার পরে আপনি যদি অন্য সেভিংস অ্যাকাউন্ট খোলেন একই ব্যাঙ্কে তাহলে বেসিক অ্যাকাউন্টটি বন্ধ করতে হবে নতুন অ্যাকাউন্ট খোলার ৩০ দিনের মধ্যে।
৪) লেনদেনের উপর কোনও শর্ত আছে কি?
হ্যাঁ। মাসে চার বারের বেশি এই জাতীয় অ্যাকাউন্ট থেকে টাকা নগদে তুলতে পারবেন না। কিন্তু সাধারণ ব্যাঙ্কিং-এর সব সুবিধা আপনি পাবেন। চেক জমা দিতে পারবেন, এটিএম/ ডেবিট কার্ডের সুবিধাও রয়েছে আপনার জন্য।
৫) এই অ্যাকাউন্ট কি শুধু বিশেষ আর্থিক শ্রেণির মানুষের জন্যই?
না। এই অ্যাকাউন্ট যে কেউই খুলতে পারেন। আয়ের উপর এই অ্যাকাউন্ট খোলার অধিকার নির্ভর করে না।
৬) KYC-র নিয়মও কি অন্য অ্যাকাউন্টের মতোই?
হ্যাঁ।
৭) লেনদেনের জন্য কি টাকা কাটবে ব্যাঙ্ক?
না। এই অ্যাকাউন্টে আপনাকে লেনদেনের বা কোনও সুবিধার জন্যই টাকা কাটা হবে না। তবে মাসে চার বারের বেশি টাকা তুললে পঞ্চম বারের থেকে টাকা কাটা হবে কিনা তা সংশ্লিষ্ট ব্যাঙ্ক নির্ধারণ করবে।
৮) আমার কাছে সরকারের কাছ থেকে পাওয়া সচিত্র পরিচয়পত্র নেই। আমি কি অ্যাকাউন্ট খুলতে পারব?
হ্যাঁ। কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে লেনদেনের উপর বিধি-নিষেধ থাকবে বেশি। ছবির সঙ্গে সই/টিপ সই দিয়ে খোলা অ্যাকাউন্টকে বলে সিমপ্লিফায়েড বেসিক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে বছরে ১ লক্ষ টাকার বেশি লেনদেন করা যায় না, ৫০ হাজার টাকার বেশি অ্যাকাউন্টে কখনই রাখা যায় না, এবং মাসে ১০ হাজার টাকার বেশি লেনদেন করা যায় না।
৯) তাহলে কি আমার কোনও দিনই সচিত্র পরিচয়পত্র লাগবে না?
লাগবে। এই অ্যাকাউন্ট আপনি ১২ মাস চালু রাখতে পারবেন। শর্তসাপেক্ষে এই সময়সীমা আরও ১২ মাস বাড়ানো যেতে পারে। তার মধ্যে আপনাকে কিন্তু সরকারি পরিচয়পত্রের ব্যবস্থা করতে হবে। না হলে এই অ্যাকাউন্ট চালু রাখতে পারবেন না।
১০) সব ব্রাঞ্চেই কি এই সিমপ্লিফায়েড অ্যাকাউন্ট খোলা যায়?
না। আপনাকে সেই ব্রাঞ্চে যেতে হবে, যেখানে আপনি শর্ত কতখানি মানছেন তার উপর নজরদারি চালানোর ব্যবস্থা আছে।