New Pension Scheme

চাকরি না করেও পাবেন পেনশন! কী ভাবে সম্ভব?

২০১৫ সালে এই স্কিমটি চালু করে কেন্দ্র। মূলত বেসরকারি সংস্থার কর্মীদের কথা মাথায় রেখেই এটি চালু করা হয়। তবে দেশের প্রত্যেক নাগরিকই এই স্কিমের জন্য আবেদন করতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৪ ১৩:১৩
Share:

প্রতীকী ছবি

উপার্জন বৃদ্ধির লক্ষ্যে আট থেকে আশি সকলেই ভাল থেকে আরও ভাল চাকরির খোঁজ করেন। অনেকেই আবার অবসরের কথা ভেবে আগে থেকেই সেভিংসের পরিকল্পনা করে রাখেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই এই প্ল্যানিং শুরু করা অত্যন্ত জরুরি। তবেই অবসরের পর নিশ্চিন্ত জীবন কাটাতে পারবেন। সরকারি চাকরি হলে পেনশন পাবেন। কিন্তু বেসরকারি চাকরির ক্ষেত্রে পেনশন থাকে না। তবে চিন্তা নেই। কেন্দ্রীয় সরকারের এমন একটি স্কিম রয়েছে, যা থেকে সবাই পেনশনের তালিকাভুক্ত হতে পারেন।

Advertisement

সরকারি চাকরি না করেও কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনার মাধ্যমে পেনশন গ্রাহক হয়ে ওঠা যায়। ইতিমধ্যেই স্কিমের গ্রাহক সংখ্যা ২৮ লক্ষ ছাড়িয়েছে। এই স্কিমে বিনিয়োগ করলে মাসে ৫ হাজার থেকে শুরু করে ৬০ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন আপনিও।

কী এই অটল পেনশন যোজনা স্কিম?

Advertisement

২০১৫ সালে এই স্কিমটি চালু করে কেন্দ্র। মূলত বেসরকারি সংস্থার কর্মীদের কথা মাথায় রেখেই এটি চালু করা হয়। তবে দেশের প্রত্যেক নাগরিকই এই স্কিমের জন্য আবেদন করতে পারেন। স্কিমে টাকা জমা করতে পারলে ৬০ বছর বয়সের পরে আপনারও পেনশন নিশ্চিত। এ ছাড়াও এই স্কিমে বিনিয়োগ করলে দেড় লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ও পাওয়া যায়।

অটল পেনশন যোজনার শর্ত কী কী?

অটল পেনশন যোজনার সুবিধা পেতে গেলে সবার প্রথমে ভারতীয় নাগরিক হতে হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই কোনও অসংগঠিত কর্মক্ষেত্রের কর্মচারী হতে হবে।

বয়স অবশ্যই ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

ন্যূনতম ২০ বছরের জন্য পেনশন যোজনায় টাকা জমা রাখতে হবে। ব্যক্তি যেন আয়কর প্রদানকারী না হন।

আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করানো হয়েছে, এমন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।

আধার কার্ড,প্যান কার্ড-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র থাকতে হবে।

অটল পেনশন যোজনার সুবিধা

প্রথমত এই পেনশন যোজনায় এক জন ব্যক্তি প্রতি মাসে সর্বনিম্ন ৪২ টাকা এবং সর্বোচ্চ ১৪৫৪ টাকা করে জমা করতে পারবেন।

যোজনার সময়সীমা পূরণ হওয়ার আগেই যদি গ্রাহকের মৃত্যু হয়, তা হলে গ্রাহকের পরিবার টাকা ফেরত পাবেন।

অটল পেনশন যোজনার মাধ্যমে প্রতি মাসে তিনি কত টাকা করে পেনশন পেতে চান, সেটা গ্রাহককে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়।

এই যোজনার মাধ্যমে এক জন ব্যক্তি প্রতি মাসে সর্বনিম্ন এক হাজার এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পেনশন পেতে পারেন।

অটল পেনশন যোজনার আমানতকারীরা আয়কর ধারা ৮০সিসিডি (১) এর অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত এবং ধারা ৮০সিসিডি (১বি) এর অধীনে ৫০ হাজার টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাবেন।

অটল পেনশন যোজনার ক্ষেত্রে কী কী বাধ্যতামূলক?

১৮ বছর থেকে ৪০ বছর বয়সী যে কেউ এই স্কিমে আবেদন করতে পারেন। তবে গ্রাহক হতে গেলে থাকতে হবে সেভিংস অ্যাকাউন্ট, আধার কার্ড, মোবাইল নম্বর।

১৮ বছর বয়স থেকেই আপনি এই পেনশনের জন্য বিনিয়োগ করতে পারেন। ব্যাঙ্ক বা পোস্ট অফিস, যেখানে আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে, সেখানেই এই স্কিমের জন্য আবেদন করা যায়। স্কিম ম্যাচিওর হয়ে গেলে ওই সেভিংস অ্যাকাউন্টেই টাকা এসে জমা পড়বে।

এই প্রতিবেদনটি ‘টাকা টক্‌’ ফিচারের অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement