দাঁতের চিকিৎসার বিমা কিনে তার টাকা পাবেন কী ভাবে? প্রায় সব বিমা সংস্থারই এ ব্যাপারে নিয়ম একই। কারণ বিমার টাকা দাবি করার পদ্ধতি এবং তা মেটানোর নিয়ম বিমা নিয়ন্ত্রক সংস্থা নির্দিষ্ট করে দেয়। তাই দেখে নিন কী ভাবে চিকিৎসা করিয়ে তার খরচ বিমা সংস্থায় জমা দিয়ে টাকা পেতে পারেন।
যদি সংশ্লিষ্ট বিমা সংস্থায় নথিভুক্ত হাসপাতাল হয়:
- হাসপাতালে ভর্তি হওয়ার অন্তত ৪৮ ঘন্টা আগে বিমা সংস্থায় ইমেল করে সব জানান।
- বিমা সংস্থা তার পর সংশ্লিষ্ট হাসপাতালে যোগাযোগ করে আপনার চিকিৎসা পরিকল্পনা সংক্রান্ত তথ্য খতিয়ে দেখবে।
- হাসপাতালে ভর্তি হওয়ার সময় বিমা সংস্থা যে আপনার চিকৎসার খরচ বিমার অধীনে তা মেনে নিয়েছে সে সংক্রান্ত মেল এবং আপনার হেল্থ কার্ডের ফটোকপি জমা দিন।
- এর পরেই বিমা সংস্থা আপনার চিকিৎসার খরচ সরাসরি হাসপাতালকে দিয়ে দেবে। তবে অনেক বিমা সংস্থা কিন্তু এই কাজটা তাদের এজেন্টদের উপরও ছেড়ে দিয়ে থাকে। তাই জেনে নেবেন কাকে জানাতে হবে।
ইমারজেন্সি বা হঠাৎ চিকিৎসার প্রয়োজন হলে:
- হাসপাতালে ভর্তি হওয়ার সময় আপনার বিমার কাগজ এবং সংশ্লিষ্ট কাগজের কপি জমা দিন এবং বিমা সংস্থাকে জানানোর ব্যবস্থা করুন।
- টিপিএ বা থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটরকেও পলিসি নম্বর পাঠান।
- চিকিৎসার চলাকালীন এবং শেষে আপনার চিকিৎসার খরচ নিয়ে নিশ্চিন্ত হয়েই বিমা সংস্থা টাকা মেটাবে তাই সব সময় আত্মীয় পরিজনকে বলে রাখুন হাসপাতালে একটু তদ্বির করতে। অনেক সময়েই হাসপাতাল থেকে কাগজপত্র পাঠাতে দেরি হয়ে যায় অথবা বিমা সংস্থার দিক থেকেও গড়িমসি করার ঘটনা কম নেই।
চেম্বারে চিকিৎসা:
- দাঁতের চিকিৎসা করিয়ে বিল নিন এবং টাকা চুকিয় দিন।
- দেখে নিন যে চিকিৎসা আপনি করিয়েছেন তা বিমার শর্ত মানছে কিনা।
- ক্লেম ফর্ম ভর্তি করুন। সংশ্লিষ্ট ডাক্তারের সই লাগতে পারে। এবং তাঁর সঙ্গে যোগাযোগের উপায়ও জানাতে হতে পারে।
- আপনার পাঠানো তথ্য যাচাই করে নিশ্চিত হয়েই কিন্তু বিমা সংস্থা আপনার দাবি মেটাবে।
বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।