গায়ত্রীর অষ্টোত্তর সহস্রনাম

অবাঙ্মনসগোচরা, অচিন্ত্যরূপা, ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের নিয়ন্ত্রী, অমৃতসাগরমধ্যস্থা, অজিতা, অপরাজিতা, অণিমাদিগুণাধারা, অর্কমণ্ডলসংস্থিতা, অজরা, অপরা, অধর্মা, অক্ষসূত্রধরা, অধরা, অকারাদিক্ষকারান্তা, অরিষড়বর্গভেদিনী, অঞ্জনাদ্রিপ্রতীকাশা, অঞ্জনাদ্রিনিবাসিনী, অদিতি, অজপা, অবিদ্যা, অরবিন্দনিভেক্ষণা, অন্তর্বহিঃস্থিতা, অবিদ্যাধ্বংসিনী, অন্তরাত্মিকা, অজা, অজমুখবাসা, অরবিন্দনিভাননা, অর্ধমাত্রা, অর্থদানজ্ঞা, অরিমণ্ডলমর্দিনী, অসুরঘ্নী, অমাবস্যা, অলক্ষ্মীঘ্নী, অন্ত্যজার্চিতা

Advertisement
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৫ ০০:০৩
Share:

• অবাঙ্মনসগোচরা, অচিন্ত্যরূপা, ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের নিয়ন্ত্রী, অমৃতসাগরমধ্যস্থা, অজিতা, অপরাজিতা, অণিমাদিগুণাধারা, অর্কমণ্ডলসংস্থিতা, অজরা, অপরা, অধর্মা, অক্ষসূত্রধরা, অধরা, অকারাদিক্ষকারান্তা, অরিষড়বর্গভেদিনী, অঞ্জনাদ্রিপ্রতীকাশা, অঞ্জনাদ্রিনিবাসিনী, অদিতি, অজপা, অবিদ্যা, অরবিন্দনিভেক্ষণা, অন্তর্বহিঃস্থিতা, অবিদ্যাধ্বংসিনী, অন্তরাত্মিকা, অজা, অজমুখবাসা, অরবিন্দনিভাননা, অর্ধমাত্রা, অর্থদানজ্ঞা, অরিমণ্ডলমর্দিনী, অসুরঘ্নী, অমাবস্যা, অলক্ষ্মীঘ্নী, অন্ত্যজার্চিতা

• আদিলক্ষ্মী, আদিশক্তি, আকৃতি, আয়তাননা, আদিত্যপরিসেবিতা, আচার্যা, আবর্তনা, আচারা, আদিমূর্তিনিবাসিনী, আমরী, আদ্যা, আরাধ্যা, আসনস্থিতা, আধারনিলয়া, আধারা, আকাশান্তনিবাসিনী, আদিত্যমণ্ডলগতা, আন্তরধ্বান্তনাশিনী

• ইন্দিরা, ইষ্টদা, ইষ্টা, ইন্দীবরনিভেক্ষণা, ইরাবতী, ইন্দ্রপদা, ইন্দ্রাণী, ইন্দুরূপিণী, ইক্ষুকোদণ্ডসংযুক্তা, ইযুসন্ধানকারিণী, ইন্দ্রনীলসমাকারা, ইড়াপিঙ্গলরূপিণী, ইন্দ্রাক্ষী, ঈশ্বরী, দেবী, ঈহাত্রয়বিবর্জিতা

• উমা, উষা, উড়ুনিভা, উর্বারুকলাননা, উড়ুপ্রভা, উড়ুমতী, উড়ুলা, উড়ুমধ্যগা

• ঊর্ধ্বকেশী, ঊর্ধ্বাধোগতিভেদিনী, ঊর্ধ্ববায়ুপ্রিয়া, ঊর্মিমালা

• বাগ-গ্রন্থদায়িনী, ঋতা, ঋষি, ঋতুমতী, ঋষিদেবনমস্কৃতা, ঋগ্বেদা, ঋণহন্ত্রী, ঋষিমণ্ডলচারিণী, ঋদ্ধিদা, ঋজুমার্গস্থা, ঋজুধর্মা, ঋতুপ্রদা, ঋগ্বেদনিলয়া, ঋজ্বী,

Advertisement

• লুপ্তধর্মপ্রবর্তিনী, লূতারিবরসম্ভূতা, লূতাদিবিষহারিণী,

Advertisement

• একাক্ষরা, একমাত্রা, একা, একৈকনিষ্ঠিতা, ঐন্দ্রী, ঐরাবতারূঢ়া, ঐহিকামুষ্মিকপ্রদা

• ওঙ্কারা, ঔষধি, ওভা, ওতপ্রোতনিবাসিনী, ঔর্বা, ঔষধসম্পন্না, ঔপাসনফলপ্রদা, অণ্ড-মধ্যস্থিতা, অঃ-কারমনুরূপিণী,

• কাত্যায়নী, কালরাত্রি, কামাক্ষী, কামসুন্দরী, কমলা, কামিনী, কান্তা, কামদা, কামকণ্ঠিনী, করিকুম্ভস্তনভরা, করবীরসুবাসিনী, কল্যাণী, কুণ্ডলবতী, কুরুক্ষেত্রনিবাসিনী, কুরুবিন্দদলাকারা, কুণ্ডলী, কুমুদালয়া, কালজিহ্বা, করালাস্যা, কালিকা, কালরূপিণী, কমনীয়গুণা, কান্তি, কলাধারা, কুমুদ্বতী, কৌশিকী, কমলাকারা, কামচার-প্রভঞ্জিনী, কৌমারি, করুণাপাঙ্গী, ককুবন্ডা, করিপ্রিয়া, কেশরী, কেশবনুতা, কদম্বকুসুমপ্রিয়া, কালিন্দী, কালিকা, কাঞ্চী, কলাসোদ্ভবসংস্তুতা, কামমাতা, ক্রতুমতী, কামরূপা, কৃপাবতী, কুমারী, কুণ্ডনিলয়া, কিরাতী, কীরবাহনা, কৈকেয়ী, কোকিলালাপা, কেতকীকুসুমপ্রিয়া, কমণ্ডলুধরা, কালী, কর্মনির্মূলকারিণী, কলহংসগতি, কক্ষা, কৃতকৌতুকমঙ্গলা, কস্তুরীতিলকা, কম্রা, করীন্দ্রগমনা, কুহু, কর্পূরলেপনা, কৃষ্ণা, কপিলা, কুহুরাশ্রয়া, কূটস্থা, কুধরা, কুম্রা, কুক্ষিস্থাখিলবিষ্টপা

• খড়্গাখেটকরা, খর্বা, খেচরী, খগবাহিনী, খট্বাঙ্গধারিণী, খ্যাতা, খগরাজোপরিস্থিতা, খলঘ্নি, খঞ্জিতজরা, খড়াখ্যানপ্রদায়িনী, খণ্ডেন্দুতিলকা

• গঙ্গা, গণেশগুরুপূজিতা, গায়ত্রী, গোমতী, গীতা, গান্ধারী, গানলোলুপা, গোমতী, গামিনী, গোধা, গন্ধর্বাপ্সরোসেবিতা, গোবিন্দচরণাক্রান্তা, গুণ ত্রয় বিভাবিতা, গান্ধর্বী, গহ্বরী, গোত্রা, গিরীশা, গহনা, গমী, গুহাবাসা, গুণবতী, গুরুপাপপ্রণাশিনী, গুর্বী, গুণবতী, গুহ্যা, গোপ্তব্যা, গুণদায়িনী, গিরিজা, গুহ্যমাতঙ্গী, গরুড়ধ্বজবল্লভা, গর্বাপহারিণী, গোদা, গোকুলস্থা, গদাধরা, গোকর্ণনিলয়াসক্তা, গুহ্যমণ্ডলবর্তিনী

• ঘর্মদা, ঘনদা, ঘণ্টা, ঘোরদানবমর্দিনী, ঘৃণীমন্ত্রময়ী, ঘোষা, ঘনসম্পাতদায়িনী, ঘণ্টারবপ্রিয়া, ঘ্রাণা, ঘৃণী, সন্তুষ্টিকারিণী, ঘণারিমণ্ডলা, ঘূর্ণা, ঘৃতাচী, ঘনবেগিনী, জ্ঞানধাতুময়ী

• চর্চা, চর্চিতা, চারুহাসিনী, চটুলা, চণ্ডিকা, চিত্রা, চিত্রমাল্যবিভূষিতা, চতুর্ভুজা, চারুদন্তা, চাতুরী, চরিতপ্রদা, চূলিকা, চিত্রবস্ত্রান্তা, চন্দ্রমকর্ণকুণ্ডলা, চন্দ্রহাসা, চারুদাত্রী, চকোরী, চন্দ্রহাসিনী, চন্দ্রিকা, চন্দ্রধাত্রী, চৌরী, চোরা, চণ্ডিকা, চঞ্চগবাগবাদিনী, চন্দ্রচূড়া, চোরবিনাশিনী, চারুচন্দনলিপ্তাঙ্গী, চঞ্চচ্চামরবীজিতা, চারুমধ্যা, চারুগতি, চন্দ্রিলা, চন্দ্ররূপিণী, চারুহোমপ্রিয়া, চার্বা, চরিতা, চক্রবাহুকা, চন্দ্রমণ্ডলমধ্যস্থা, চন্দনমণ্ডলদর্পণা, চক্রবাকস্তনী, চেষ্টা, চিত্রা, চারুবিলাসিনী, চিৎ-স্বরূপা, চন্দ্রবতী, চন্দ্রমা, চন্দনপ্রিয়া, চোদয়িত্রী, চিরপ্রজ্ঞা, চাতকা, চারুহেতুকী

• ছত্রযাতা, ছত্রধরা, ছায়া, ছন্দঃপরিচ্ছদা, ছায়াদেবী, ছিদ্রনখা, ছন্নেন্দ্রীয়বিসর্পিণী, ছন্দোনুষ্টুক প্রতিষ্টান্তা, ছিদ্রোপদ্রবভেদিনী, ছেদা, ছত্রেশ্বরী, ছিন্না, ছুরিকা, ছেদনপ্রিয়া,

• জননী, জন্মরহিতা, জাতবেদা, জগন্ময়ী, জাহ্নবী, জটিলা, জৈত্রী, জরামরণবর্জিতা, জম্বুদ্বীপবতী, জ্বালা, জয়ন্তী, জলশায়িনী, জিতেন্দ্রিয়া, জিতক্রোধা, জিতামিত্রা, জগৎপ্রিয়া, জাতরূপময়ী, জিহ্বা, জানকী, জগতী, জরা, জনিত্রী, জহ্নুতনয়া, জগত্রয়হিতৈষিণী, জ্বালামুখী, জপবতী, জরঘ্নী, জিতবিষ্টপা, জিতাক্রান্তময়ী, জ্বালা, জাগ্রতী, জ্বরদেবতা, জ্বলন্তী, জলদা, জ্যেষ্ঠা, জ্যাঘোষাস্পোটদিন্মুখী, জম্ভনী, জৃম্ভনা, জৃম্ভা, জ্বলন্মাণিক্যকুণ্ডলা

• ঝিঞ্ঝিকা, ঝননির্ঘোষা, ঝঞ্ঝামারুতবেগিনী, ঝল্লকীবাদ্যকুশলা, ঞরূপা, ঞভুজা, টঙ্কবাণসমাযুক্তা, টঙ্কিনী, টঙ্কভেদিনী, টঙ্কীগণকৃতাঘোষা, টঙ্কনীয়মহোরসা, টঙ্কারকারিণী, ঠঠশব্দনিনাদিনী

• ডামরী, ডাকিনী, ডিম্ভা, ডুন্ডুমারৈকনির্জিতা, ডামরীতন্ত্রমার্গস্থা, ডমড্ডমরুনাদিনী, ডিম্ডিরবসহা, ডিম্ভলসংক্রীড়া-পরায়ণা, ঢুন্টিবিঘ্নেশজননী, ঢক্কাহস্তা, ঢিলিব্রজা

• নিত্যজ্ঞানা, নিরুপমা, নির্গুণা, নর্ম্মদা, নদী, ত্রিগুণা, ত্রিপদা, তন্ত্রী, তুলসী, তরুণা, তরু, ত্রিবিক্রমপদাক্রান্তা, তুরীয়পদগামিনী, তরুণাদিত্যসঙ্কাশা, তামসী, তুহিনা, তুরা, ত্রিকালজ্ঞানসম্পন্না, ত্রিবলী, ত্রিলোচনা, ত্রিশক্তি, ত্রিপুরা, তুঙ্গা, তুরঙ্গবদনা, তিমিঙ্গিলগিলা, তীব্রা, ত্রিস্রোতা, তামসাদিনী, তন্ত্রমন্ত্রবিশেষজ্ঞা, তনুমধ্যা, ত্রিবিষ্টপা, ত্রিসন্ধ্যা, ত্রিস্তনী, তোষাসংস্থা, তালপ্রতাপিনী, তাটঙ্কিনী, তুষারাভা, তুহিনাচলবাসিনী, তন্তুজালসমাযুক্তা, তারহারাবলিপ্রিয়া, তিলহোমপ্রিয়া, তীর্থা, তমালকুসুমাকৃতি, তারকা, ত্রিযুতা, তন্বী, ত্রিশঙ্কুপরিবারিতা, তিলোদরী, তিরাভাষা, তাটঙ্কপ্রিয়বাদিনী, ত্রিজটা, তিত্তিরী, তৃষ্ণা, ত্রিবিধা, তরুণাকৃতি, তপ্তকাঞ্চনসঙ্কাশা, তপ্তকাঞ্চনভূষণা, ত্রৈয়ম্বকা, ত্রিবর্গা, ত্রিকালজ্ঞানদায়িনী, তর্পণা, তৃপ্তিদা, তৃপ্তা, তামসী, তুম্বুরুস্তুতা, তার্ক্ষ্যস্থা, ত্রিগুণাকারা, ত্রিভঙ্গী, তনুবল্লবী

• থাৎকারী, থারবা, থান্তা, দোহনী, দীনবৎসলা, দানবান্তকরী, দুর্গা, দুর্গাসুরনিবর্হিণী, দেবরীতি, দিবারাত্রী, দ্রৌপদী, দুন্দুভিস্বনা, দেবযানী, দুরাবাসা, দারিদ্র্যভেদিনী, দিবা, দামোদরপ্রিয়া, দীপ্তা, দিগ্বাসা, দিগ্বিমোহিনী, দণ্ডকারণ্যনিলয়া, দণ্ডিনী, দেবপূজিতা, দেববন্দ্যা, দিবিষদা, দ্বেষিণী, দানবাকৃতি, দীননাথস্তুতা, দীক্ষা, দৈবতাদিস্বরূপিণী

• ধাত্রী, ধনুর্ধরা, ধেনু, ধারিণী, ধর্ম্মচারিণী, ধুরন্ধরা, ধরাধারা, ধনদা, ধাম্যদোহিনী, ধর্ম্মশীলা, ধনাধ্যক্ষা, ধনুর্ব্বেদবিশারদা, ধৃতি, ধন্যা, ধৃতপদা, ধর্ম্মরাজপ্রিয়া, ধ্রুবা, ধূমাবতী, ধূমকেশী, ধর্ম্মশাস্ত্রপ্রকাশিনী

• নন্দা, নন্দপ্রিয়া, নিদ্রা, নৃনুতা, নন্দনাত্মিকা, নর্ম্মদা, নলিনী, নীলা, নীলকণ্ঠসমাশ্রয়া, নারায়ণপ্রিয়া, নিত্যা, নির্ম্মলা, নির্গুণা, নিধি, নিরাধারা, নিরুপমা, নিত্যশুদ্ধা, নিরঞ্জনা, নাদবিন্দুকলাতীতা, নাদবিন্দুকলাত্মিকা, নৃসিংহিনী, নগধরা, নৃপনাগবিভূষিতা, নরক্লেশশমিনী, নারায়ণপদোদ্ভবা, নিরবদ্যা, নিরাকারা, নারদপ্রিয়কারিণী, নানাজ্যোতিঃ, নিধিদা, নির্মলাত্মিকা, নবসূত্রধরা, নীতি, নিরুপদ্রবকারিণী, নন্দজা, নবরত্নাঢ্যা, নৈমিষারণ্যবাসিনী, নবনীতপ্রিয়া, নারী, নীলজীমূতনিঃস্বনা, নিমোষিণী, নদীরূপা, নীলগ্রীবা, নিশীশ্বরী, নামাবলি, নিশুম্ভঘ্নী, নাগলোকনিবাসিনী, নবজাম্বুনদপ্রখ্যা, নাগলোকাধিদেবতা, নূপূরাক্রান্তচরণা, নরচিত্তপ্রমোদিনী, নিমগ্নারক্তনয়না, নির্ঘাতসমনিঃস্বনাস, নন্দনোদ্যাননিলয়া, নির্ব্যূহোপরচারণী

• পার্ব্বতী, পরমোদারা, পরব্রহ্মাত্মিকা, পরা, পঞ্চকোশবিনির্ন্মূক্তা, পঞ্চপাতকনাশিনীস, পরিচিত্তবিধানতা, পঞ্চকা, পঞ্চরূপিণী, পূর্ণিমা, পরমা, প্রীতি, পরতেজঃপ্রকাশিনী, পুরাণী, পৌরুষী, পুণ্যা, পুণ্ডরীকনিভেক্ষণা, পাতালতলনির্মগ্না, প্রীতা, প্রীতিবিবর্দ্ধিনী, পাবনী, পাদসংহিতা, পেশলা, পাপনাশিনী, প্রজাপতি, পরিশ্রান্তা, পর্বতস্তনমণ্ডলা, পদ্মপ্রিয়া, পদ্মসংস্থা, পদ্মাক্ষী, পদ্মসম্ভবা, পদ্মপত্রা, পদ্মপদা, পদ্মিনী, প্রিয়ভাষিণী, পশুপাশবিনির্ন্মুক্তা, পুরন্দ্রী, পুরবাসিনী, পুষ্পলা, পুরুষা, পর্ব্বা, পারিজাতকুসুমপ্রিয়া, পতিব্রতা, পবিত্রাঙ্গী, পুষ্পহাসপরায়ণা, প্রজ্ঞাবতীসূতা, পৌত্রী, পুত্রপুজ্যা, পয়স্বিনী, পট্টিপাশধরা, পংক্তি, পিতৃলোকপ্রদায়িনী, পুরাণী, পুণ্যশীলা, প্রণতার্ত্তিবিনাশিনী, প্রদ্যুম্নজননী, পুষ্টা, পিতামহপরিগ্রহা, পুণ্ডরীকপুরাবাসা, পুণ্ডরীকসমাননা, পৃথুজঙ্ঘা, পৃথুভুজা, পৃথুপাদা, পৃথুদরী, প্রবালশোভা, পিঙ্গাক্ষী, পীতবাসা, প্রচাপলা, প্রসবা, পুষ্টিদা, পুণ্যা, প্রতিষ্ঠা, প্রণবা, পতি, পঞ্চবর্ণা, পঞ্চবাণী, পঞ্জিকা, পঞ্জরস্থিতা, পরমায়া, পরজ্যোতিঃ, পরপ্রীতি, পরাগতি, পরাকাষ্ঠা, পরেশানী, পাবিনী, পাবকদ্যুতি, পুণ্যভদ্রা, পরিচ্ছেদ্যা, পুষ্পহাস্যপৃথুদরা, পীতাঙ্গী, পীতবসনা, পীতশয্যা, পিশাচিনী, পীতক্রিয়া, পিশাচঘ্নী, পাটলাক্ষা, পটুক্রিয়া, পঞ্চচভক্ষপ্রিয়াচারা, পুতনা, প্রাণঘাতিনী, পুন্নাগবনমধ্যস্থা, পুণ্যতীর্থনিষেবিতা, পঞ্চাঙ্গী, পরাশক্তি, পরামাহ্লাদকারিণী, পুষ্পকাণ্ডস্থিতা, পূষা, পোষিতাখিলবিষ্টপা, পানপ্রিয়া, পঞ্চশিখা, পন্নগোপরিশায়িনী, পঞ্চমাত্রাত্মিকা, পৃথ্বী, পথিকা, পৃথুদোহিনী, পুরাণন্যায়মীমাংসা, পাটলী, পুষ্পগন্ধিনী, পুণ্যপ্রজা, পারদাত্রী, পরমার্গৈকগোচরা, প্রবালশোভা, পূর্ণাশা, প্রণবা, পল্লবোদরী, ফলিনী, ফলদা, ফল্গু, ফুৎকারী, ফলকাকৃতি, ফণীন্দ্রভোগশয়না, ফণিমণ্ডলমণ্ডিতা, বালবালা, বহুমতা, বালাত, পনিভাংশুকা, বলভদ্রপ্রিয়া, বন্দ্যা, বড়বা, বুদ্ধিসংস্তুতা, বন্দিদেবী, বিলবতী, বড়িশঘ্নী, বলিপ্রিয়া, বোধিতা, বান্ধবী, বুদ্ধি, বন্ধুককুসুমপ্রিয়া, বালভানুপ্রভাকারা, ব্রাহ্মী, ব্রাহ্মণদেবতা, বৃহস্পতি-স্তুতা, বৃন্দা, বৃন্দাবনবিহারিণী, বলাকিনী, বিলাহারা, বিলবাসা, বহূদকা, বহুনেত্রা, বহুপদা, বহুকর্ণাবতংসিকা, বহুবাহুযুতা, বীজরূপিণী, বহুরূপিণী, বিন্দুনাদকলাতীতা, বিন্দুনাদস্বরূপিণী, বদ্ধগোধাঙ্গুলিত্রাণা, বদর্য্যাশ্রমবাসিনী, বৃন্দারকা, বৃহৎস্কন্ধা, বৃহতী, বাণপাতিনী, বৃন্দাধ্যক্ষা, বহুনুতা, বনিতাস, বহুবিক্রমা, বদ্ধপদ্মাসনাসীনা, বিল্বপত্রতলস্থিতা, বোধিদ্রুমনিজাবাসা, বড়িস্থা, বিন্দুদর্পণা, বালা, বাণাসনবতী, বড়বানলবেগিনী, ব্রহ্মাণ্ডবহিরন্তঃস্থা, ব্রহ্মাকঙ্কণসূত্রিণী,

• ভবানী, ভীষণবতী, ভাবিনী, ভয়হারিণী, ভদ্রকালী, ভূজঙ্গাক্ষী, ভারতী, ভারতাশয়া, ভৈরবী, ভীষণাকারা, ভুতিদা, ভূতিমালিনী, ভামিনী, ভোগনিরতা, ভদ্রদা, ভূরিবিক্রমা, ভূতবাসা, ভৃগুলতা, ভার্গবী, ভুসুরার্জ্জিতা, ভাগীরথী, ভোগবতী, ভবনস্থা, ভিষগ্বরা, ভামিনী, ভোগিনী, ভাষা, ভূরিদক্ষিণা, ভর্গত্মিকা, ভীমবতী, ভববন্ধবিমোচিনী, ভজনীয়া, ভূতধাত্রী, রঞ্জিতা, ভুবনেশ্বরী, ভুজঙ্গবলয়া, ভীমা, ভেরুণ্ডা, ভাগধেয়িনী

• মাতা, মায়া, মধুমতী, মধুজিহ্বা, মনুপ্রিয়া, মহাদেবী, মহাভাগা, মালিনী, মীনলোচনা, মায়াতীতা, মধুমতী, মধুমাংসা, মধুদ্রবা, মানবী, মধুসম্ভুতা, মিথিলাপুরবাসিনী, মধুকৈটভসংহন্ত্রী, মেদিনী, মেঘমালিনী, মন্দোদরী, মহামায়া, মৈথিলী, মসৃণপ্রিয়া, মহালক্ষ্মী, মহাকালী, মহাকন্যা, মহেশ্বরী, মাহেন্দ্রী, মেরুতনয়া, মন্দারকুসুমার্চ্চিতা, মঞ্জুমঞ্জীরচরণা, মোক্ষদা, মঞ্জুভাষিণী, মধুরদ্রাবিণী, মুদ্রা, মলয়া, মলয়ান্বিতা, মেধা, মরকতশ্যামা, মাগধী, মেনকাত্মজা, মহামারী, মহাবীরা, মহাশ্যামা, মনুস্তুতা, মাতৃকা, মিহিরাভাসা, মুকুন্দপদবিক্রমা, মূলাধারস্থিতা, মুগ্ধা, মণিপুরকবাসিনী, মগক্ষী, মহিষারূঢ়া, মহিযাসুরমর্দ্দিনী

• যোগাসনা, যোগগম্যা, যোগা, যৌবনকাশ্রয়া, যৌবনী, যুদ্ধমধ্যস্থা, যমুনা, যুগধারিণী, যক্ষিণী, যোগযুক্তা, যক্ষরাজপ্রসূতিনী, যাত্রা, যানবিধানজ্ঞা, যদুবংশসমুদ্ভবা, যকারাদি-হকারান্তা, যাজুসী, যজ্ঞরূপিণী, যামিনী, যোগনিরতা, যাতুধান-ভয়ঙ্করী

• রুক্মিণী, রমণী, রামা, রেবতী, রেণুকা রতি, রৌদ্রী, রৌদ্রপ্রিয়করী, রামমাতা, রতিপ্রিয়া, রোহিণী, রাজ্যদা, রেবা, রসা, রাজীবলোচনা, রাকেশী, রূপসম্পন্না,রত্নসিংহাসনস্থিতা, রক্তমাল্যাম্বরধরা, রক্তগন্ধানুলেপনা, রাজহংসসমারূঢ়া, রম্ভা, রক্তবলিপ্রিয়া, রমণীয়যুগাধারা, রাজিতাখিলভুতলা, রুরুচর্ম্মপরিধানা, রথিনী, রত্নমালিকা, রোগেশী, রোগশমনী, রাবিণী, রোমহর্ষিণী, রামচন্দ্রপদাক্রান্তা, রাবণচ্ছেদকারিণী, রত্নবস্ত্রপরিচ্ছিন্না, রথস্থা, রুক্মভূষণা, লজ্জাধিদেবতা, লোলা, ললিতা, লিঙ্গধাবিণী, লক্ষ্মীলোলা, লুপ্তবিষা, লোকিনী, লোকবিশ্রুতা, লজ্জা, লম্বোদরী, ললনা, লোকধারণী

• বরদা, বন্দিতা, বিদ্যা, বৈষ্ণবী, বিমলাকৃতি, বারাহী, বিরজা, বর্ষা, বরলক্ষ্মী, বিলাসিনী, বিনতা, ব্যোমমধ্যস্থা, বারিজাসনসংস্থিতা, বারুণী, বেণুসম্ভূতা, বীতিহোত্রা, বিরূপিণী, বায়ুমণ্ডলমধ্যস্থা, বিষ্ণুরূপা, বিধিক্রিয়া, বিষ্ণুপত্নী, বিষ্ণুমাতা, বিশালাক্ষী, বসুন্ধরা, বামদেবপ্রিয়া, বেলা, বজ্রিণী, বসুদোহনী, বেদাক্ষর-পরীতাঙ্গী, বাজপেয়ফলপ্রদা, বাসবী, বামজননী, বৈকুণ্ঠনিলয়া, বরা, ব্যাসপ্রিয়া, বর্ম্মধরা, বাল্মীকিপরিসেবিতা

•শাকম্ভরী, শিবা, শান্তা, শারদা, শরণাগতি, শাতোদরী, শুভাচারা, শুম্ভাসুরবিমদ্দিনী, শোভাবতী, শিবাকারা, শঙ্করার্দ্ধশরীরিণী, শোণা, শুভাশয়া, শুভ্রা, শিরঃসন্ধানকারিণী, শরাবতী, শরানন্দা, শরজ্জ্যোৎস্না, শুভাননা, শরভা, শূলিনী, শুদ্ধা, শবরী, শুকবাহনা, শ্রীমতী, শ্রীধরানন্দা, শ্রবণানন্দদায়িনী, শর্ব্বাণী, শর্ব্বরীবন্দ্যা

• ষঢ়ভাষা, যড়ঋতুক্রিয়া, ষড়াধারস্থিতা, ষণ্মখপ্রিয়কারিণী, ষড়ঙ্গরূপসুমতি, সুরাসুর-নমস্কৃতা, সরস্বতী, সদাধারা, সর্ব্বমঙ্গলকারিণী, সামগানপ্রিয়া, সূক্ষা, সাবিত্রী, সামসম্ভবা, সর্ব্ববাসা, সদানন্দা, সুস্তনী, সাগরাম্বরা, সর্ব্বৈশ্বর্য্যপ্রিয়া, সিদ্ধি, সাধুবন্ধুপরাক্রমা, সপ্তর্ষিমণ্ডলগতা, সোমমণ্ডলবাসিনী, সর্ব্বজ্ঞা, সান্দ্রকরুণা, সমানাধিকবর্জিতা, সর্ব্বোত্তুঙ্গা, সঙ্গহীনা, সদ্গুণা, সকলেষ্টদা, সরঘা, সূর্য্যতনয়া, সুকেশী, সোমসংহতি, হিরণ্যবর্ণা, হরিণী, হ্রঙ্কারী, হংসবাহিনী, ক্ষৌমবস্ত্রপরীতাঙ্গী, ক্ষীরাব্ধিতনয়া, ক্ষমা, গায়কী, সাবিত্রী, পার্ব্বতী, সরস্বতী, বেদগর্ভা, বরারোহা, শ্রীগায়ত্রী, পরাম্বিকা

(বানান অপরিবর্তিত)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement