অনামিকা
শার্টের উপরে একরঙা ব্লেজ়ার। আর গলায় ব্লেজ়ারের নীচ দিয়ে পরে নিতে পারেন প্রিন্টেড স্কার্ফ। শুধু ওটুকুই যথেষ্ট আপনার সাজকে এক্সক্লুসিভ করে তুলতে। আর হাতের কাজ তো সর্বত্র। ‘‘শুধু এমব্রয়ডারি বা হাতে বোনা সূক্ষ্ম কাজ মানেই তো আর ক্রাফ্ট নয়। রোজকার টেব্লক্লথেও হাতের কাজ থাকে। একটা বেতের ঝুড়িতেও সেই শিল্প ধরা থাকে। সেগুলিও কিন্তু দৈনন্দিন ফ্যাশনে তুলে ধরা যায়,’’ বললেন অনামিকা খন্না। কিন্তু এমন ভাবে তা পোশাকে থাকবে, যা প্রকট হবে না। বরং সব মিলিয়ে দৃষ্টিনন্দন হয় যেন। বিশেষত আমাদের দেশে এত রকম হস্তশিল্প রয়েছে। বিভিন্ন প্রদেশের হস্তশিল্পের বৈশিষ্ট্য আলাদা। সেই সব কিছু যদি নিজের পোশাকে নানা ভাবে অল্প অল্প করে প্রয়োগ করা যায়, তা হলেই কিন্তু একটা সাধারণ লুকও এক্সক্লুসিভ করে তোলা যাবে। সেখানে ফুটে উঠবে আপনার নিজস্ব চিন্তাভাবনাও।
কিন্তু যাঁরা ওভারওয়েট, তাঁরা তো সব ধরনের পোশাক পরতে পারেন না। একে ফিটিংসে সমস্যা, তার উপরে শর্ট লেংথেও সকলে কমফর্টেবল নন। তা হলে তাঁদের ফ্যাশন কেমন হবে? অনামিকা বললেন, ‘‘র্যাম্প ফলো করলেই কিন্তু ফ্যাশনেবল হওয়া যায় না। প্রত্যেক বডি যেমন আলাদা, সব বডিশেপের জন্য ফ্যাশনও আলাদা। কোনও নির্দিষ্ট ব্র্যান্ডের ফ্যাশন ফলো না করে বরং নিজের বডিশেপ অনুসারে পোশাক বাছা উচিত। নিজে যে পোশাকে কমফর্টেবল, সেটাই কিন্তু শেষ পর্যন্ত ফ্যাশনেবল।’’
ওভারওয়েট না হলেও অনেকেরই মধ্যপ্রদেশে বা হাতের বাহুতে ফ্যাট জমে। জায়গা বিশেষে মেদ ঢাকা দিতে বেছে নিতে পারেন লেয়ারড পোশাক। বাহুর মেদ ঢাকতে কেপও পরতে পারেন।
বিয়ের মরসুমে পাত্রীরাই বা কেমন পোশাক পরবেন? সে দিন গয়না আর পোশাকের ভারে কি আদৌ কমফর্ট বজায় থাকে? ‘‘বিয়ের দিনই ভারী বেনারসি পরতে হবে, এমন তো কোনও কথা নেই। হালকা পোশাকেও তো ফ্যাশনেবল থাকা যায়। সেটা শাড়িও হতে পারে। কমফর্ট থাকলে পুরো অনুষ্ঠানও উপভোগ করা যায় আবার ক্লান্তও দেখায় না।’’ বিয়ের অনুষ্ঠানে নিজে কতটা ইনভলভড হবেন, তা দেখে পোশাক নির্বাচন করুন। চিরাচরিত বেনারসি ছেড়ে অরগ্যানজ়া বা সাটিনও বাছতে পারেন বিয়ের পোশাকে। আর বিয়ের দিন জুতোও খুব গুরুত্বপূর্ণ। তাই এমন জুতো কিনুন, যাতে পায়ে চাপ না পড়ে।
আপাতত বিভিন্ন দেশের ও প্রদেশের হস্তশিল্প নিয়েই কাজ করছেন অনামিকা। এর আগে বাংলার কাঁথা নিয়েও পোশাক তৈরি করেছেন তিনি। অনামিকার মতে, শাড়িতে কাঁথা ব্যবহার যে ভাবে হয়েছে, অন্য পোশাকে ততটা হয়নি। বরং ব্লেজ়ার, স্কার্ফ, বেল্ট, জুতো, এমনকি জুয়েলারিতেও এই ধরনের ক্রাফ্ট খুব সুন্দর দেখায়।
এখন ফ্যাশনে সবচেয়ে ইন লেয়ারড কনসেপ্ট। তাই শুধু একটা পোশাক না পরে, তার উপরে ব্লেজ়ার বা কেপ বা জ্যাকেট পরতে পারেন। স্কার্ফ বা স্টোল দিয়েও লেয়ার বাড়াতে পারেন। লেয়ারিং করে একই পোশাক পরুন বার বার, নতুন রূপে।