কখনও শরীরচর্চা, কখনও ডায়েট, কিন্তু এত কিছুর পরও বিশেষ লাভ কিছু হয় কি? ছবি- সংগৃহীত
বিশ্ব জুড়ে নানা রকম সমস্যার মধ্যে অন্যতম হল স্থূলত্ব বা ‘ওবেসিটি’। এই সমস্যা থেকে বাঁচতে কখনও শরীরচর্চা, কখনও ডায়েট আবার কখনও বা মেদ ঝরানোর নানা রকম চিকিৎসা পদ্ধতি, চেষ্টা চরিত্রের ত্রুটি রাখেন না কেউই। কিন্তু এত কিছুর পরও বিশেষ লাভ কিছু হয় কি? ১৯৫টি দেশের উপর করা সমীক্ষা থেকে ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা’ নামক একটি সংস্থা তুলে ধরেছে স্থূলতার নিরিখে কোন দেশের স্থান ঠিক কোথায়।
সমীক্ষা বলছে, বিশ্বের মোট জনসংখ্যার ৩৯ শতাংশ মানুষই অতিকায় স্থূল। সবচেয়ে বিস্ময়কর হল তার মধ্যে ৬৮ শতাংশ মানুষ আমেরিকার। ১৯৭৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত এই মানচিত্রে কোনও পরিবর্তন আসেনি। কিন্তু সম্প্রতি করা এই সমীক্ষা থেকে বেছে নিয়েছেন প্রথম ১০ স্থূলকায় দেশের নাম। যেখানে প্রথম স্থানে রয়েছে নাওরু নামের ছোট্ট, বিচ্ছিন্ন একটি দ্বীপ। দ্বিতীয় স্থানে রয়েছে পালাউ দ্বীপ। এই দ্বীপের মোট জনসংখ্যার প্রায় ৮৫ শতাংশই স্থূল। তৃতীয় স্থানে রয়েছে কুক দ্বীপ। আমেরিকার স্থান পঞ্চদশ।
অন্য দিকে, তুলনায় কম স্থূল ১০টি দেশের নামও জানিয়েছে তারা। যেখানে শীর্ষস্থানে রয়েছে ভিয়েতনাম এবং দ্বিতায় স্থানাধিকারী ভারত। তার পর রয়েছে বাংলাদেশ, ইথিয়োপিয়া, নেপাল এবং অন্যরা।