ক্যাটরিনা বোঝালেন, চারপাশটা ভাল রাখার জন্য প্রকৃতির সৌন্দর্য উপভোগ করাও জরুরি। ফাইল চিত্র
বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে সচেতনতার বার্তা দিলেন ক্যাটরিনা কইফ। মনে করালেন, প্রকৃতির কোলে কিছুটা সময় কাটালে, তবেই এমন দিনের গুরুত্ব উপলব্ধি করা সম্ভব।
পৃথিবীর সৌন্দর্য ধরে রাখতে হবে নিজেদের। তবেই উপভোগ করা যাবে প্রকৃতির রূপ। এমন কথা বারবার হয়ে থাকে। এ বার বলি অভিনেত্রী নিজের নেটমাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্যের গুরুত্ব তুলে ধরলেন। বুঝিয়ে দিলেন, সুন্দরকে ভালবাসলে, সুন্দর ভাবে থাকতেও হবে। সবুজে ভরা পাহাড়ের কোলে ঝকঝকে এক জলাশয়ের ধারে দাঁড়ানো নিজের ছবি দিয়েছেন ক্যাটরিনা। মনোরম সেই ফ্রেমের নীচে তিনি লিখেছেন প্রকৃতি সম্পর্কে নিজের দর্শন।
আইনস্টাইন বলেছিলেন, ‘প্রকৃতিতে মনোনিবেশ করলে সবই আরও ভাল ভাবে বোঝা সম্ভব’। নেটমাধ্যমে নিজের পোস্টে সে কথা আবারও উল্লেখ করলেন ক্যাটরিনা। তার মাধ্যমে বুঝিয়ে দিলেন, প্রকৃতির কদর করা জরুরি বলেই মনে করেন তিনি।