Cake

Cyber Crime: অনলাইনে কেক কিনতে গিয়ে লাখ টাকা খোয়ালেন মহিলা! প্রতারণা-চক্রের খপ্পরে পুণে নিবাসী

৪০০ টাকার একটি কেক পছন্দ হয়েছিল তাঁর। আর সেই কেকের টাকা অনলাইনে দিতে গিয়েই হল বিপত্তি। খোওয়ালেন ১ লক্ষ ৬৭ হাজার টাকা!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১৫:৫৩
Share:

অনলাইনে প্রতারকের ফাঁদ।

বাড়িতে কারও জন্মদিন হলে মোবাইল অ্যাপে অর্ডার করে দিলেই ঘণ্টাখানেকের মধ্যেই এসে যাবে আপনার দুয়ারে। বাড়ি বসে এই পরিষেবা এখন কমবেশি সবাই আমরা নিয়ে থাকি। তবে ৪০০ টাকার একটি কেক অনলাইনে অর্ডার করে লক্ষ টাকা খোওয়াতে হতে পারে তা স্বপ্নেও ভাবতে পারেননি পুণে নিবাসী এক মহিলা।

Advertisement

জন্মদিনের জন্য শখ করে অনলাইনে কেক অর্ডার করেছিলেন পুণের মোশী এলাকার সেই মহিলা। ৪০০ টাকার একটি কেক পছন্দ হয়েছিল তাঁর। আর সেই কেকের টাকা অনলাইনে দিতে গিয়েই হল বিপত্তি। খোওয়ালেন ১ লক্ষ ৬৭ হাজার টাকা! প্রতারীত হয়েছেন বুঝতে পেরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। পুলিশের মতে, এক জন সাইবার প্রতারক বেকারির কর্মচারীর ছদ্মবেশে মহিলার কাছ থেকে টাকা হাতিয়েছে।

Advertisement

ঠিক কী হয়েছিল?

ইন্টারনেট ঘাটতে ঘাটতে একটি কেকের দোকানের ফোন নম্বর খুঁজে পান মহিলা। সেই নম্বরে ফোন করে মহিলা কেকের অর্ডার দেন। দোকানের কর্মচারী সেজে এক প্রতারক মহিলারকে একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টের তথ্যাদি দিয়ে তাকে অনলাইনে ৪০০ টাকা দিতে বলে। কিন্তু অনলাইনে কোনও ভাবেই সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাঠানো যাচ্ছিল না। তখন প্রতারক মহিলাকে একটি কিউআর কোড পাঠায়। মহিলা যখনই সেই কিউআর কোডটি স্ক্যান করেন তাঁর অ্যাকাউন্ট থেকে ২০০০ টাকা কেটে নেওয়া হয়। তখন ভুয়ো কর্মচারী বলেন তিনি বাকি টাকাটা অনলাইনে পাঠিয়ে দিচ্ছেন।

মহিলা পুলিশকে জানান, তাঁর কাছে মাত্র ১০ টাকা ফেরত আসে। আর তার পরেই তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৬৭ হাজার টাকা হাপিস হয়ে যায়।

মহিলার অভিযোগের ভিত্তিতে ৪২০ ও ৪১৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement