Parenting on Condition

কাজ ছেড়ে সন্তান কোলে বসে থাকতে হবে, স্বামীর কাছে মা হওয়ার আগাম শর্ত রাখলেন তরুণী

সন্তানকে পৃথিবীতে আনার পিছনে যখন মা-বাবা দু’জনেরই হাত রয়েছে, তখন দিনরাত জেগে তার দায়িত্বও দু’জনেরই ভাগ করে নেওয়ার কথা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ১৯:১৫
Share:

শর্ত মানলে তবেই আসবে সন্তান! প্রতীকী ছবি।

একটা সময়ের পর দম্পতির মাঝে তৃতীয় ব্যক্তির আগমন খুশির আবহ নিয়ে আসে। তবে নতুন একটি প্রাণকে পৃথিবীতে নিয়ে আসার আনন্দ যেমন আছে, তেমনই আছে দায়িত্ব। সন্তানকে পৃথিবীতে আনার পিছনে যখন মা-বাবা দু’জনেরই হাত রয়েছে, তখন দিনরাত জেগে তার দায়িত্বও দু’জনেরই ভাগ করে নেওয়ার কথা। কিন্তু সব দম্পতির ক্ষেত্রে হিসেবটি ততখানি সহজ হয় না।

Advertisement

সন্তান এলে কাজ ছেড়ে দিয়ে তার দেখাশোনা করতে হবে— এমন শর্ত মানলে তবেই মা হবেন বলে স্বামীকে স্পষ্ট জানিয়ে দিলেন এক তরুণী। সমাজমাধ্যমে এমন ঘটনার কথা ছড়িয়ে পড়েছে সম্প্রতি। ঘটনা প্রসঙ্গে ওই তরুণী বলেন, “আমার ছোট্ট একটি ব্যবসা আছে। মা হতে গিয়ে আমি ব্যবসার ক্ষতি করতে পারব না। এ ছাড়াও আমি আবার পড়াশোনা শুরু করেছি। মাঝপথে সেটাও ছাড়তে পারব না। আর আমার স্বামী আমার পরিস্থিতি সবটাই জানেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement