Skin Care Tips

Fragrance: সুগন্ধী যুক্ত ক্রিম মাখেন? ত্বকের ক্ষতি হচ্ছে না তো

সুগন্ধীযুক্ত লোশন-ক্রিম যতই পছন্দ হোক, তা ত্বকের ক্ষতি করতে পারে বলে মনে করেন চর্মরোগ বিশেষজ্ঞেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ২১:২৮
Share:

প্রতীকী ছবি।

রূপচর্চার উপযুক্ত সামগ্রী খুঁজে পাওয়া কঠিন। কোনও ক্রিম বেশি ঘন, কোনওটি বেশি পাতলা। এ ছাড়া, আরও হাজার রকম সমস্যা এমনিতেই দেখা দেয়। তবু যে সব ক্রিমের গন্ধ পছন্দ হয়, তা মেখে দেখার ইচ্ছা থাকে।

Advertisement

কিন্তু সেখানেও লুকিয়ে আছে ভূত। গন্ধের ফাঁদে পা দিয়েও বিপদে পড়তে পারেন কেউ।

কী ভাবে?

Advertisement

সুগন্ধীযুক্ত লোশন-ক্রিম যতই পছন্দ হোক, তা ত্বকের ক্ষতি করতে পারে বলে মনে করেন চর্মরোগ বিশেষজ্ঞেরা। কারণ, যে কোনও ক্রিম কিংবা ময়েশচারাইজারে আলাদা ভাবে গন্ধ যোগ করা হয়। আর তা প্রভাব ফেলতে পারে ত্বকের উপরে।

প্রতীকী ছবি।

সুগন্ধীর মধ্যে প্রদাহ সৃষ্টি করার ক্ষমতা থাকে। ত্বকে সুগন্ধীর ছোঁয়া লাগলে প্রদাহ হতেই পারে। আর তার থেকে হতে পারে ত্বকের ক্ষতি। বিশেষ করে যাঁদের ত্বকে কোনও ধরনের সমস্যা আছে, তাঁদের সুগন্ধীযুক্ত ক্রিম মাখতে নিষেধ করেন চর্মরোগ চিকিৎসকেরা।

তবে ত্বকের যত্ন নেওয়ার সামগ্রীতে কেন সুগন্ধী মেশানো হয়, সে কথা মনে ঘুরপাক খাচ্ছে তো? উত্তরটা সহজ। সুন্দর গন্ধ সব সময়েই মানুষকে আকৃষ্ট করে। ফলে অধিকাংশ ক্ষেত্রে বিপণন কেন্দ্রিক চিন্তা থেকেই এমন কাজ করা হয়ে থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement