Relationship

বড় বড় চোখের প্রেমে কেন পড়ে ছেলেরা? জানা আছে কি কারণ

বড় বড় চোখ থাকলে সেই মহিলার মুখটি শিশুদের মতো নিষ্পাপ দেখায়। তাই তাকে ভরসা করতে ইচ্ছা হয় পুরুষদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ২০:৪৬
Share:

এমন চোখে সত্যতার ছোঁয়া থাকে। ফাইল চিত্র

নয়ন যুগলের প্রেমে হাবুডুবু খাওয়ার কথা নতুন নয়। সেই প্রাচীন যুগ থেকে কবি-সাহিত্যিকদের কলমে প্রেমিকার চোখে লুকিয়ে থাকা রহস্যের গল্প ঘুরে ঘুরে এসেছে। কিন্তু টানা টানা দু’টি চোখের প্রেমে পড়েন কেন পুরুষেরা? তার কারণ জানা আছে কি?

Advertisement

বড় বড় চোখ থাকলে সেই মহিলার মুখটি শিশুদের মতো নিষ্পাপ দেখায়। তাই তাকে ভরসা করতে ইচ্ছা হয় পুরুষদের। সম্প্রতি এমন কথাই উঠে এল এক সমীক্ষায়। এমন চোখে সত্যতার ছোঁয়া থাকে। থাকে দয়া এবং উষ্ণতার ইঙ্গিত। তাই প্রেমিকার চোখ এ ধরনের হলে তার দিকে তাকিয়ে মন ভাল হয়ে যায় পুরুষ সঙ্গীর।

‘বিজনেস ইনসাইডার অস্ট্রেলিয়া’-র বক্তব্য, মসৃণ ত্বক যতটা টানে মানুষকে, ঠিক ততটাই অতর্ষণীয় হল টানা টানা চোখ। বড় চোখ নিজেই সর্বক্ষণ কথা বলে। তাই তাকে ভরসা করতে পছন্দ করেন ছেলেরা। এ কথাও উঠে এসেছে সমীক্ষায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement