Relationship

সম্পর্ক সুখের হবে কী ভাবে? রইল তিনটি উপায়

মনের ভাব বিনিময় হোক বাক্যে। তাতে একে-অপরকে বুঝে নিতে সুবিধা হয়। ভাল রাখাও সহজ হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২১ ২২:৫৮
Share:

আপনার চেয়ে কে বেশি ভাল জানে, সঙ্গী খুশি হবেন কীসে! ফাইল চিত্র

সুখে থাকার কোনও নির্দিষ্ট পথ হয় না। যার যা ভাল লাগে, সে তাতেই সুখে থাকে। তা যেমন সত্যি, তেমন জীবনে আর একটি মানুষ জড়িয়ে পড়লে কিছু কথা মাথায় রাখতে হয়। যাতে শুধু আপনি নন, অন্য জনও ভাল থাকেন। আপনার সঙ্গে আনন্দে থাকেন।

Advertisement

সম্পর্কের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি যাতে না তৈরি হয়, তার জন্য কী করতে পারেন?

কথা: মনের ভাব বিনিময় হোক বাক্যে। তাতে একে-অপরকে বুঝে নিতে সুবিধা হয়। ভাল রাখাও সহজ হয়।

Advertisement

সম্মান: মতের অমিল হবেই। তবে অন্যের মত যেন সম্মান পায়। তবেই তাঁরও ভাল লাগবে সম্পর্কে জড়িয়ে থাকতে।

আনন্দ: শত সমস্যাতেও আনন্দে থাকা অভ্যাস করা প্রয়োজন। ফলে অনেক ব্যস্ততা অথবা মন খারাপের মাঝেও একে অপরকে আনন্দে রাখতে চেষ্টা করা দরকার।

কাজটি কঠিন নয়। আপনার চেয়ে কে বেশি ভাল জানে, সঙ্গী খুশি হবেন কীসে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement