সঙ্গীর সঙ্গে বর্ষশেষে এবং নতুন বছরকে স্বাগত জানাতে পার্টি করবেন? কলকাতার কোথায় হবে রাত পার্টি? ছবি: সংগৃহীত।
বড়দিনের আগে থেকেই আলোকমালায় সেজে ওঠে কলকাতার পার্ক স্ট্রিট চত্বর। সেই আলোর রোশনাই রয়ে যায় বছরের বিদায় বেলাতেও। একটি বছর ফুরোলে, তবেই না আসবে নতুন আরও একটি বছর।
২০২৫-কে স্বাগত জানাতে শুধু আলোয় সেজে ওঠা পার্ক স্ট্রিট চত্বর নয়, প্রস্তুত তিলোত্তমা। খাদ্য, পানীয়, সুর, ছন্দে বর্ষবরণের উদ্যাপনের জন্য শহরের নানা প্রান্তে থাকছে পার্টির আয়োজন। রইল তার সুলুকসন্ধান।
নৌকায় পার্টি: প্রিয় মানুষটির সঙ্গে গঙ্গাবক্ষে ভেসে পড়তে চান? কলকাতার বুকে থাকছে ‘বোট পার্টি’-র আয়োজন। সঙ্গে ডিজে, গান। বছর শেষের উদ্যাপনে পানীয়, রকমারি খাবারে কোনও খামতি থাকছে না। ‘গ্যাঞ্জেস কুইন’-এ চেপে নদীতে ভেসেই প্রিয় মানুষটির সঙ্গে উপভোগ করা যাবে বর্ষশেষের পার্টি। সুদৃশ্য বিশাল নৌকা ফেয়ারলি প্লেস থেকে ছাড়বে রাত সাড়ে ৯টায়। পার্টি চলবে রাত ১টা পর্যন্ত। খরচ দু’জনের জন্য ৯ হাজার ৯৯৯ টাকা। অফুরন্ত সুরা এবং খাবার এই টাকার মধ্যেই ধার্য।
ফ্লোটেল: নদী বক্ষে বিলাসবহুল হোটেল পোলো ফ্লোটেল। সেখানেই জাহাজের ডেকে সুরা, রকমারি দেশি-বিদেশি খাবারের আয়োজন। থাকবে লাইভ মিউজ়িক, ডিজে। সঙ্গীর কোমর ধরে সুরের তালে পা মেলাতে চাইলে সেই সুযোগও মিলবে। থাকছে নামী-দামি নানা রকম সুরা এবং খাবারের বন্দোবস্ত। মাথা পিছু খরচ ৩০০০ টাকা। পার্টি চলবে রাত ৮টা থেকে রাত ১২:১৫ পর্যন্ত।
হার্ড রক ক্যাফে: পার্ক স্ট্রিটের হার্ড রক ক্যাফেও বর্ষবরণের পার্টির বন্দোবস্ত করেছে। সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম তিন ধরনের পাস থাকবে। সিলভার এবং গোল্ড পাসের জন্য মাথা পিছু খরচ ৩ হাজার এবং ৫ হাজার টাকা। প্ল্যাটিনামের জন্য লাগবে যুগলের ৯ হাজার টাকা। তিন ক্ষেত্রেই অতিথিরা অফুরন্ত পানীয় এবং খাবার পাবেন। তবে প্ল্যাটিনামের ক্ষেত্রে সুরা বাছাইয়ে বাড়তি সুবিধা থাকবে। লাইভ মিউজ়িকের ব্যবস্থা থাকবে। ৯টা থেকে পার্টি শুরু হবে।
ওয়েস্টইন: শহরের আর এক প্রান্তে আর এক বিলাসবহুল হোটেল ওয়েস্টইন। সেখানেও বলরুম, পুল সাইড এবং তাঁদের লাউঞ্জ বার ৩১-৩২-তে আয়োজন হয়েছে পার্টির। বলরুম পার্টিতে যুগলের জন্য খরচ পড়বে ৬৯৯৯ টাকা। পুল পার্টির জন্য খরচ ৯হাজার ৯৯৯ টাকা। একই খরচ ৩১-৩২-এর জন্য। সুরেলা রাতে থাকছে অফুরান পান-ভোজনের ব্যবস্থা।
স্ট্রাইক: খোলা ছাদে পার্টি করতে চান? তা হলে চলে যেতে পারেন সল্টলেক, সেক্টর ফাইভের স্ট্রাইকে। ডিজে, লাইভ মিউজিকের ব্যবস্থা থাকছে সেখানে। মাথা পিছু খরচ ১ হাজার ৯৯৯ টাকা। যুগলের খরচ ৩৪৯৯ টাকা। এই টাকায় মিলবে তিন ধরনের মদ। তবে খাবার থাকছে অঢেল। মধ্যরাত পর্যন্ত পার্টির আয়োজন। এখানে নানা ধরনের খেলাধুলোরও সুযোগ আছে।