New Year Party 2025

বছরশেষে উল্লাস! সঙ্গীকে নিয়ে কোথায় যাবেন? তিলোত্তমায় নৈশপার্টির সুলুকসন্ধান

খাদ্য, পানীয়, সুরে, ছন্দে বর্ষবরণের উদ্‌যাপনের জন্য কলকাতার একাধিক পানশালা থেকে রেস্তরাঁয় থাকছে রাত পার্টির আয়োজন। রইল তার সুলুকসন্ধান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৩:১০
Share:

সঙ্গীর সঙ্গে বর্ষশেষে এবং নতুন বছরকে স্বাগত জানাতে পার্টি করবেন? কলকাতার কোথায় হবে রাত পার্টি? ছবি: সংগৃহীত।

বড়দিনের আগে থেকেই আলোকমালায় সেজে ওঠে কলকাতার পার্ক স্ট্রিট চত্বর। সেই আলোর রোশনাই রয়ে যায় বছরের বিদায় বেলাতেও। একটি বছর ফুরোলে, তবেই না আসবে নতুন আরও একটি বছর।

Advertisement

২০২৫-কে স্বাগত জানাতে শুধু আলোয় সেজে ওঠা পার্ক স্ট্রিট চত্বর নয়, প্রস্তুত তিলোত্তমা। খাদ্য, পানীয়, সুর, ছন্দে বর্ষবরণের উদ্‌যাপনের জন্য শহরের নানা প্রান্তে থাকছে পার্টির আয়োজন। রইল তার সুলুকসন্ধান।

নৌকায় পার্টি: প্রিয় মানুষটির সঙ্গে গঙ্গাবক্ষে ভেসে পড়তে চান? কলকাতার বুকে থাকছে ‘বোট পার্টি’-র আয়োজন। সঙ্গে ডিজে, গান। বছর শেষের উদ্‌যাপনে পানীয়, রকমারি খাবারে কোনও খামতি থাকছে না। ‘গ্যাঞ্জেস কুইন’-এ চেপে নদীতে ভেসেই প্রিয় মানুষটির সঙ্গে উপভোগ করা যাবে বর্ষশেষের পার্টি। সুদৃশ্য বিশাল নৌকা ফেয়ারলি প্লেস থেকে ছাড়বে রাত সাড়ে ৯টায়। পার্টি চলবে রাত ১টা পর্যন্ত। খরচ দু’জনের জন্য ৯ হাজার ৯৯৯ টাকা। অফুরন্ত সুরা এবং খাবার এই টাকার মধ্যেই ধার্য।

Advertisement

ফ্লোটেল: নদী বক্ষে বিলাসবহুল হোটেল পোলো ফ্লোটেল। সেখানেই জাহাজের ডেকে সুরা, রকমারি দেশি-বিদেশি খাবারের আয়োজন। থাকবে লাইভ মিউজ়িক, ডিজে। সঙ্গীর কোমর ধরে সুরের তালে পা মেলাতে চাইলে সেই সুযোগও মিলবে। থাকছে নামী-দামি নানা রকম সুরা এবং খাবারের বন্দোবস্ত। মাথা পিছু খরচ ৩০০০ টাকা। পার্টি চলবে রাত ৮টা থেকে রাত ১২:১৫ পর্যন্ত।

হার্ড রক ক্যাফে: পার্ক স্ট্রিটের হার্ড রক ক্যাফেও বর্ষবরণের পার্টির বন্দোবস্ত করেছে। সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম তিন ধরনের পাস থাকবে। সিলভার এবং গোল্ড পাসের জন্য মাথা পিছু খরচ ৩ হাজার এবং ৫ হাজার টাকা। প্ল্যাটিনামের জন্য লাগবে যুগলের ৯ হাজার টাকা। তিন ক্ষেত্রেই অতিথিরা অফুরন্ত পানীয় এবং খাবার পাবেন। তবে প্ল্যাটিনামের ক্ষেত্রে সুরা বাছাইয়ে বাড়তি সুবিধা থাকবে। লাইভ মিউজ়িকের ব্যবস্থা থাকবে। ৯টা থেকে পার্টি শুরু হবে।

ওয়েস্টইন: শহরের আর এক প্রান্তে আর এক বিলাসবহুল হোটেল ওয়েস্টইন। সেখানেও বলরুম, পুল সাইড এবং তাঁদের লাউঞ্জ বার ৩১-৩২-তে আয়োজন হয়েছে পার্টির। বলরুম পার্টিতে যুগলের জন্য খরচ পড়বে ৬৯৯৯ টাকা। পুল পার্টির জন্য খরচ ৯হাজার ৯৯৯ টাকা। একই খরচ ৩১-৩২-এর জন্য। সুরেলা রাতে থাকছে অফুরান পান-ভোজনের ব্যবস্থা।

স্ট্রাইক: খোলা ছাদে পার্টি করতে চান? তা হলে চলে যেতে পারেন সল্টলেক, সেক্টর ফাইভের স্ট্রাইকে। ডিজে, লাইভ মিউজিকের ব্যবস্থা থাকছে সেখানে। মাথা পিছু খরচ ১ হাজার ৯৯৯ টাকা। যুগলের খরচ ৩৪৯৯ টাকা। এই টাকায় মিলবে তিন ধরনের মদ। তবে খাবার থাকছে অঢেল। মধ্যরাত পর্যন্ত পার্টির আয়োজন। এখানে নানা ধরনের খেলাধুলোরও সুযোগ আছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement