হোয়াট্সঅ্যাপ পরিষেবা চালু রাখতে গেলে কী করতে হবে? — প্রতীকী চিত্র।
পৃথিবীর যে কোনও প্রান্তে থাকা বন্ধুদের একজোট করাই হোক কিংবা অফিসের গুরুত্বপূর্ণ ফাইল দেওয়া-নেওয়া— হোয়াট্সঅ্যাপের দৌলতে বাড়ি বসেই সব করে ফেলা সম্ভব। এ ছাড়াও ছবি, ভিডিয়ো পাঠানোর সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠেছে হোয়াট্সঅ্যাপ। পরিসংখ্যান বলছে, ভারতে এই মুহূর্তে হোয়াট্সঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৪৮ কোটিরও বেশি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রয়েছে এমন সব স্মার্টফোনেই এই অ্যাপ ব্যবহার করার সুবিধা রয়েছে। তবে বিশ্বের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা মেটা জানিয়েছে, যে সমস্ত ফোনে অ্যান্ড্রয়েডের পুরনো সংস্করণ রয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে সেই সব ফোনে হোয়াট্সঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যাবে। ২৪ অক্টোবরের পর থেকে অ্যান্ড্রয়ে়ড ৫.০ এই সংস্করণটি ছাড়া অন্য কোনও ফোন থেকেই আর হোয়াট্সঅ্যাপ ব্যবহার করা যাবে না। তবে যদি এই পরিষেবা চালু রাখতে হয়, সে ক্ষেত্রে নিজের মুঠোফোনটি আপডেট করানো যেতে পারে।
হোয়াট্সঅ্যাপ পরিষেবা চালু রাখতে কী করবেন?
১) সবচেয়ে সহজ উপায় হল অ্যান্ড্রয়েড ৫.০ অর্থাৎ, নতুন সংস্করণটি রয়েছে এমন ফোন কিনে ফেলা।
২) এ ছাড়া, যদি ফোনে সফ্টওয়্যার আপডেট করার উপায় থাকে, তা-ও করতে পারেন।
৩) পুরনো অ্যান্ড্রয়েড ফোনে হোয়াট্সঅ্যাপ কাজ না করলেও টেলিগ্রাম বা সিগনালের মতো অ্যাপ রয়েছে। যেগুলির সাহায্যে সহজেই তথ্য আদানপ্রদানের কাজ করে ফেলা সম্ভব।
আপনার ফোনে অ্যান্ড্রয়েডের কোন সংস্করণটি রয়েছে, তা জানবেন কী করে?
১) প্রথমে ফোনের ‘সেটিংস’ অপশনে ক্লিক করুন।
২) সেখান থেকে ‘অ্যাবাউট ফোন’ বাটনটি সিলেক্ট করতে হবে।
৩) তার পর ‘সফ্টওয়্যার ইনফো’ বাটনে ক্লিক করলেই অ্যান্ড্রয়েড সম্পর্কে বিস্তারিত জানা যাবে।